মেক্সিকোর এক ৬৫ বছর বয়স্ক নাগরিকের ব্যক্তিগত সংগ্রহে ১০ লক্ষের বেশী খেলনা রয়েছে, যার বেশীর ভাগ মেক্সিকোতে নির্মাণ করা হয়েছে। মেক্সিকোর স্থাপত্যবিদ রবার্ট শিমুজু এবং তার সন্তান ঠিক করেছেন তারা তাদের বাড়িকে খেলনার জাদুঘরে পরিণত করে ফেলবে-এ। তাদের সাবটাইটেল যুক্ত তথ্যচিত্র এ মেক্সিকান স্টোরিতে, তারা জানাচ্ছে কি ভাবে এটা ঘটনার শুরু এবং এতে তারা বলছে যে তারা বিশ্বাস করে খেলনার মাধ্যমে মেক্সিকো তার পথ পুনরুদ্ধার করবে।
মেক্সিকোর প্রাচীন খেলনা জাদুঘর [এন্টিক টয় মিউজিয়াম] এই উদ্দেশ্য বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করেছে যাতে সংগ্রাহকদের একত্রিত, স্থানীয়ভাবে নির্মিত পণ্য, যেমন খেলনার প্রতি সবার আগ্রহকে জাগিয়ে তোলা যায়। মে মাসে তারা খেলনার ডিজাইন এবং নির্মাণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে, এই কর্মশালা থেকে যে সেরা খেলনা পাওয়া যাবে, সেটিকে স্থায়ীভাবে জাদুঘরে রাখা হবে।
জাদুঘরের ইউটিউব চ্যানেলে রাখা অনেক ভিডিওর বর্ণনা, তাদের উদ্দেশ্যের সারমর্ম তুলে ধরেছে:
El Museo del Juguete Antiguo México pretende ser un museo honesto para todas las edades sin importar el nivel socioeconómico, sin pretensiones, brindando al visitante no sólo un sitio de aprendizaje y relaciones sino también de confort, en donde se beneficiará a la sociedad mexicna [sic], a través del fomento de la cultura popular, para lograr así un refuerzo en la identidad nacional y en los lazos entre mexicanos, una mayor comunicación de nuestro pasado, presente para así cambiar el futuro de nuestro país.
কি ভাবে জাদুঘর গণ সংস্কৃতিকে তুলে ধরে তার এক অভিজ্ঞতা লাভ করুন। নীচের ভিডিও, লুচা লিব্রা এক্সিবিশন নামক প্রদর্শনীকে তুলে ধরছে, যা জাদুঘরের তৃতীয় বার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছে।