- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভিডিওঃ অলাভজনক ভিডিও নির্মাতারা, তাদের পুরস্কার বিজয়ী ভিডিওর মাধ্যমে নিজেদের কাজ তুলে ধরছে

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, ক্যারিবিয়ান, পূর্ব ও মধ্য ইউরোপ, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, হাইতি, ইতিহাস, চলচ্চিত্র, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, মানবাধিকার, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি, স্বাস্থ্য

ষষ্ঠ বার্ষিক অলাভজনক ডুগুডার নামক ভিডিও পুরস্কার [1]-এর বিজয়ীদের নাম ৫ এপ্রিল ২০১২-এ ঘোষণা করা হয়েছে। নীচে চারটি বিভাগের পুরস্কার বিজয়ী চারটি ভিডিও তুলে ধরা হল। এগুলো হচ্ছে, ক্ষুদ্র, মাধ্যম এবং বৃহৎ প্রতিষ্ঠান, সেরা কাহিনীর ভিডিও এবং শঙ্কাহীন বিভাগের চারটি পুরস্কার।

ক্ষুদ্র সংগঠনের পুরস্কার বিজয়ী রক্ষাকারীদের রক্ষা করা [2] (প্রটেক্ট দি ডিফেন্ডার) নামক সংগঠন, যে সংগঠন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কর্মরত তাদের সম্মান, সমর্থন এবং কণ্ঠস্বর প্রদান করে, যারা তাদের সহকর্মীদের দ্বারা ধর্ষিত অথবা যৌন নিপীড়নের শিকার হয়ে থাকে।

মধ্যম শ্রেণীর সংগঠন-এর ক্ষেত্রে, পুরস্কার লাভ করেছে, হাইতির সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, ফনকোজে [3]-এর তৈরি সুদৃঢ় নারী ( সলিড ওমেন) নামেব ভিডিওটি [4], যে ভিডিওতে পাঁচ জন ভিন্ন ভিন্ন নারীর উপর সংগঠনের কার্যক্রমের প্রভার প্রদর্শন করা হয়েছে।

বৃহৎ সংগঠনের শ্রেণীতে পুরস্কার লাভ করেছে সাইস্টিক ফ্রিব্রোসিস নামের রোগের চিকিৎসার জন্য তৈরী এক নতুন ওষুধের উপর সাইস্টিক ফ্রিব্রোসিস নামক সংগঠনের [5] ভিডিও , যে ওষুধ কিছু রোগীর চিকিৎসায় কাজে লাগছে, তবে অন্য রোগীদের চিকিৎসার উপায় আবিস্কারের প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

সেরা কাহিনীর ভিডিও পুরস্কার করেছে ওয়ার্ল্ড মেমোরী প্রজেক্টের [6]‘ ভিডিও, যে ভিডিওতে দেখানো হচ্ছে যে কি ভাবে তথ্য গণহত্যা থেকে বেঁচে যাওয়া নাগরিকদের সাহায্য করছে, যেখানে তারা যত এ সব তথ্যের ভেতরে প্রবেশ করে, ততই তারা আবিষ্কার করেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের প্রিয় মানুষদের ভাগ্যে কি ঘটেছিল। এই ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধ শুরুর ঠিক আগের দিন বিচ্ছিন্ন হয়ে যাওয়া সল আবিষ্কার করে তার পিতার ভাগ্যে ঠিক কি ঘটেছিল।

চারটি আলাদা বিভাগের জন্য অনুদান প্রাপ্ত অর্থ, প্রতিযোগিতার সবচেয়ে শঙ্কাহীন ভিডিওগুলো লাভ করেছে। আসক্তি এবং পুনর্বাসনের সত্যিকারে কাহিনী [7], কলেরার কাহিনী [8], আর ওয়ার্ল্ড পিএসএ-এর জন্য গ্রহণযোগ্য নয় [9], এবং রবার্টের [10] কাহিনী নামক ভিডিও, যে ভিডিওটি এক গৃহহীন মানুষের জীবন কাহিনী তুলে ধরেছে।