মালি: স্থানীয় ব্লগমণ্ডলের নীরবতা

মালির জনগণ নির্বাচনের জন্যে প্রস্তুতি নেয়ার সময় তাদের অজ্ঞাতসারেই তারা একটি ২১শে মার্চ, ২০১২ তারিখে সামরিক অভ্যূত্থানের এবং উত্তর মালির বিচ্ছিন্নতার হুমকির সম্মুখীন হয়। অভ্যুত্থানের সময় প্রধান প্রধান প্রার্থীরা তাদের ফেসবুক পৃষ্ঠাসহ তাদের টুইটার এবং গুগুল+ অ্যাকাউন্ট, আর নাগরিকরা তাদের ব্লগ আপডেট করছিলেন এবং টুইটে শান দিচ্ছিলেন।

সংবাদ থেকে উত্তর বিছিন্ন এবং বিদ্যুৎ বঞ্চিত হলেও সন্তর্পণে সেগুলো দক্ষিণে এলে ইন্টারনেট এখানকার অধিবাসীদের সংগঠিত হওয়ার সুযোগ করে দেয়।

মালিতে অধিবৃত্তাকৃতি ডিশ

মালিতে অধিবৃত্তাকৃতি ডিশ, টুইটারের @ম্বোকোনিকো’র মাধ্যমে

লেখার সময় ‘কলেক্তিফ দেস রিসোর্তাসোঁ দ্যু নর্দ’  (উত্তরে নাগরিকদের সম্মিলনী) অথবা কোরেন [সিওআরইএন]-এর ফেসবুক গ্রুপে  সদস্যসংখ্যা ৩০৩. গত কয়েক সপ্তাহ ধরে, বিশেষ করে সংহতি প্রদর্শনসহ আসন্ন ঘটনাগুলো বর্ণনা করার জন্যে ব্যবহৃত পৃষ্ঠাটির মাধ্যমে, কোরেন গোটা এলাকা জুড়ে মালির জনগণকে সংগঠিত করেছে – যেমন এটি দলের সদস্য উমর মাইগার নিচের স্ট্যাটাস আপডেটটি দেখাচ্ছে:

Mettez le drapeau du Mali sur votre profil pour soutenir son unicité

ঐক্য প্রদর্শনের জন্যে আপনার প্রোফাইল ছবি হিসেবে মালির পতাকা ব্যবহার করুন

ব্লগ, টুইট এবং অন্যান্য দেশ থেকে আসা ভিডিও দিয়ে ইন্টারনেট প্লাবিত হয়ে গেলেও মালির ইন্টারনেট ব্যবহারকারীরা নীরব রয়েছেন। রাজধানী বামাকো মারাত্মক বিদ্যুৎ বিচ্ছিন্নতা চলছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্যে প্রয়োজনীয় জ্বালানীর অভাবে। এই পরিস্থিতিতে বার্তা পাঠানোর চেয়ে উত্তরের নতুন নেতাদের সম্পর্কে তথ্য খুঁজে বের করা বেশি জরুরী।

তুয়ারেগদের পরিচালিত এমএনএলএ হিসেবে পরিচিত লিবারেশন, আজাওয়াদ জাতীয় স্বাধীনতা আন্দোলন–এর ওয়েবসাইটটি এক সপ্তাহ ধরে অফলাইন হয়ে রয়েছে। (উল্লেখ্য: ১০/০৪/২০১২ পর্যন্ত সাইটটি আবার চালু হয়েছে)। তবে আন্দোলনটি এর ইউটিউব একাউন্ট আজাওয়াদ১৭জানভি২০১২ -তে [ফরাসী] ভিডিও পোস্ট করা অব্যহত রেখেছে। এমএনএলএ  স্বাধীনতার  ঘোষণা করার জন্যে ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স২৪-কে বেছে নিয়েছে। ঘোষণাটি মালির জনগণকে ধাক্কা দিয়েছে যেকারণে তারা টুইটারে নিচেরগুলোর মতো ইন্টারনেটে তাদের ক্ষোভ এবং ব্যাঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে দিচ্ছে:

@Skante2: Propagande du MNLA, les médias devraient alors inviter tous les séparatistes du monde sur leur plateau. On verra l'embouteillage.”

এমএনএলএ’র দলীয় প্রচারণা হলে, সেক্ষেত্রে মিডিয়ার পৃথিবীর সব বিচ্ছিন্নতাবাদীদের তাদের টিভি চ্যানেলগুলোতে আমন্ত্রণ উচিৎ। তাহলে তো ট্রাফিক জ্যাম লেগে যাবে।

কিন্তু প্রদর্শনীটি কেড়ে নিয়েছে ইসলামী আন্দোলন আনসার দাইন -এর যা তিম্বাকতু শহরের দখলের দৃশ্যগুলো। এএফপি-টেলি’র তোলা ছবিগুলো এখন পর্যন্ত ৭,২০০ জন দেখেছে এবং তা বামাকোর রাস্তায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। [ফরাসী]

উত্তর মালির পরিস্থিতিতে বিশৃঙ্খলার রাজত্ব বিরাজ করলেও কিছু কিছু মানুষ এটা থেকে মুনাফা লাভের একটি উপায় খুঁজে বের করেছে, ব্যবহারকারী @ফ্ল্যাগসঅনলাইন-এর এই টুইটটি যেমন দেখাচ্ছে:

@ফ্ল্যাগসঅনলাইন ২০% মূল্যহ্রাসকৃত আজাওয়াদ পতাকা, ভাউচার সংকেত: এজেড১২৫১১৫ এখুনি কিনুন! #আজাওয়াদ  #পতাকা #ভেক্সিলোলোজি

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .