বৌদ্ধ ধর্মগুরু সিং ইউন আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি দাবি করেন, “তাইওয়ানে কোন তাইওয়ানিজ নেই এবং সব তাইওয়ানিজ হল চীনা।” তাইওয়ানের ব্লগ দি ভিউ ফ্রম তাইওয়ান এবং লেটারস ফ্রম তাইওয়ান উভয়েই লিখে যে বৌদ্ধ ধর্মকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।