“হত্যা বন্ধ কর। সকল সিরীয়র জন্য আমরা সিরিয়া গঠন করতে চাই।“ গত ৮ এপ্রিল রবিবার সিরীয় সংসদের সামনে এ ব্যানার নিয়ে রিমা দালি দাঁড়িয়ে ছিলেন। সক্রিয়তাবাদীরা বলছেন এর ঠিক পরেই তাকে গ্রেফতার করা হয়। ভিডিও চিত্রে দেখা যায় রিমা যখন সাহসিকতার সাথে গাড়িগুলোর সামনে এ ব্যানারটি ধরে ছিলেন তখন এক দল মহিলা তাঁর এ কর্মকাণ্ডের জন্য করতালি দিয়ে অভিনন্দন জানায়।
রিমার গ্রেফতারের সময় তাঁর সঙ্গে থাকা সাফফানা বাঘলে ও অন্যান্য সক্রিয়তাবাদীরা রিনার গ্রেফতারের নিন্দা জানায়। রিমাকে গ্রেফতারের চেষ্টায় বাঁধা প্রদান করায় সাফফানাকেও গ্রেফতার করা হয়।
৩৩ বছর বয়স্ক রিমা দালি বন্দর নগরী লাতাকিয়ার বাসিন্দা। আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচীর প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিকরণ- কার্যক্রমে সহযোগী এবং রেড ক্রিসেন্ট এ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। হোমসদের জন্য মানবিক সাহায্যের আবেদন জানিয়ে “হোমস ইস ইন আওয়ার হার্ট” কাজের মাধ্যমে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেন।
রিমার ফেসবুক প্রফাইলের সর্বশেষ আপডেট ছিল মারটিন লুথার কিং-এর একটি উদ্ধৃতি দিয়েঃ
“আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমরা যে পন্থা অবলম্বন করছি তা অবশ্যই আমাদের লক্ষ্যের মত খাঁটি হওয়া উচিত”