তিউনিশিয়ার নেটনাগরিক এবং এক্টিভিস্ট কমিউনিটি ৬ই এপ্রিল, ২০১২ তারিখে শহীদ দিবস উপলক্ষ্যে একটি পরিকল্পিত বিক্ষোভের সময় পুলিশের আক্রমণে স্তব্ধ। ঘটনাটি ঘটেছে কর্মহীন অল্পবয়সীদের ছোট একটি বিক্ষোভ পুলিশ দ্বারা আক্রান্ত হওয়ার একদিন পর।
বিক্ষোভকারীরা হাবীব বারগুইবা এভিনিউতে প্রতিবাদ-সমাবেশ নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করে মোহাম্মেদ ভি এভিনিউতে তাদের বিক্ষোভ শুরু করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে তাদের উপর কাঁদানেগ্যাস, লাঠি এবং বৈদ্যুতিক ব্যাটন ব্যবহার করে। কিছু জাতীয় গণপরিষদের সদস্য, সাংবাদিক, ব্লগার, আইনজীবি এবং এক্টিভিস্টদের বেধড়ক পেটানো হয়। নেটনাগরিকেরা তাদের ক্ষোভ, আঘাত এবং হতাশ বোধ প্রকাশ করেন।

৯ই এপ্রিল, ২০১২ তিউনিস পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে। ফ্লিকার ব্যবহারকারী আমিন ঘ্রাবির পাঠানো ছবি (সিসি-বাই-এনসি-এসএ ২.০)

কাঁদানে গ্যাস বাতাসে ছড়িয়ে যাচ্ছে। ফ্লিকার ব্যবহারকারী আমিন ঘ্রাবির পাঠানো ছবি (সিসি-বাই-এনসি-এসএ ২.০)
গ্লোবাল ভয়েসেস লেখক আফেফ আব্রুগী টুইট করেছেন:

তিউনিসে কাঁদানে গ্যা্সের মধ্যে বিক্ষোভকারীরা পালিয়ে যাচ্ছে। লিনা বেন মেহেন্নির পাঠানো ছবি (সিসি-বাই-এনডি-২য় ৩.০)
টুইটার ব্যবহারকারী তিউনিসিনে লিবরে (@ফ্লেউখদেক্যাক্টাস) টুইট করেছেন যে আগ্রাসন অন্য রাস্তায় ছড়িয়ে যাচ্ছে:
@ফ্লেউখদেক্যাক্টাস: C'est le chaos à Jean Jaures, av. de Paris, rue de Marseille… Poursuites, agressions, lacrymo.

তিউনিসে বিক্ষোভকারীরা এক রাস্তা থেকে অন্য রাস্তায় সরে যাচ্ছে। লিনা বেন মেহেন্নির পাঠানো ছবি (সিসি-বাই-এনডি-২য় ৩.০)

তিউনিসের মোহাম্মেদ ভি এভিনিউতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। লিনা বেন মেহেন্নির পাঠানো ছবি (সিসি-বাই-এনডি-২য় ৩.০)
বিশিষ্ট তিউনিশিয়া পাইরেট পার্টির ব্লগার এবং প্রতিষ্ঠাতা স্লিম আমামু পরিস্থিতির বর্ণনা করেছেন:
@স্লিম৪০৪: #9avril Le nombre de bras fracturés est anormal. Il y a qlq chose qui a changé dans l'équipement ou les méthodes de la police
বিশিষ্ট ব্লগার এবং তিউনিশীয় ব্লগাররা এসোসিয়েশনের সহ-প্রতিষ্ঠাতা ফাৎমা রাইহি ওরফে ফাৎমা এরাবিকাকে দাঙ্গা পুলিশ পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। এই ভিডিওটিতে [আরবী] তিনি ব্যাখ্যা করেছেন কি ঘটেছিল:
আফেফ আব্রুগী ব্যবসা রক্ষা এবং পর্যটকদের আকর্ষণের জন্যে হাবীব বারগুইবা এভিনিউতে বিক্ষোভ নিষিদ্ধ করার সরকারী যৌক্তিকতার সমালোচনা করেছেন:
@আফেফটিএন: বিক্ষোভকারী, সাংসদ, সাংবাদিক, এক্টিভিস্ট ও চিকিৎসকরা ২দিন আক্রান্ত হয়েছে #তিউনিস | বোকাদের সরকাররের পর্যটক আকর্ষণের একটি ভাল উপায় #৯এপ্রিল
ব্লগার কায়সার সোযি “প্যাণ্ডোরার বাক্স” (আশার ভাণ্ডার) শিরোনামে একটি পোস্ট লিখেছেন:
Le 9 avril 2012 restera un jour triste dans la mémoire de tout tunisien. Il portera à jamais la marque de l’ingratitude des autocrates en poste envers le peuple qui les a libérés.
তিনি আরো বলেন:
Toute la panoplie de la répression de l’aire dictatoriale a été employée pour casser du Tunisien. Ils ont même eu recours à l’aide de milices inconnues comme à la belle époque.
নিচের তিউনিশিয়াটক্স-এর ইউটিউব ভিডিওটিতে পুলিশের বিক্ষোভকারীদের ধাওয়া এবং তাদের প্রতি বর্বরতা দেখানো হচ্ছে।
জাতীয় গণপরিষদের সভাপতি মুস্তাফা বেন জাফর দায়ী্দের খুঁজে বের করার জন্যে একটি তদন্ত শুরু করতে সরকারকে বলেছেন [ফরাসী]। টেলিভিশনে প্রেসিডেন্ট মোন্সেফ মারজুকি বিক্ষোভকারীদের বিরুদ্ধে উচ্চমাত্রার সহিংসতা প্রয়োগের জন্যে ক্ষমা চেয়েছেন।