বাহরাইনের মানবাধিকার কর্মী আব্দুলহাদি আলখাওয়াজার অবনতিশীল অবস্থার জন্যে বিশ্বজুড়ে নেটনাগরিকেরা তাদের ভীষণ উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছর বাহরাইনি কর্তৃপক্ষ তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এবং তিনি তার আটকের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যে ৮ই ফেব্রুয়ারি, ২০১২ তারিখ থেকে অনশন ধর্মঘট করছেন। এছাড়াও যেহেতু তিনি একজন ড্যানিশ নাগরিক তাই বাহরাইন তার ডেনমার্কে প্রত্যাবাসন নাকচ করে দিয়েছে।
নেটনাগরিকেরা তার মুক্তির জন্যে #খাওয়াজাহত্যাবন্ধ–এর মতো বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করছে।

আব্দুলহাদি আলখাওয়াজা’র মুক্তির আহবান জানিয়ে একটি ব্যানার, ১৪ই সেপ্টেম্বর, ২০১১ ছবি ফ্লিকার থেকে,উইলিয়াম মারফির পাঠানো (সিসি-বাই-এসএ ২.০)
আব্দুলহাদি আলখাওয়াজার কন্যা মারিয়াম আলখাওয়াজা টুইট করেছেন:
@মারিয়াম আলখাওয়াজা: আজ ৮ই এপ্রিল আব্দুলহাদি আলখাওয়াজার গ্রেপ্তারের এক বছর, যেদিন তাকে তার পরিবারের সামনে পিটিয়ে অজ্ঞান করা হয়েছিল #বাহরাইন
তার আরেক কন্যা জয়নাব আলখাওয়াজা টুইট করেছেন:
@এংরিএরাবিয়া: গত বছর এই সময়ে আমার বাবাকে এই একই সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন তিনি যেখানে শুয়ে রয়েছেন #বাহরাইন
@এংরিএরাবিয়া: তার মুখে ৪ ঘন্টা অস্ত্রপচার করা হয়েছিল, তারা তার মস্তক থেকে একটি হাড় নিয়ে তার চোয়াল পুনর্গঠন করা হয়েছে #বাহরাইন
@এংরিএরাবিয়া: এবং আজ আবার… আমার বাবা তাদের হাসপাতালের একটি শয্যায় শুয়ে। মুক্তির জন্যে আমৃত্যু অনশন করছেন #বাহরাইন
প্যালেস্টাইনী-আমেরিকান সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট আলি আবুনিমাহ টুইট করেছেন:
@আলিয়াবুনিমাহ: #খাওয়াজাহত্যাবন্ধ আব্দুলহাদি আল-খাওয়াজা হলেন একজন বিবেকবান ও সাহসী পুরুষ। তিনি মুক্তভাবে জীবন যাপনের যোগ্য।
অধ্যাপক এবং রাজনৈতিক কর্মী জন সি. বার্গ বাহরাইনের উপর চাপ সৃষ্টির জন্যে আমেরিকানদের আহবান জানিয়েছেন:
@জেসিবার্গ: যুক্তরাস্ট্রের প্রগতিশীলদের জন্যে #বাহরাইন–এর প্রতি মনযোগ দেয়ার সময় এটা; নেতৃস্থানীয় মানবাধিকার কর্মী কারাগারে অনশন-ধর্মঘট করছে, মৃত্যুর কাছাকাছি
কায়রো্র আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগের অধ্যাপক রাশা আব্দুল্লা কায়রোস্থ বাহরাইন দূতাবাসের সামনের একটি বিক্ষোভ থেকে টুইট করেছেন:
ব্রিটিশ-কুর্দি লেখিকা এবং নারীবাদী রুওয়ায়দা মুস্তাফা লন্ডনে একটি বিক্ষোভের ঘোষণা দেন:
@রুওয়ায়দামুস্তাফা: আমরা আব্দুলহাদি আল খাওয়াজার সঙ্গে সংহতি জানিয়ে লন্ডনে মঙ্গলবার বিক্ষোভ করবো। অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগদান করুন #খাওয়াজাহত্যাবন্ধ
৪ঠা এপ্রিল অ্যাক্টিভিস্টরা বাহরাইনের জাতীয় বিমান পরিষেবা গালফ এয়া্রের ফেসবুক পৃষ্ঠা হ্যাক করে আব্দুলহাদি আলখাওয়াজার একটা ছবি দিয়ে এর লোগোটি প্রতিস্থাপন করেন।