- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইন্দোনেশিয়ার ভূকম্পন পর্যবেক্ষণের জন্য হ্যাশট্যাগ

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুর্যোগ, নাগরিক মাধ্যম

১১ এপ্রিলে ইন্দোনেশিয়ায় ৮.৫ মাত্রার এক ভূমিকম্প [1] আঘাত হানে। থাইল্যান্ড, মালয়েশিয়া, এবং মায়ানমারে এই কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারী করা হয়, তবে ইতোমধ্যে তা তুলে নেওয়া হয়েছে। নেটনাগরিকরা ভূমিকম্পের প্রভাব পর্যবেক্ষণের জন্য # থাইকোয়েক [2], #প্রেফরসুমাত্রা [3], এবং #প্রেফরমালয়েশিয়া [4] নামক হ্যাশট্যাগ ব্যবহার করেছে।