আর্জেন্টিনা: শহুরে আদিবাসী তথ্যচিত্রের সাবটাইটেল প্রয়োজন

এই পোস্টটি আদিবাসী অধিকার সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।

বুয়েনোস আয়ার্সে বসবাসকারী শহুরে আদিবাসীদের বংশধদের পরিচয়ের উপর পূর্বে প্রদর্শিত ক্রিয়েটিভ কমন্স তথ্যচিত্র রুনা কুতি ইংরেজী ভাষাসহ আর্জেন্টিনায় পাওয়া বিভিন্ন আদিবাসী ভাষা যেমন কেচুয়া, আয়মারা, মাপুচে এবং গুয়ারানি ভাষায় তথ্যচিত্রটির সাবটাইটেল তৈরীতে তাদের সাহায্য করার জন্যে স্বেচ্ছাসেবকদের খুঁজছে।

তাদের ব্লগে তারা স্বেচ্ছাসেবীদের আহবান করে পোস্ট করেছে:

Quien quiera, tenga ganas, tiempo, ocio, curiosidad, computadora, internet y otros idiomas para apoyarnos se los agradeceremos añadiendolos a los créditos del documental y mandándoles buenas vibras, donde quiera que estemos y donde quiera que estén.

Todos los idiomas son bienvenidos pero guardamos un especial interés por el quechua, aymara y guaraní.

 

আমাদেরকে সাহায্য যিনি করতে চা্ন বা মনে করেন যে তার সময় আছে, সেটা শখ বা কৌতূহলবশতও হতে পারে, যার একটি কম্পিউটার, ইন্টারনেট এবং অন্য ভাষা জানা আছে, আমরা আমাদের তথ্যচিত্রে কৃতজ্ঞতা স্বীকার করে এবং তারা বা আমরা যেখানেই থাকি না কেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা পাঠিয়ে তাদেরকে ধন্যবাদ জানাবো।

সমস্ত ভাষাই স্বাগত কিন্তু কেচুয়া, আয়মারা এবং গুয়ারানির প্রতি আমাদের বিশেষ আগ্রহ রয়েছে।

http://vimeo.com/32219379

ট্রেইলারটির স্প্যানিশ, ফরাসি, ইংরেজি এবং পর্তুগিজ  সাবটাইটেল করা হয়েছে এবং পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্রটি স্প্যানিশে সম্পূর্ণ ভাষান্তরিত।

http://vimeo.com/37754616

এই পোস্টটি আদিবাসী অধিকার সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .