সংস্কৃতি
ভারত: বিশ্বের সর্বশেষ হাতেলেখা সংবাদপত্র।
সংবাদপত্রের আদিরূপটি হলো হাতেলেখা এবং এখন সম্ভবতঃ ‘মুসলমান’ই বিশ্বের সর্বশেষ অবশিষ্ট হাতেলেখা সংবাদপত্র। ভারতের চেন্নাই শহরে ৮৫ বছরের পুরনো উর্দু ভাষার এই সংবাদপত্রটি প্রতিদিন তৈরী করেন দক্ষ লিপিকর্মীরা।
সংবাদপত্রের আদিরূপটি হলো হাতেলেখা এবং সম্ভবত ‘‘মুসলমান’‘ এখন বিশ্বের সর্বশেষ অবশিষ্ট হাতেলেখা পত্রিকা। চেনাব সৈয়দ আসমাদুল্লাহ শাহী, ১৯২৭ সালে এই উর্দু পত্রিকাটি প্রথম প্রকাশ করেন এবং তারপর থেকে চেন্নাই শহরে প্রতিদিন এই পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে।
ইরান এবং অন্যান্য স্থান ছাড়াও, আজারবাইযানে আরো একবার জোরাস্ট্রিয়ানস বা পার্সি নববর্ষ নওরোজ উদযাপন করেছে। মূলত ভারনাল ইকুয়েনক্স নামক দিনটিতে এই উৎসব উদযাপন করা হয়, যা সাধারণত বসন্তের প্রথম দিন, এবং দিনটি আজারবাইযানের বর্ষপঞ্জিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।
পরবর্তী এই প্রচারণামূলক ভিডিও , যা ইউরোভিশনের-এর জন্য প্রস্তুত করা হয়েছিল, তাতে দেখা যাচ্ছে যে কি ভাবে আজারবাইযানে এই ছুটির দিনটি উদযাপন করা হয়।
মানবাধিকার এবং ভিডিও
ইথিওপিয়া: শিশু নির্যাতনকারী মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়েছে
ইথিওপিয়ার ফেসবুক ব্যবহারকারী, মোবাইল ফোনে ধারণ করা ইউটিউব ভিডিওর বিষয়ে তাদের প্রতিক্রিয়া প্রদান করেছে, যে ভিডিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশুকে তার মা ক্রমাগত নির্যাতন করে যাচ্ছে। ভিডিও আপলোড করার পরপরই ফেসবুকের নেটনাগরিকরা, একটি দলে সংগঠিত হয়ে ন্যায়বিচারের জন্য একটি ফেসবুক প্রচারণা শুরু করেছে যাকে, “শিশু নির্যাতনের বিরুদ্ধে ইথিওপিয়ার নাগরিকরা” নামে অভিহিত করা হয়েছে।
সতর্কতা: এই ভিডিওটি শিশু নির্যাতনের দৃশ্য প্রদর্শন করছে।
এই মাসে মানবধিকার লঙ্ঘনের আরেকটি ঘটনায় ইথিওপিয়ার নাগরিকদের আরেক ধরনের প্রতিক্রিয়া প্রদর্শিত হয়। পরবর্তী ঘটনায় ইথিওপিয়ার এক গৃহকর্মীকে তার গৃহকর্তা, লেবাননের ইথিওপিয় দূতাবাসের সামনে প্রহার করে এবং ভিডিওতে এই দৃশ্যটি ধারণ করা হয়। বেদনাদায়ক ভাবে, এই ঘটনার পর উক্ত গৃহকর্মী আত্মহত্যা করে।
ইথিওপিয়া: লেবাননে ইথিওপিয়ার নাগরিক এক গৃহকর্মীকে নিপীড়ন-এর ঘটনায় ক্ষোভ।
ইথিওপিয়া লেবানন: এক গৃহকর্মীর মৃত্যতে ক্ষোভ, একটি কার্যক্রমে পরিণত হয়েছে
এই ভিডিওর গ্রাফিক চরিত্র, তার সাথে এই কাহিনীর বেদনাদায়ক পরিণতিতে ইথিওপিয়ার নেটনাগরিকরা ক্ষুব্ধ। উক্ত গৃহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ এবং মধ্যপ্রাচ্যে কর্মরত গৃহকর্মীদের ন্যায়বিচারের জন্য ইথিওপিয়ার নেটনাগরিকরা ফেসবুক এবং অন্যান্য অনলাইন দরখাস্তের সাইট সমূহ ব্যবহার করেছে।
অনলাইন কার্যক্রম
কোনি ২০১২-এর বিষয়ে বিশেষ কাভারেজের পাতা
অনলাইনে কোনি ২০১২ নামক প্রচারণা নিয়ে, অনলাইন কার্যক্রম, তার দক্ষতা এবং প্রচার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে সংঘর্ষ ও পরিস্থিতির বিষয়টি চিত্রিত করছে সে বিষয়ে আলোচনা বৃদ্ধি পেয়েছে। এই বিবাদপূর্ণ ভিডিওর ব্যাপারে উগান্ডার নাগরিকদের প্রতিক্রিয়া সমূহকে অনুসরণ করার জন্য একটি বিশেষ পাতার সৃষ্টি করা হয়েছে:
উগান্ডা: উগান্ডার প্রধানমন্ত্রী কোনি ২০১২ ভিডিওর প্রতি সাড়া প্রদান করেছে
পূর্ববর্তী এই ভিডিওর ইউটিউব-এর মন্তব্য বিভাগে, উগাসেন্ট্রিসিটি, এই সব অদৃশ্য শিশুদের ভিডিওর উদ্দেশ্যের প্রতি কৃতিত্ব প্রদান করেছেন, তবে তিনি সঠিক বিষয় তুলে ধরার প্রয়োজনের প্রতি গুরুত্ব প্রদান
কোন সন্দেহ নেই, জ্যাসনের হয়ত ভালো উদ্দেশ্য রয়েছে, কিন্তু যে সত্য এবং বাস্তবতা এতে উঠে আসছে, তা নাটকীয় এবং বিভ্রান্তকর। এটা সত্যি যে সে হয়ত দশ কোটিরও বেশী দর্শক লাভ করেনি, কিন্তু পরিসমাপ্তি সব সময় সঠিক বিচার প্রদান করে না। কোনির দ্বারা প্রভাবিত উগান্ডার একজন নাগরিক হিসেবে, আমার কাছে ১০০ জনের সত্য কাহিনী শোনার বিষয়টি, ১০০ কোটি নাগরিকের মিথ্যা বিশ্বাস করার চেয়ে উত্তম।
মূল কোনি ২০১২ ভিডিও দ্বারা অনুপ্রাণিত হয়ে একদল নাগরিক এর প্রতিক্রিয়ায় ধারাবাহিক কিছু ভিডিও তৈরী করেছে, এগুলো উগান্ডা:হ্যাঁ আমরা কোনি! নামক পোস্টে পাওয়া যাবে।
অনলাইন কার্যক্রম-এর অন্যান্য উদাহরণ:
মার্চ ২০১২-এ পোস্ট করা নীচের কাহিনীগুলো অনলাইন কার্যক্রমের চলতে থাকা কিছু উদারহণ:
পুয়ের্টো রিকোর,একটি প্রতিষ্ঠান মিউজিক ভিডিওর মাধ্যমে যে
সমস্ত নারীরা গর্ভবতী তাদের অপ্রয়োজনীয় সি-সেকশন-এর পরিকল্পনা করছে, তাদের এর বিপদ এবং ঝুঁকি সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে।
রাশিয়াতে, পুতিনের সমর্থকরা এবং তার হয়ে অন্যের নিন্দাকারীরা নির্বাচনের মৌসুমে যৌনতা এবং ভিডিওকে তার প্রতি সমর্থন বাড়ানোর একটি উপায় হিসেবে গ্রহণ করেছে এবং এই প্রবন্ধ ভিন্ন ভিন্ন কিছু উদাহরণের প্রদান করেছে।
ল্যাটিন আমেরিকায়, যে সমস্ত নারীরা ত্রুটিপুর্ণ বক্ষ সার্জারীর শিকার হয়েছে তারা তাদের ঘটনা তুলে ধরার এবং সমর্থন লাভের জন্য ওয়েব সাইট ব্যবহার করছে। ব্লগ, অনলাইন ফোরাম, ফেসবুক গ্রুপ এবং অনলাইন ভিডিওর [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে, নারীরা কৃত্রিম বক্ষ স্ফিতীর ক্ষেত্রে উচ্চহারে জটিলতা সৃষ্টির বিষয়গুলো তুলে ধরছে। আর যদি তা ভুলভাবে করা হয় তাহলে তা ঠিক করার জন্য যে অর্থনৈতিক জটিলতার মুখোমুখি হতে হয়, এবং ত্রুটিপূর্ণ সার্জারির ক্ষেত্রে, আইনগত কি ভাবে তা মোকাবেলা করতে হয়, তারা সে বিষয়ে কথা বলছে।
ক্রাউডসোর্সিং
নিকারাগুয়া: উন্মোচিত হয়ে পড়া সেক্স ভিডিওর ঘটনার উপর তৈরী করা চলচ্চিত্র ক্রাউডসোর্সিং-এর অনুসন্ধান করছে।
এক তরুণ জুটি নিজেদের একটি ঘনিষ্ঠ ভিডিও তৈরি করে, যা ভুলক্রমে জনসম্মুখে ছড়িয়ে পড়ে, এই বিষয়টি তাদের জীবনে যে প্রভাব ফেলে, তার উপর একটি চলচ্চিত্র নির্মাণের জন্য পুরস্কার বিজয়ী একটি প্রোডাকশন নির্মাতা এবং অভিনেতা -অভনেত্রীর দল নিকারাগুয়ার এক গ্রাম্য এলাকায় একত্রিত হয়েছে। নিকারাগুয়ার, মাটাগালপা নামক এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ছবির শুটিং-এর খরচ বহন করার জন্য অতিরিক্ত ফান্ডের অনুসন্ধান করা হচ্ছে এবং এতে যে পরিমাণ টাকা পাওয়া যাবে তা উক্ত এলাকাতেই খরচ করা হবে।