২০শে মার্চ, ২০১২ তারিখে ইরানীদের নতুন বছর, ইরানী নওরোজ উপলক্ষ্যে প্রেসিডেন্ট বারাক ওবামা একটি বার্তায় সেদেশে মুক্তভাবে তথ্য ও ধারণা প্রবাহ বন্ধে একটি “বৈদ্যুতিক পর্দা” নির্মাণের জন্যে ইরানকে নিন্দা জানিয়েছেন। এখন আন্তর্জাতিক তথ্য কর্মসূচী সংক্রান্ত মার্কিন পররাষ্ট্র বিভাগের ব্যুরো ইউটিউবে একটি ইলেক্ট্রনিক পর্দা বিষয়্ক এনিমেশন মুক্তি দিয়েছে এবং ইন্টারনেটকে বার্তাটি সঞ্চালনের সুযোগ করে দিয়েছে। তারা #কানেক্টইরান হ্যাশট্যাগ ব্যবহারে উৎসাহিত করে।
এছাড়া ভিডিওটি স্প্যানিশ এবং ফরাসী, চীনা এবং রুশ ভাষাতেও পাওয়া যাচ্ছে।
এছাড়াও ২০শে মার্চ তারিখে মার্কিন ট্রেজারি বিভাগ কিছু কিছু ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা ঘোষণা করেছে। ইরানীদের সঙ্গে আমাদের সাক্ষাৎকার দেখুন: ইন্টারনেট অবরোধ শিথিল করে লাভ কি?