- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আর্মেনিয়া: গণ উন্মাদনার শাসন

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, আজারবাইযান, আর্মেনিয়া, আন্তর্জাতিক সম্পর্ক, চলচ্চিত্র, জাতি-বর্ণ, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, বাক স্বাধীনতা, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি, শিল্প ও সংস্কৃতি, সরকার

গত সপ্তাহে আর্মেনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর জিয়ামুরিতে বাতিল হয়ে যাওয়া আজারবাইযান চলচ্চিত্র উৎসবের [1] ঘটনায় আনজিপড আবার মন্তব্য করেছে। ব্লগটি উপসংহার টানে এই ভাবে যে, স্থানীয় শান্তিবাদী একটিভিস্ট জর্জি ভানইয়ান-এর বিরুদ্ধে প্রচারণা এবং বিক্ষোভ প্রদর্শন, এই চিত্র তুলে ধরছে যে দেশটিতে এখন “গণ উন্মাদনার শাসন চলছে” এবং আর্মেনিয়ার রাষ্ট্রকাঠামো তার সাংবিধানিক অধিকার এবং নাগরিকদের স্বাধীনতা রক্ষায় ব্যর্থ হয়েছে।” [2]