কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১২-এর ঘোষণা

আমরা আনন্দের সাথে গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১২-এর ঘোষণা প্রদান করছি! এ বছর আমরা ২-৩ জুলাই, ২০১২-এ কেনিয়ার রাজধানী নাইরোবিতে একত্রিত হব, যা আমরা নাইরোবির আইহাবের সাথে যৌথভাবে আয়োজন করেছি।

এই সম্মিলনের উদ্দেশ্যের, পেছনের কারণ সম্বন্ধে জানতে চাইলে সম্মিলনের ওয়েব সাইটে প্রবেশ করুন-খুব শীঘ্রই আমরা নিবন্ধন বিষয়ক বিস্তারিত তথ্য এতে যুক্ত করব।

আগামী দিন এবং সপ্তাহগুলোতে আমরা এই সম্মিলনের কর্মসূচি প্রকাশ করতে থাকব, এর সাথে বক্তাদের জীবনী যুক্ত করব, সাথে থাকবে সম্মিলনে অংশগ্রহণকারীদের তালিকা এবং অন্যান্য বিষয়, এবং যথারীতি আলোচনায় অংশ নেবার আমন্ত্রণ।

গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১২, কে সম্ভব করার ক্ষেত্রে-এর প্রতি সর্বান্তকরণে সমর্থনের জন্য আমরা গুগল, হিভস, ম্যাকআর্থার ফাউন্ডেশন, দি ওপেন সোসাইটি ফাউন্ডেশন, এ্যাডিসিয়াম ফাউন্ডেশন, নাইট ফাউন্ডেশন, ওমিদিয়ার নেটওয়ার্ক এবং ইয়াহুকে ধন্যবাদ জানাই।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .