- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তিউনিসিয়া: তিউনিসের প্রধান সড়কে প্রতিবাদ নিষিদ্ধ করায় ক্ষোভ

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., তিউনিশিয়া, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, বাক স্বাধীনতা

কায়রোর তাহরির চত্বরের মতই তিউনিসিয়ার রাজধানী তিউনিসের প্রধান সড়ক হাবিব বরগুইবাতে সমাবেশ নিষিদ্ধ করায়, তিউনিসীয় ব্লগাররা তাদের ক্ষোভ প্রকাশ করেছে।

উক্ত সড়কে অবস্থিত বানিজ্যিক ও পর্যটন সংক্রান্ত ব্যাবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রনালয় ২৮ মার্চ তারিখ থেকে সেখানে সকল ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে [1]। সম্প্রতি একই সময়ে একই সড়কে বিক্ষোভ আয়োজন করায় ইসলামপন্থী ও উদারপন্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

হাবিব বরগুইবা সড়ক। [2]

হাবিব বরগুইবা সড়ক। ছবি ফ্লিকার ব্যবহারকারী ট্যাব৫৯-এর, ( সিসি বাই-এস এ ২.০)।

তিউনিসীয় ব্লগার ও প্রাক্তন যুব মন্ত্রী সালিম আমামু টুইট করেন:

@slim404 [3]: ياخي الداخلية ولات مشرع باش تمنع و تشرع في ألحق الدستوري في التظاهر؟ قالله شارع الحبيب بورقيبة ممنوع.. ملا لغة.. ‎‬#tnac‪‏ ‎‬#tngov‪‏
প্রতিবাদের সাংবিধানিক অধিকার নিষিদ্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয় কি সাংসদে পরিণত হচ্ছে? তাঁরা বলছেন হাবিব বরগুইবা সড়কে নিষিদ্ধ…এসব কি..

তিনি প্রতিবাদের ডাক দেনঃ

@slim404 [4]: حالة الطوارئ توفى غدوة 30 مارس في تونس. تظاهرو! ما تسمعوش كلام الداخلية!
আগামীকাল ৩০ মার্চ, তিউনিসিয়ায় জরুরি অবস্থার অবসান ঘটবে। প্রতিবাদ অব্যাহত থাকবে! স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কথায় কান দিবেন না।

আমামুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্লগার ও উইকিপিডিয়ান হাবিব মেহনি [5] টুইটে বলেন:

@HabibMhenni [6]: تمديد ضمني في حالة الطوارئ المنتهية آخر هذا الشهر
ধারাবাহিক ভাবে চলতে থাকা [7] জরুরি অবস্থার এ মাসে অবসান ঘটবে।

তিউনিসীয় বিপ্লবে গ্রেফতার হওয়া প্রখ্যাত ব্লগার আজেজ আমামি, সালিম আমামুর টুইটে সাড়া দেন এভাবে:

@Azyyoz [8]: C'est pas la première fois qu'ils le font, ces salauds

বেজন্মাগুলো এ কাজ প্রথমবারের মত করে নি।

তোউনিসহোররা [9] নামক ব্লগার জানাচ্ছেন যে, ভুমি দিবস-এর জন্য আয়োজিত এক কার্যক্রমের অনুমতি প্রদান করা হয়নিঃ

@tounsiahourra [10]: الداخلية ترفض الترخيص لمسيرة بالشموع غدا امام المسرح البلدي في شارع بورقيبة في يوم الأرض بتعلة ان كل التظاهرات منعت في ذلك الشارع ‎‬#EarthDay
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আগামীকাল বারগুইবা সড়ক অবস্থিত পৌরসভার সামনে ভূমি দিবসের জন্য আয়োজিত মোমবাতি প্রজ্বলনের অনুমতি প্রদান করেনি। আর এরজন্য তারা অজুহাত প্রদান করে যে, এখানে সকল প্রকার প্রতিবাদ নিষিদ্ধ করা হয়েছে।