- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইজরায়েল: সিডার পাসওভার টুইট

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, কৌতুক, ধর্ম, নাগরিক মাধ্যম

শুক্রবার ৬ই এপ্রিল রাতে ইহুদিদের পাসওভার [1] ছুটি শুরু হলে লক্ষ লক্ষ ইজরায়েলী পরিবার ঐতিহ্যবাহী ভোজ উৎসব অনুষ্ঠান সিডার [2]-এর জন্যে জড়ো হয়েছিল। ভোজ উৎসবের পূর্বে হাগাদা [3] পাঠ করা হয় যেখানে (অন্যান্য বিষয়ের সাথে) ইজরায়েলী জনগণের মিশর থেকে দলে দলে প্রস্থানের বর্ণনা রয়েছে। পাসওভার সিডার দীর্ঘ হওয়ার জন্যে কুখ্যাত এবং নিয়ম অনুসরণ করা হলে ডিনার টেবিলের চারপাশে হাগাদা থেকে পড়ে গান গাইতে গাইতে খাবার গ্রহণে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায়। সিডার ঐতিহ্যগতভাবে বর্ধিত পরিবারের সাথে উদযাপন করা হয় যা অনেকটা কুখ্যাত আমেরিকান থ্যাঙ্কসগিভিংয়েরই মতো একটি উপলক্ষ যখন কাউকে পরিবারের বিবদমান সদস্যদের সঙ্গে সময় কাটাতে বাধ্য করা হয়।

সিডার পাসওভারের অভিজ্ঞতা বর্ণনা করে টুইট করার কারণে রসবোধ এবং সন্দেহবাতিকতার জন্যে সুপরিচিত ইজরায়েলী টুইটার ব্যবহারকারীদের বেছে নেয়া হয়েছে।

[4]

পাসওভার সিডারের জন্যে সাজানো টেবিল। গিলাব্র্যাণ্ডের ছবি, উইকিমিডিয়া কমন্স।

লিয়র ওরেন লিখেছেন:

ואין כמו ערב פסח כדי לזכור כי יש אנשים שאין להם היכן לעשות סדר, הם בודדים בביתם. עם בירה. ולקנא בהם.
@এলোডিয়াম [5]: যাদের সিডার করার জায়গা নেই আপনাদের তাদের কথা মনে করিয়ে দেয়ার জন্যে পাসওভার সন্ধ্যার মতো অন্য কিছুই নেই এবং তারা তাদের বাড়িতে নিঃসঙ্গ। একটা বিয়ার নিয়ে [পাসওভারে খাওয়া নিষিদ্ধ]। এবং তাদের ঈর্ষা করা

রোতেম লিখেছেন:

הצעת חוק- כל ערב פסח, בין השעות שמונה לאחת עשרה כל הרציחות יוכרו כאי שפיות זמנית.
@রোতেমিজম [6]: একটি আইন প্রস্তাব – পাসওভারের প্রতিদিন রাত ৮টা থেকে ১১টার মধ্যে সকল খুনীদের সাময়িকভাবে অপ্রকৃতিস্থ হিসেবে স্বীকার করা হবে।

আভিশে লিখেছেন:

עוד לא התחלנו וכבר 3 מתי תתחתן ו4 מה עם ילדים
@আভিশে_বি [7]: আমরা তখনো [সিডার] শুরু করিনি, আগে আমি ইতোমধ্যে পেয়েছিলাম তিনবার “আপনার কবে বিয়ে হবে?” এবং চারবার “আর শিশুদের খবর কি?”

আমির লিখেছেন:

השעה שמונה וחצי, ועדיין לא התחלנו. אני הולך להתנצר
@আমিরআইমন [8]: রাত ৮:৩০ মি. এবং এমনকি এখনো আমরা শুরু করিনি। আমি খ্রিষ্টধর্মে দীক্ষিত হয়ে যেতে পারি

পাসওভার সপ্তাহে রেখে দেয়া (leavened) রুটি খাওয়ার উপর ধর্মীয়ভাবে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং ধার্মিক/ঐতিহ্যবাহী ইহুদীরা তাদের বাসগৃহ পরিষ্কার এবং পূর্বে ছুটি শুরুর আগের সব রুটি সরিয়ে ফেলার সর্বোচ্চ চেষ্টা [9] করে। ডিকাপুচিনো কৌতুক করেছেন:

סבתא, מצאתי לך פרור לחם בתריסים. את הולכת לגהנום
@ডিকাপুচিনো [10]: দিদিমা, আমি বাক্সে একটি রুটি টুকরো পেয়েছি। আপনি নরকে যাচ্ছেন

সঙ্গীতশিল্পী মুক্স ২০০০ রিপোর্ট করেছেন:

שיכור. מפריע לסדר הציבורי לקול מחאות האורחים מהצד היותר רציני של השולחן
@মুক্স২০০০ [11]: মাতাল। টেবিলের বেশি গম্ভীর দিকটিতে অতিথিদের অসন্তুষ্টির উচ্চারণ সবার শৃঙ্খলা নষ্ট করছে।

ব্লগার গাল চেন লিখেছেন:

יחסית לעובדה שהוא מותיר צלקות נפשיות למספר שנים, ליל הסדר ממש קצר
@গালচএস [12]: সারা বছরের জন্যে আবেগের যে দাগ রেখে যায়, সেই বিবেচনায় সিডার সত্যিই সংক্ষিপ্ত।

এবং অবশ্যই রাজনৈতিক টুইটও ছিল:

নোয়া ড্রোর লিখেছেন:

לעולם לא אסלח למדינת ישראל על שהשניאה עלי את היהדות כה. חג אביב שמח וסגר נסבל לכולם.
@নোয়া_ড্রোর [13]: ইহুদিধর্মকে এতো ঘৃণা করানোর জন্যে আমি ইজরায়েল রাস্ট্রকে কখনোই ক্ষমা করবো না। শুভ বসন্তের ছুটি [পাসওভা্রের একটি বিকল্প নাম] এবং একটি প্রত্যেকের জন্যে সহনীয় বন্ধ। [প্রতিটি পাসওভারে ইজরায়েল অধিকৃত প্যালেস্টাইন অঞ্চলে সম্পূর্ণ বন্ধ করে রাখে]

পাসওভার সিডার টেবিলে নবী এলিজাহের জন্যে – যিশুখ্রিষ্টকে সঙ্গে নিয়ে তার ফিরে আসার প্রত্যাশা করে – একটি চেয়ার খালি রাখার রেওয়াজ রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ইজরায়েলী পরিবারগুলো একটি অপহৃত  ইজরায়েলি সৈনিক গিলাদ শালিতের প্রত্যাবর্তনের ইঙ্গিত করে আরেকটি খালি চেয়ার যোগ করেছে। ঘটনাক্রমে মিশর সীমান্ত অতিক্রম করার কারণে মিশরে বন্দী থাকা ইজরায়েলি বেদুইন ঊদা তারাবিন [14]কে উপেক্ষা করার জন্যে সাংবাদিক ইয়ার তারচিতস্কি ইজরায়েলি জনসাধারণকে নিয়ে কৌতুক করেছেন।

מרגש לדעת שכמעט בכל בית בישראל השאירו הערב מסביב לשולחן הסדר כיסא ריק לעודה טרבין, הבן של כולנו
@ইয়াইরতার [15]: সুতরাং আমাদের সবার সন্তানের [সাধারণতঃ গিলাদ শালিতকে যেভাবে উল্লেখ করা হয়] জন্যে ইজরায়েলের প্রায় প্রতিটি বাড়ির টেবিলে একটি খালি চেয়ার রাখার কথা জেনে আবেগে আপ্লুত

ইজরায়েলী ব্লগার এবং সামাজিক ন্যায়বিচার এক্টিভিস্ট হাইম হার-যাহাভ লিখেছেন:

אני אף פעם לא אומר את המשפט של ״לשנה הבאה בירושלים הבנויה״, כי אני מקווה שאת הסדר הבא אעשה בישראל ולא בירושלים ‎‫#חי_בגיהנום‪‏
@হেইমএইচযেড [16]: আমি যে কথাটি কখনো বলি না: “আগামী বছর জেরুজালে্মে” [সিডারকে বিদায় জানানো, নির্বাসন থেকে ইহুদিদের জেরুজালেমে প্রত্যাবর্তনের আশার সংকেত], কারণ আমি আশা করি পরের সিডারটি আমি ইজরায়েলে করবো জেরুজালেম নয় [প্রধানতঃ অতি-গোঁড়া ইহুদিতে পরিপূর্ণ]। #নরকেবসবাস

এবং তারপর ছিল সিডারের নিজেরই বিরামহীন টুইট নিয়ে আলোচনা করা বিভিন্ন টুইট:

ডুডি রোজেনথাল কৌতুক করেছেন:

אישתי כמעט תפסה אותי מצייץ מתחת לשולחן. למזלי גיליתי תושיה ואמרתי לה שאני מאונן
@ডুডিরোজেনথাল [17]: টেবিলের নিচে টুইট করা অবস্থায় আমাকে আমার স্ত্রী প্রায় ধরেই ফেলেছিল। ভাগ্যক্রমে বুদ্ধি থাকায় আমি তাকে স্বমেহন করার কথা বলেছিলাম

লিরন লিখেছেন:

עשרים אחוז אגדה. שישים אחוז אינסטגרם וטוויטר. עשרה אחוז ווטסאפ ואסאמאסים.
লিরন্ট [18]: ২০% হাগ্গাদা, ৬০% ইনস্টাগ্রাম আর টুইটার, ১০% হোয়াটসঅ্যাপ এবং এসএমএস। ১০% আমার আশেপাশের মানুষের সাথে কথা বলা। এভাবেই সিডার শেষ হয়েছে।