এ পোস্টটি ইউরোপ সংকটের সংক্রান্ত আমাদের স্পেশাল কাভারেজের অংশ
#২৯এম (২৯ মার্চ) স্পেনের ট্রেড ইউনিয়নগুলো শ্রম আইন সংস্কারের প্রতিবাদে সাধারণ ধর্মঘট আহ্বান করে। মারাইয়ান রাজয়ের সরকার (পপুলার পার্টি) শ্রম আইন সংস্কারের প্রস্তাব উত্থাপন করে। রাজয় সরকারের ক্ষমতা গ্রহণের ১০০ দিন পর সরকার প্রথম এই ধর্মঘটের সম্মুখীন হয়েছে।
দেশজুড়ে ব্যপক বিক্ষোভের ফলশ্রুতিতে সরকারের নির্বাহীরা দ্রুততম উপায়ে অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠা এবং নিয়ন্ত্রণ মুক্ত শ্রম বাজারে চাকুরি সৃষ্টি করা, অগ্নি নির্বাপণ কর্মীদের কাজকে সহজ করা, শ্রমঘণ্টা বৃদ্ধির লক্ষ্যে চাকুরিজীবীদের কাজে নমনীয়তা, বেতন-ভাতা কমানো, কর্মীদের সচলতায় প্রণোদনা প্রদান এবং দীর্ঘ সময়ের জন্য কর্ম অভিজ্ঞতার পাশাপাশি যুব কর্মীদের কাজে যোগদানের বিষয় সহজীকরন- এ সকল বিষয়ে পদক্ষেপ গ্রহন করছেন।
মূল ট্রেড ইউনিয়নের বাইরে থাকা নাগরিক আন্দোলনের দলগুলো যেমন আই ডেমক্রেসিয়া রিয়াল ইয়া! [ ট্রু ডেমক্রেসি নাউ!] তথাকথিত ‘জটিল প্রতিবন্ধকতা’ নামক এ ধর্মঘটে [স্প্যানিশ] যোগদান করে। দিনব্যাপী চলমান এ ধর্মঘটে বেশিরভাগ শ্রমিক অংশগ্রহণ করেন, ধর্মঘটকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল, বিশেষতঃ বার্সিলোনাতে বিক্ষোভ কারীদের সাথে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। এবারো নিরাপত্তা কর্মীরা তাঁদের পরিচিতিমূলক ব্যাজ পরতে ভুলে গিয়েছিলেন।
ঐ দিন মূল শহরগুলো শান্তিপূর্ণ ছিল যদিও বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষ হয়। নিচের এই ভিডিওটিতে আমরা দেখিয়েছি চাকুরিচ্যূতির কারনে অগ্নি নির্বাপণ কর্মীদের আন্দোলনে দাঙ্গা পুলিশ কিভাবে লাঠিপেটা করেছেঃ
পরবর্তী দুটি ভিডিও সক্রিয়তাবাদীদের তৈরি করা। এতে দেখা যায় পুলিশ ইলেকট্রিক ব্যাটন ব্যবহার করছে। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিবাদকারীরা পুলিশকে ঘিরে ধরেছে সেখানে দুজন পুলিশ কর্মকর্তা (মন্থরতম গতির) দৌড়ে পালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় ভিডিওটিতে পুরো উল্টো চিত্র দেখা যায়। ভীড়ের মধ্যে চারজন পুলিশ (একজন সোনালী চুলের মহিলা আর বাকী তিনজন পুরুষ) মাটিতে পড়ে যাওয়া একজন প্রতিবাদকারীকে আক্রমণ করছেন, প্রথম ভিডিওর দুজন তাঁদের থেকে কিছুটা পেছনে। প্রতিবাদকারীরা আবিষ্কার করেন যে আক্রমণের উদ্দেশ্যে এবং উত্তেজনা বাড়ানোর জন্য দুজন পুলিশ কর্মকর্তা ভিড়ের মধ্যে প্রবেশ করেন যাতে করে পুলিশের আক্রমণকে যুক্তিসঙ্গত বলে ব্যাখ্যা দাড় করানো যায়।. (সূত্র : http://www.tercerainformacion.es/spip.php?article35508 [es]):
অপর একটি ভিডিওতে বার্সিলোনায় ধর্মঘটকালীন পুলিশের রাবার বুলেটে আহত একজন প্রতিবাদকারীর বক্তব্য হাসপাতাল থেকে গ্রহন করা হয়। রাবার বুলেটের আঘাতে তাঁর পাঁজরের দুটো হাড় ভেঙ্গে যায় ও ফুসফুস ফুটো হয়ে যায়।
@ARMAKdeODELOT: MUY GRAVE PASALO @DemocraciaReal: Joven de 19 años ingresado en UCI, estado muy grave,derrame cerebral, tras carga policial en Vitoria
#29M
নিচের ভিডিওটিতে আমরা দেখতে পাই কোন কারন ছাড়াই দাঙ্গা পুলিশ দুজন সাইকেল আরোহীর প্রতি দুই রাউণ্ড রাবার বুলেট ছুড়ছেঃ
@Fotomovimiento: Nuestros queridos mossos hoy en Plaça Catalunya.. Y ahora que salga Trias y los defienda..Indignante!
#29Mhttp://www.youtube.com/watch?v=V_bLULITkh4
২৯এম প্রতিবাদের সময় অন্তরীণ ৪১ জন যুবার মধ্যে ৩ জনকে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। তাঁরা যা করেছে তার ভিত্তিতে অভিযোগ আনা হয় নি (২৯ তারিখ সকালে তাঁরা গ্রেফতার হন), তাঁরা অন্তরীণ হয়েছেন ঐ দিন বিকেলে বার্সিলোনার রাস্তায় যা ঘটেছিল তার কারনে।
ম্যাজিস্ট্রেট তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে বিচার না করে আগত সপ্তাহগুলোতে বার্সিলোনায় তাঁরা শান্তি ভঙ্গের কারন হতে পারে এই বিবেচনায় তাঁদের শাস্তি প্রদান করেন। আইনের সাথে জড়িত একাধিক গ্রুপ অন্তরীণদের রক্ষার বিষয়ে এক যৌথ বিবৃতি প্রদান করে [স্পেনীশ]। প্রতিবাদকারীদের কারাবন্দীর প্রতিবাদে ধর্মঘট পরবর্তী সপ্তাহগুলোতে স্পেনের বিভিন্ন শহরে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
ধর্মঘটের দিনের ঘটনা নিয়ে ডকুমেন্ট দি কেসেস অব ইন্ডিস্ক্রিমিনেট ভায়লেন্স [স্প্যানিশ] শিরোনামে একটি ওয়েব সাইট চালু করা হয়েছে।
এ পোস্টটি ইউরোপ সংকটের সংক্রান্ত আমাদের স্পেশাল কাভারেজের অংশ