ক্যাম্বোডিয়ায় মানবাধিকার মানচিত্র

ক্যাম্বোডিয়ার মানবাধিকার কর্মীরা, সারা দেশ জুড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নথিপত্র তৈরী, পর্যবেক্ষণ এবং সেগুলো তুলে ধরার জন্য অনলাইন মানচিত্র তৈরী করছে। সিথি অথবা ক্যাম্বোডিয়ার মানবাধিকার পোর্টাল ( ক্যাম্বোডিয়া হিউম্যান রাইটস পোর্টাল) একটি সাংঘর্ষিক মানচিত্র তৈরী করেছে, যা ক্যাম্বোডিয়ার অধিকার হরণের বিষয়ে এক সামগ্রিক মূল্যায়ন প্রদান করছে।

নীচের মানচিত্র ভিন্ন ভিন্ন এলাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিষয়টি প্রদর্শন করছে। এই মানচিত্রের প্রথম পাতায় যখন আপনি প্রবেশ করবেন, তখন তা সিথিতে রেকর্ড করা সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রদর্শন করবে, যা কিনা লাল প্রতীক দিয়ে চিহ্নিত করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন বিভাগে গিয়ে, এর শিকার, অভিযুক্ত অপরাধী, মামলার অবস্থা, স্থান এবং তারিখ দিয়ে অনুসন্ধান করা যায়।

সিথির সাংঘর্ষিক মানচিত্র

বিগত বছরগুলোতে ক্যাম্বোডিয়ায় ভুমি নিয়ে সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে, যার অনেকগুলো উন্নয়ন প্রকল্পের সাথে সম্পর্কিত, যে সমস্ত প্রকল্পের কারণে হাজার হাজার নাগরিক নিজের ভুমি থেকে বাস্তুচ্যুত হয়েছে।

আমাদের গবেষণা অনুসারে, ২০০৭ সাল থেকে পাবলিক ডোমেইনে আসা সংবাদে, গত চার বছরে ভুমি নিয়ে সমস্যা সংক্রান্ত ২২৩টি ঘটনার সংবাদ প্রদান করা হয়েছে… আমাদের প্রাপ্ত তথ্য অনুসারে, যে প্রদেশটিতে ভুমি নিয়ে যে সর্বোচ্চ সংখ্যা জটিলতা রয়েছে, সেটি হচ্ছে নমপেন, যার মোট ভুমির ১০ শতাংশের ক্ষেত্রে এই ধরনের জটিলতা রয়েছে, যা নিয়ে দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহরে সংঘর্ষ চলছে।

ক্যাম্বিডিয়ার ভুমি নিয়ে জটিলতা

ক্যাম্বোডিয়ান ডেইলি উইকএন্ড, ক্যাম্বোডিয়ার ভুমি সংক্রান্ত ছাড় নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেছে যে, যে ছাড় কিনা এক প্রশ্নবোধক চিহ্নের জন্ম দিয়েছে।

৩,৯৩৬,৪৮১ হেক্টর জমি খনি এবং অর্থনৈতিক সুবিধায় প্রাপ্ত ভূমি ছাড়ের আওতায় অনুদান প্রদান করা হয়েছে,যা কিনা দেশটির মোট ভুমির ২২ শতাংশ।

১,৯০০০,৩১১ হেক্টর জমি, খনি কোম্পানিকে, মূল্যবান ধাতু, যেমন স্বর্ণ, লোহার আকরিক, কপার এবং বক্সাইট অনুসন্ধানের জন্য প্রদান করা হয়েছে।

২,০৩৬, ১৭০ হেক্টর জমি, রাবার, চিনি, এবং কাসাভার মত শস্য উৎপাদনে জন্য কৃষি-খামার গড়ার কাজে অনুদান হিসেবে প্রদান করা হয়েছে, যা দেশটির মোট চাষযোগ্য জমির ৫৩ শতাংশ।

৩,৪৬,০০০ হেক্টর ছাড় প্রাপ্ত জমি, পরিবেশ মন্ত্রণালয়ে অধীনে সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে যে ১০ শতাংশ জমি রয়েছে, উক্ত জমি তার মধ্যে পড়েছে।

২০০৩ সাল থেকে ভুমি সংক্রান্ত জটিলতায় ১২টি প্রদেশের ৪০০,০০০ নাগরিক আক্রান্ত হয়েছে, লিকাডোর মতে, উক্ত এলাকা সমূহে ভুমি ছাড় দেবার পরে ভুমি সংক্রান্ত এই সব জটিলতার বেশীর ভাগ ঘটনা ঘটে।

ক্যাম্বোডিয়ার যে সমস্ত এলাকায় সাংবাদিকদের খুন করা হয়েছে, নিচে তার একটি মানচিত্র প্রদান করা হল।

ক্যাম্বোডিয়ার প্রচার মাধ্যম কর্মীদের খুন করা হয়েছে যে সব স্থানে তার এক মানচিত্র

ইতোমধ্যে গ্লোবাল ভয়েসেস, মানবাধিকার দল লিকাডো-এর তৈরীকারা মানচিত্র প্রকাশ করেছে। নীচে এই দলের মত প্রকাশের স্বাধীনতার মানচিত্রটি তুলে ধরা হল।

মত প্রকাশের স্বাধীনতার মানচিত্র

অন্যান্য মানচিত্র

সংসদ সদস্যদের একটি মানচিত্র, অনলাইন সহজলভ্য। গতমাসে নমপেনে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হবার নির্ধারিত সময়ের তালিকার এক মানচিত্র জনসম্মুখে প্রকাশ করা হয়।

এ ছাড়াও, নমপেনের রাস্তার রেস্তোরাঁ, জনসেবা সংস্থা, দোকান, এবং হোটেলের মানচিত্র উদ্বোধন করা হয়েছে, যাতে অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়ন সম্পর্কিত অন্যান্য বিষয় সমূহ চিহ্নিত করা যায়। ইতোমধ্যে, মানচিত্র গবেষকরা জাতীয় আর্কাইভ-এর আরোপিত উচ্চমূল্যে-এর বিরুদ্ধে অভিযোগ করেছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .