আরব বিশ্ব: আলজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি আহমেদ বেন বেল্লার মৃত্যুতে শ্রদ্ধা প্রদর্শন

আহমেদ বেন বেল্লার মৃত্যুর ঘটনায়, আরব বিশ্বের নেটনাগরিকেরা সেই মানুষটিকে স্মরণ করছে যে ছিল আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি

কিছুদিন রোগভোগের পর, ১১ এপ্রিল ২০১২ তারিখে বেন বেল্লা মৃত্যু বরণ করেন। তিনি ছিলেন আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের অন্যতম এক প্রতীক এবং ১৯৬৩ সালে তিনি আলজেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হন। যখন শত শত নাগরিক রাজধানী আলজিয়ার্সে যাচ্ছে তাদের প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য, তখন অনেক নেটনাগরিক তার শাসনামলের কথা স্মরণ করেছে।

আহমেদ বেন বেল্লা, ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া (সিসি বাই-এসএ ৩.০)

মাহমোদু সাইয়ুসেফ বলছে:

@mahmoudsiyoucef: ALGER VENDREDI 13 AVRIL…IL PLEUT SUR LA VILLE COMME IL PLEUT SUR MON COEUR…

১৩ এপ্রিল, আলজেরিয়া… আজ শহরে বৃষ্টি হচ্ছে যেন আমার হৃদয়ে বৃষ্টিপাত হচ্ছে।

নীচে দোয়ালিয়া.কম-এর ভিডিওতে বেন বেল্লার আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়ায় দৃশ্য প্রদর্শিত হচ্ছে।

ফ্রিতিউনিশ, তিউনিশিয়ার রাষ্ট্রপতি মনচেফ মারজোউকির বাণী উদ্ধৃত করেছেন, যে কিনা এই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিল:

@FreeTunis: #Marzouki: L’#Algérie n'est pas la seule à avoir perdu #BenBella. Le Grand #Maghreb l'a perdu aussi, tout comme la nation arabe.

#মারজোউকি: কেবল আলজেরিয়া একাই বেন বেল্লাকে হারায়নি, সমগ্র#মাগরেব এবং একই সাথে সমগ্র আরব জাতি তাকে হারালো।

লেবাননের সাংবাদিক হিশাম মেলহাম, আলজেরিয়ার স্বাধীনতা অর্জনে সাহায্য করার জন্য বেল বেল্লাকে কৃতিত্ব প্রদান করছেন, কিন্তু তার শাসনামলের সমালোচনা করেছেন:

@ হিশাম_ মেলহাম: এটা সত্যই যে, বেল বেল্লা, নাসের; এবং অন্যান্য আরব বিপ্লবীরা স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে, কিন্তু তারা নিষ্ঠুর স্বৈরতান্ত্রিক শাসনের বীজ বপন করে গেছে।

ব্লগার ইসান্দার এল আমরানি লিখেছে:

আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময়কার রাজনৈতিক চরিত্রগুলো একের পর এক মৃত্যুবরণ করছে- এখন প্রশ্ন হচ্ছে তাদের উত্তরসুরীরা কি নিশ্চিত করবে যে, সেই একই দমবন্ধ করা পরিবেশ টিকে থাকবে।

ফিলিস্তিনি ব্লগার হিশাম শফিক স্কালা বেন বেল্লার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে:

وبن بلة الثائر غير بن بلة السلطوي وكلاهما غير بن بلة المعارض، ومهما قيل ويقال عن بن بلة ومرحلة حكمه يبقى الرجل رمز من رموز الرجال الذين ساهموا في تحرير الجزائر من ربقة الاستعمار الفرنسي
বিপ্লবী বেন বেল্লা স্বৈরশাসক বেন বেল্লা নন এবং তারা উভয়ে ভিন্ন ভিন্ন চরিত্র। একটি বেন বেল্লা অপরটির বিপরীত একজন। আর বেন বেল্লা ও তার শাসন সম্বন্ধে যা বলা হয়েছে এবং যা বলা হবে, তার মাঝেও বেন বেল্লা নামক মানুষটি ফরাসী উপনিবেশের বিরুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতার লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছিল, তাদের মাঝে অবস্থান করবে।

তবে, সবাই বেন বেল্লাকে নিয়ে এই ভাবে চিন্তা করতে রাজি নন। সাংবাদিক লেইলা বেরাট্টো, আলজেরিয়ার জাতীয় টেলিভিশনে সাক্ষাত্কার প্রদান করা এক তরুণের বক্তব্য উদ্ধৃত করেছে:

@LeilaBeratto: Obsèques de #benbella (devant la tv): commentaire d'un algérien de 26 ans : “Même mort il continue de nous emmerder” #algeriensEtPolitique

#বেনবেল্লার অন্ত্যেষ্টিক্রিয়া (টিভির সামনে): ২৬ বছর বয়স্ক এক আলজেরিয় নাগরিকের জন্য খুব সাধারণ ঘটনা”। এমনকি মৃত্যুর পরেও তিনি, আমাদের ক্রমাগত উদ্বিগ্ন করে যাচ্ছেন”। #আলজেরিয়ানএতপলিতিক

দোয়ালিয়া.কম-এর নীচের এই ভিডিও-তে [ আরবী/ ফরাসী ভাষায়], বেন বেল্লা সম্বন্ধে আলজেরিয়ার নাগরিকরা তাদের চূড়ান্ত পর্যবেক্ষন প্রদান করছে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .