নেলসন ম্যান্ডেলাকে এখন ডিজিটালী পাওয়া যাবে: ” নেলসন ম্যান্ডেলা সেন্টার ফর মেমোরি হচ্ছে একটি ডিজিটাল আর্কাইভ প্রকল্প, যা নেলসন মান্ডেলার উদ্দেশ্য উৎসর্গ করা হয়েছে। বিশ্বের এই প্রতীকের [আইকন] উপর তৈরী করা এই অনলাইন প্রকল্পে ১৯০০ নথি, ছবি এবং চলচ্চিত্র রয়েছে।