তিউনিশিয়া: রাদে নামক শহরে বেকারদের সাথে পুলিশ সংঘর্ষ

এই প্রবন্ধটি তিউনিশিয়া বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

১৩ এপ্রিল তারিখে, রাদেশ বন্দরে, সিটে এল মাল্লাহা নামক এক এলাকার একদল তরুণ বিক্ষোভকারীর সাথে পুলিশের সংঘর্ষ ঘটে, এটি রাজধানী তিউনিশের সামান্য দক্ষিণে অবস্থিত এই এলাকাটিকে রাজধানীর একটি উপশহর হিসেবে বিবেচনা করা হয়। রাতের বেলায় যে সংঘর্ষ শুরু হয়, পরের দিন শুক্রবার থেকে, সপ্তাহব্যাপী তা চলতে থাকে। বিক্ষোভকারীরা অবস্থান ঘর্মঘট পালন করা শুরু করে। সম্প্রতি সিটে এল মাল্লাহার কাছে রাদেশ বন্দরে যে কর্মসংস্থানের সৃষ্টি করা হয়, বিক্ষোভকারীরা তার মধ্যে কয়েকটি পদ নিজেদের জন্য দাবী করে।

বিক্ষোভকারীদের উপর পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ তাদের ধাওয়া করে, এমনকি বাড়ির ছাদেও তাদের ধাওয়া করতে থাকে। পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে, যে ঘটনা আরো বিক্ষোভ এবং সংঘর্ষের সৃষ্টি করে।

এই সংঘর্ষের ঘটনা এমন এক সময় ঘটল, যখন মাত্র তার কয়েকদিন আগে তিউনিশিয়ার দক্ষিণের শহর মুলারেসে-এ, চাকুরীর দাবীতে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে [আরবী ভাষায়] এবং তিউনিশের বেকার যুবকদের বিক্ষোভ-এ পুলিশ হামলা চালায়।

রাদেশ-এর সিটে এল মাল্লাহার বিক্ষোভকারীরা। ছবি মাচ্চাদ.কম-এর (সিসি-বাই-এনসি ৩.০)।

তোউনিশিয়াহোউরা টুইট করেছেঃ

@tounsiahourra: ليلة دامية في حي الملاحة رادس -ضواحي تونس- تم فك اعتصام الشباب بالقوة وباستعمال الغاز مما تسبب في حالات اختناق المتساكنين داخل بيوتهم ‎‪#Rades‬‏
তিউনিশের একটি উপশহর রাদেশ-এর সিটে এল মাল্লাহার একটি রক্তাক্ত রাত। কাঁদুনে গ্যাস ব্যবহারের মাধ্যমে জোর করে অবস্থান ধর্মঘট ছত্রভঙ্গ করে দেওয়া হয়, এর কাঁদুনে গ্যাস নিক্ষেপের ফলে উক্ত এলাকার কিছু বাসিন্দা তাদের গৃহের ভেতরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়# রাদেশ

ভদ্রমহিলা এর সাথে যোগ করেছেন:

@tounsiahourra: سهام بن سدرين تطالب بتحقيق في قمع المعتصمين في حي الملاحة واقتحام بيوت المواطنين في الحي من قبل عناصر الأمن واستعمالهم العنف ضدهم ‎

‬‏

সিটে এল মাল্লাহায়, বিক্ষোভকারীদের উপর হামলা এবং একই সাথে আশেপাশের নাগরিকদের বাসায় দরজা ভেঙ্গে পুলিশের প্রবেশ ও তাদের উপর আক্রমণের ঘটনায় শিহেম বেন শিদরিনে [ মানবাধিকার একটিভিস্ট দল] একটি তদন্তের দাবী করেছে।

তিউনিশবাইনাইটট-এর নীচের এই ভিডিও প্রদর্শন করছে যে, কি ভাবে রাদেশ-এর সিটে এল মাল্লাহার রাস্তায় রাস্তায় পুলিশ হামলা চালিয়েছে:

নিরাপত্তা বাহিনীর দিকে পাথর এবং মলোটোভ ককটেল ছুঁড়ে বিক্ষোভকারীরা এর উত্তর দেয়, এবং ব্লগার হাইকেল টুইট করেছে:

@ Haykel7: markez ecchorta fel Maléha #Rades totalement brûlé hier #tunisie #tngov

গতকাল # রাদেশ-এর এল মাল্লাহা পুলিশ থানা সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে।# তিউনিশিয়া#টিএনগভ

বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ বাড়তে থাকার ঘটনায় টুইটার ব্যবহারকারী নারজিস নামক ভদ্রমহিলা তার শঙ্কা প্রকাশ করেছেন:

@NJESSREB: La question qui se pose:vont-il prolonger l'état d urgence qui prend fin le 30 avril? #OmLaarayes #Rades #1Mai #Tourisme #Tunisie

হয়ত বিনীত ভাবে জিজ্ঞেস করতে পারি: তার কি [সরকার] রাষ্ট্রীয় জরুরী অবস্থার মেয়াদ কি আরো বৃদ্ধি করবে, যা ৩০ এপ্রিলে শেষ হবার কথা?

প্রচার মাধ্যমে সংবাদ না আসা
ব্লগার ওয়েসিম টুইট করেছে:

@Wessimsara: تعتيم على التلفزة التونسية حول أحداث حي الملاحة برادس
রাদেশ-এর সিটে এল মাহাল্লার ঘটনার সংবাদ জাতীয় টেলিভিশন প্রচার করেনি।

প্রচার মাধ্যমে সংবাদ প্রদান করা করার ঘটনায় তোউনিশহোউরা প্রচার মাধ্যমের সমালোচনা করেছে:

@tounsiahourra: وفيما الغاز المسيل يغطي حي الملاحة برادس , تختار النشرة الاخبارية الجهوية لقناة تونس أن تبدأ بخبر عن موسم الحج واتصال مع وزير الشؤون الدينية
যখন রাদেশ-এর সিটে এল মাল্লাহা কাঁদুনে গ্যাসে ছেয়ে যায়, তখন তিউনিশিয়া টিভির স্থানীয় সংবাদে হজ্জের মৌসুমের খবর পরিবেশন এবং এই বিষয় নিয়ে ধর্মমন্ত্রীর সাথে আলাপচারিতা শুরু করে।

মেদ সালাহ ম’বারক টুইট করেছে:

@MidoxTheGeek:#Radès est à 10~15 km du siège de #TTN et aucune équipe n'a été envoyée pour couvrir les évènements !!!

#টিটিএন-এর [তিউনিশিয়ার জাতীয় টেলিভিশন কেন্দ্র] প্রধান দপ্তর থেকে # রাদেশ এর দূরত্ব ১০-১৫ কিলোমিটার এবং এই ঘটনার সংবাদ ধারণ করার জন্য সেখানে কোন সাংবাদিক প্রেরণ করা হয়নি!!!

সরকারি আনুষ্ঠানিক প্রচার মাধ্যমের স্বচ্ছতা।
তিউনিশিয়ার টেলিভিশন এই ঘটনাকে উপেক্ষা করতে পারে, কিন্তু সরকার তা করেনি। টুইটারে গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসির পরিচালক সামি বেন ঘারবিয়া সেই সমস্ত ছবির লিঙ্ক যুক্ত করেছে যা তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকের পাতায় প্রকাশ করা হয়েছে।

এই প্রবন্ধটি তিউনিশিয়া বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .