পেরু তে বৃষ্টি বন্ধ হয় নি। ফেব্রুয়ারি ও মার্চ [স্প্যানিশ ভাষায়] মাসে তুমুল বৃষ্টির ফলে উচ্চভূমি [স্প্যানিশ ভাষায়] ও পেরুভিয়ান জঙ্গলের অনেক অংশই ডুবে গেছে। পেরুর নিম্নভূমিতে, মূলত লরেতো ও ইউকায়ালির এলাকাসমূহে এখন বন্যা। কয়েক সপ্তাহ আগে, লরেতোর আবহাওয়া ও জলবায়ু সংস্থা (সেনামহি) হুয়ালাগা, ইউকায়ালি, মারানন ও আমাজন নদীর উচ্চ প্লাবনের ব্যাপারে আগেই সতর্ক দিয়েছিল। [স্প্যানিশ ভাষায়]
এবং যদিও কিছু কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, [স্প্যানিশ ভাষায়] দুর্গতদের সংখ্যা যখন ৪০,০০০ হয়েছে, কেবলমাত্র তখনই লরেতো এলাকার প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ করেছেন। [স্প্যানিশ ভাষায়] যখন হতাহতের সংখ্যা ১০০,০০০ পৌঁছেছে, তখন কেন্দ্রীয় সরকার অবশেষে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। [স্প্যানিশ ভাষায়]
বন্যায় ঐ এলাকার নিম্নভাগে বিদ্যালয়গুলোতে ক্লাসের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। [স্প্যানিশ ভাষায়] ক্লাসগুলো মৌখিকভাবে নেয়া হচ্ছে ও ক্লাসরুমগুলো পাশের এলাকা ও ভবনে নেয়া হচ্ছে যেখানে শিক্ষার্থীরা পেক-পেক নামক ছোট নৌকায় চড়ে যাচ্ছে। এগুলো নিচের ছবিতে টুইটার ব্যবহারকারী @PacoBardales [স্প্যানিশ ভাষায়], দ্বারা প্রকাশিত, যা সাংবাদিক ডেভিড গনজালেস-এর অধীনে। [স্প্যানিশ ভাষায়] এই ছবিটি নেয়া হয়েছে স্কুল এন-৬০১৫৩৬ থেকে, পল্লী ভবন নুয়েভো ক্যাম্প, ইটায়া নদী, বেলেন।
Fuerte: Así están estudiando los niños en Belén-Iquitos luego de las graves inundaciones http://twitpic.com/931bx2 8:13 AM – 30 Mar 12 via TweetDeck
ছবিঃ পেরুতে ভয়াবহ বন্যার সময় বেলেন-ইকুইতোসে অধ্যয়নরত শিশুরা
আরো সাম্প্রতিক পরিসংখ্যান দেখিয়েছে [স্প্যানিশ ভাষায়] যে শুধুমাত্র লরেতো এলাকাতেই বন্যা দুর্গতদের সংখ্যা প্রায় ২০০,০০০। অ্যামাজন নদীর উচ্চ প্লাবন [স্প্যানিশ ভাষায়] যেভাবে এ কয়েক দিনে ইকুইতোসের অনেক অঞ্চলে বন্যার সৃষ্টি করেছে, তাতে এই সংখ্যা আশ্চর্যজনক নয়। এমনকি নদীর উচ্চতা ১৯৮৬ সালের ১১৮,৫৯ মিটার সমুদ্রপৃষ্ঠের উচ্চতাকেও অতিক্রম করেছে। এরকম কিছু এলাকা এই ছবিতে দৃশ্যমান হয়েছে, যা টুইটার ব্যবহারকারী সেবাস্টিয়ান ফোরা (@SebastianFaura) [স্প্যানিশ ভাষায়] কর্তৃক প্রকাশিত:
es necesario declarar el estado de emergencia en la ciudad de Iquitos. http://pic.twitter.com/DNtmALue 10:04 AM – 2 Apr 12 via web
ইকুইতোস শহরে জরুরি অবস্থা ঘোষণা করা প্রয়োজন।
ফেসবুকে গণপ্রতিরক্ষা পেজে, [স্প্যানিশ ভাষায়] বন্যার কিছু ছবিও প্রকাশিত হয়েছে। The ডায়ারিও দি আইকিউটি ব্লগও [স্প্যানিশ ভাষায়] কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে পাচো বারদালেস মন্তব্য করেনঃ
En Iquitos han sido los ríos Itaya y Nanay quienes más han generado embates contra las riberas. Las zonas más afectadas han sido las comunidades rurales del distrito de Belén, el barrio, Prolongación Putumayo, Bellavista-Nanay, Av. La Marina, Bellavista-Nanay. Además, se han colocado carpas en primera cuadra de Ricardo Palma para atender a los afectados en Puerto Salaverry, debajo del Boulevard de la ciudad.
ইকুইতোসে ইটায়া ও নানায় নদী উপকূলের দিকে আছড়ে পড়ছে। অধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হল বেলেনের প্রাম্য এলাকাগুলো, প্রোলংগাসিও পুটুমায়ো, বেলাভিসতা-নানায়, এভি.লা মারিনা বেলাভিসতা নানায়। এই এলাকাগুলোর লোকজন পুয়ের্তো সালাভেরির গাছ চাপা পড়া আহতদের সেবা করার জন্য রিকার্ডো পালমার প্রথম অংশে তাঁবু খাটিয়েছে।
লরেতো থেকে সাংবাদিক ও ব্লগার রামিরো সেলিস তার ব্লগ ইকুইতোস নিউজে ইকুইতোসে জরুরি অবস্থা মোকাবেলা করার পদক্ষেপ গ্রহণে স্থানীয় কর্তৃপক্ষের অদক্ষতা ও উদাসীনতার কথা লিখেছেনঃ [স্প্যানিশ ভাষায়]
En época de vaciante caminar por Belén zona baja es una experiencia única. Las casas son de madera y tienen techo de palma. Se ubican a unos metros de la superficie y no gozan de servicios básicos como agua o energía eléctrica de calidad, ya que las conexiones son por pequeños tubos que suben hasta las casas y la electricidad es abastecida por cables que parecen telarañas. […] Aunque su existencia data del siglo pasado, ningún alcalde belenino ha hecho un plan o un proyecto de modernización de esta zona en la que se incluya la construcción de viviendas dignas e incorporación de servicios básicos.
Punchana e Iquitos son los distritos más afectados cuando crecen los ríos y definitivamente se debe pensar o elaborar un proyecto que evite el gasto excesivo de recursos en apoyo a los ciudadanos afectados, ya que, ciertamente, existen alternativas de solución a estos problemas. […] Aunque en algunas jurisdicciones, como en el caso de Punchana, el alcalde manifestó que no era su problema si aquellas personas habían optado por vivir en las zonas periféricas, siendo duramente criticado por los medios y la población en general.
শুষ্ক মৌসুমে বেলেনের নিম্নভূমিতে হাঁটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। বাড়িগুলো কাঠের তৈরি এবং পাম গাছের পাতার ছাদ ছিল। এগুলো ভূমি থেকে ক্কয়েক মিটার উঁচুতে অবস্থিত এবং এখানকার মানুষ পানি ও পর্যাপ্ত বিদ্যুতের সুবিধা পায় না। বাড়ির মধ্যে বৈদ্যুতিক ছোট টিউব আছে যেখানে মাকড়সার জাল সদৃশ তার দ্বারা বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। […] যদিও গত শতাব্দীতেই এর অস্তিত্ব শেষ হয়ে গেছে, এখনো বেলেনের কোন মেয়র বাসযোগ্য ভবন বা মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে এই এলাকার আধুনিকায়নের কোন উদ্যোগই নেন নি।
পুনচানা ও ইকুইতোস নদী প্লাবনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল। তাই কাউকে অবশ্যই ক্ষতিগ্রস্ত নাগরিকদের পেছনে সম্পদ ব্যয় রোধের উপায় বের করতে হবে। অবশ্যই এই সমস্যাগুলোর কোন না কোন উপায় রয়েছে। […] যাই হোক, লোকজন যদি জনবহুল এলাকায় থাকতে চায় তো সেটা তার সমস্যা নয়- এ কথা বলে পুনচানার মত এলাকার মেয়র মিডিয়া ও সাধারণ জনতার কাছে কঠোরভাবে সমালোচিত হয়েছেন।
এদিকে যখন অ্যামাজন নদীর উচ্চতা আশঙ্কাজনকভাবে [es] বাড়ছে, তখন ইকুইতোসে জনগণ বিদ্যুতের অভাবে [স্প্যানিশ ভাষায়] ভুগছে। বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ ছিল বন্যার কারণে সম্ভাব্য সর্ট সার্কিট এড়ানোর জন্য সতর্কতামূলক সিদ্ধান্ত। এর সাথে কিছু জনগণকে অদ্ভূত জলজ প্রাণীর আগমন [es] সম্পর্কে সতর্ক করা হচ্ছে, যখন অন্যগুলোকে দেখা গেছে এবং এখন তারা অভিযোগ করছে [es] যে, কর্তৃপক্ষ সেগুলোর ব্যপারে ভুলে গেছে।
ইকুইতোসে এক টিভি অনুষ্ঠানে বন্যা সম্পর্কিত তথ্য দেয়া হয়েছে [স্প্যানিশ ভাষায়]:
সবশেষে, নিচের ভিডিওটি বন্যাদুর্গত ইকুইতোস শহরের কিছু তথ্যচিত্র তুলে ধরেছে [স্প্যানিশ ভাষায়]: