বলিভিয়ায় ব্লগার ও একটিভিস্টরা ইন্টারনেট সংযোগের সর্বজনীন সুযোগ এবং “গ্রহণযোগ্য ন্যূনতম গতি”র জন্যে প্রচারণা চালাচ্ছেন।
পূর্বে যেমন গ্লোবাল ভয়েসেসে রিপোর্ট করা হয়েছিল, প্রথম বলিভিয়াতে সংযোগ উন্নয়নের জাতীয় সভা [স্প্যানিশ] হয়েছিল ২০১২ সালের জানুয়ারী মাসের শেষের দিকে। ইভেন্টটির পরে প্লাব্রাস লিব্রেসর [স্প্যানিশ] মতো একদল একটিভিস্ট প্রচারণা অব্যহত রাখে। তিনি বলিভিয়ার উচ্চ কক্ষের সভাপতি মিজ গাব্রিয়েলা মন্টানোর সাথে দেখা করেছেন [স্প্যানিশ]।
প্রচারাভিযানটি বিষয়টি এবং বর্তমান সংযোগের সীমাবদ্ধতা সম্পর্কে জানাতে এবং সচেতনতা বাড়াতে চেষ্টা করছে।
দলটি মাস ঈ মেজর ইন্টারনেট পারা বলিভিয়া [স্প্যানিশ] (বলিভিয়ার জন্যে আরো এবং উন্নততর ইন্টারনেট) সাইটে জনসমর্থন জড়ো করছে। ওয়েবসাইটটি “বলিভীয়দের ইন্টারনেট সংযোগে সমতা চায় […] সর্বোচ্চ গতির স্বপ্ন দেখে না কিন্তু ন্যূনতম গ্রহণযোগ্য গতি চায়”।
সামাজিক মিডিয়া প্লাটফর্মে প্রচারিত একটি ইনফোগ্রাফিক [স্প্যানিশ] অনুসারে সংযোগ ও ব্যান্ডউইডথ পরিমাপে বলিভিয়ার অবস্থান লাতিন আমেরিকার মধ্যে সর্বনিম্নে। এটা আরও দেখায় যে বলিভিয়াতে এক এমবিপিএস খরচ প্রতিবেশী – যেমন তাদের মতোই স্থলবেষ্টিত দেশ প্যারাগুয়ের মতো- দেশের তুলনায় ৬ থেকে ১১ গুণ বেশি।
বলিভিয়ার একজন উন্নয়ন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ বৈদ্যুতিক প্রকৌশলী সার্গিও তোরো টিআইসি পারা এল দেজারোলো [স্প্যানিশ] ব্লগের একটি পোস্টে মন্তব্য করেন:
el costo de una banda ancha superior a un megabyte es de 700 bolivianos, eso significa el 98% del salario mínimo, mientras que en Corea del Sur –por ejemplo- el mismo servicio cuesta un 0,2% del salario mínimo
ইন্টারনেট সংযোগের জন্যে যারা কথা বলছেন তাদের মধ্যে নুয়েস্ত্রা কালচুরা প্রিমেরোর এডগার ইয়ানা রয়েছেন। এডগার এল অলতো শহর থেকে সাড়ে তিন ঘণ্টার বাস দুরত্বের আদিবাসী সম্প্রদায় চাগুয়াইয়া ভিত্তিক একজন ব্লগার। তিনি বলিভিয়াতে সংযোগ উন্নয়নের প্রথম জাতীয় সভায় উপস্থিত ছিলেন এবং ইভেন্ট সমাপনী রিপোর্টটি [স্প্যানিশ] তার অবস্থা সম্পর্কে বলছে:
Edgar Yana, comunario de Chaguaya menciona que tiene que viajar a El Alto para subir contenidos a su blog y que tener internet en su casa es una necesidad.
একটিভিস্টরা ফেসবুক গ্রুপ এডিএসএল বলিভিয়া–এর [স্প্যানিশ] ফেসবুক পৃষ্ঠা মাস ইয় মেজর ইন্টারনেট ইয়া–তে [স্প্যানিশ] (এখুনি উন্নততর ইন্টারনেট) জড়ো হয়ে হ্যাশট্যাগ #মেজরইন্টারনেটইয়া [স্প্যানিশ] ব্যবহার করে টুইটারে মন্তব্য করেছে।
প্রচারাভিযানটির মূল লক্ষ্যটি এল ইকো দে লস পাসোস ব্লগের [স্প্যানিশ] একটি পোস্টের জন্যে মারিও দুরান সংক্ষিপ্ত করেছেন:
la meta es que en el 2014, todos los hogares bolivianos tengan acceso a 1 mbps (como velocidad mínima) a un costo menor a 20 dólares