[উল্লেখ ব্যতীত সব লিংক ফরাসি ভাষায়]
২০১২ সালে ২৫ মার্চে সেনেগালের [ইংরেজি ভাষায়] উত্তেজনাপূর্ণ ঐতিহাসিক নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও প্রতিদ্বন্দ্বী ম্যাকি স্যালের [ইংরেজি ভাষায়] কাছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওয়েড পরাজিত হয়েছেন। সরকারিভাবে বিজয়ী ঘোষণার আগেই ওয়েড বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। এ ধরনের ঘটনা এ অঞ্চলে আগে কখনো শোনা যায় নি।
সেনেগালের জনসাধারণ শান্তিপূর্ণ এই নির্বাচনে নিজেদের পছন্দসই রাজনৈতিক প্রার্থীকে বেছে নেয়ার সুযোগটি উদ্যাপন করেছে। যদিও নির্বাচন পূর্ববর্তী কিছু সহিংসতা [ইংরেজি ভাষায়] তাদের মনে শংকা জাগিয়েছিল। ভালোয় ভালোয় নির্বাচন শেষ হওয়ায় খ্যাতিমান ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ হাঁপ ছেড়ে বেঁচেছেন।
এই ট্যাক্সি চালক ডাকারের রাস্তায় ইচ্ছেমতো নাচা শুরু করেছেন।
http://www.youtube.com/watch?v=Ch9UoFdL5ak&feature=related
গায়ক ইউসিউ এন’ডিউর ম্যাকি স্যালের পক্ষে কাজ করেছেন। তিনি নির্বাচনের পর ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন তা এই ভিডিও-তে দেখা যাচ্ছে:
ফ্যাশন ডিজাইনার দিয়াউমা দিয়াখাটে [ফরাসি ভাষায়] এটা করেছেন:
http://www.youtube.com/watch?v=SlWePG_uEu8&feature=related
ফোনে খবরটি প্রচার হওয়ার পর মিডিয়া এবং ইন্টারনেটে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ার বন্যা বয়ে যাচ্ছে। এবং তা থামানোই যাচ্ছে না। প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক ভাষ্যকাররা তাদের নিজের দেশে এ রকম পরিবর্তনের স্বপ্ন দেখছেন।
গ্যাবন:
ব্লগার স্টিভ বেকো গ্যাবন লিব্রে (মুক্ত গ্যাবন) ওয়েবসাইটে সেনেগালে ম্যাকি স্যালের নির্বাচন: বিজয়ের প্রথম শিক্ষা শিরোনামে একটি প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধ পড়ে মাবাউনডাউ মাউনবামবা নিচের মন্তব্য করেছেন:
Bravo aux Sénégalais , sa c'est un vrai exemple de démocratie pas celle qu'on a de nom au Gabon , honnêtement suis jaloux des sénégalais et les encourage sur cette voie, pour vu que ça nous serve d'exemple
আইভরি কোস্ট
আইভরি কোস্টেও ক্ষমতার পরিবর্তন এসেছে। তবে তা অনেক রক্তের বিনিময়ে। আইভরি কোস্টের ওয়েবসাইট আইভরিয়ান ডট নেটে একটি লেখা পোস্ট করা হয়। সেখানে অনেক মন্তব্য আসে। সেখানে প্রেসিডেন্ট অ্যালাসানে কোয়াত্তারা [ইংরেজি ভাষায়] এবং তার পূর্বসুরী লরেন জিব্যাগবো’র [ইংরেজি ভাষায়] সমর্থকদের মধ্যে পুরোনো বিবাদ ফিরে আসে।
স্যাটচমো ম্যাকি স্যালের বিজয়ে দার্শনিক মন্তব্য করেছেন:
Belle leçon de démocratie que cette victoire du peuple sénégalais. Bien entendu Wade aurait pu s’entêter comme Gbagbo mais, il a eu l’élégance et surtout la courtoisie d’appeler son challenger. La est tout ce qui grandi et anobli. On peut polémiquer à vau l’eau sur les causes et les motivations profondes du geste mais c’est au crédit de Wade. La démocratie est un bébé qui grandit et qui a besoin d’être entretenu par la clairvoyance des différents leaders qui défilent a la tête de l’Etat.
অ্যালায়েন মনিয়ার আরো যোগ করেন:
Qu’une alternance démocratique ait eu lieu rien ne pouvait s’y opposer si ce n’était les derniers soubresauts d’un vieil homme perdu dans des songes sans consistance aucune. Le bon droit a prévalu et c’est heureux.
গুইনিয়া
গুইনিয়ার [ইংরেজি ভাষায়] নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট আলফা কোনডি-কে [ইংরেজি ভাষায়] অপসারণ করতে না পারায় সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে জটিল প্রতিক্রিয়া উঠে আসে। প্রতিবারই আলফা কোনডি’র “গণতান্ত্রিকভাবে নির্বাচিত” হওয়া গুইনিয়ান ব্যবস্থার প্রতি ইঙ্গিত দেয়। গুইনিয়া নিউজ ওয়েবসাইটের একটি লেখায় কামারা বাউবাকার মন্তব্য করেছেন:
Macky Sall est le Président élu du Sénégal. Ni lui, ni ses laudateurs, ni la presse sénégalaise n'ajoutera à la fonction du Président de la République le titre ” Démocratiquement élu ” comme pour justifier ce qui lui aurait maqué pour être le légitime représentant du peuple sénégalais.
একই ওয়েবসাইটে ব্লগার ডেইলটা সেনেগালের নির্বাচনের ফলাফল খুঁজে পেয়েছেন:
Une victoire et un honneur pour le peuple sénégalais et ça doit être une leçon de morale pour les guinéens. Car il est temps que les guinéens sachent aussi que seule une élection objective peut être bénéfique pour tous. Il est temps que nous changions le changement en Guinée.
টোগো:
সিলিও কম্বে তার ব্লগের একটি পোস্টে বলেছেন:
Ce qui importe, c’est l’alternance. Wade a fait deux mandats et est bouté dehors. Au Togo, on maintient la même famille au pouvoir depuis bientôt 50 ans.
মালি
মালিওয়েব নামের ওয়েবসাইটে মালির অনেক ব্লগার মন্তব্য করেছেন। একটা লেখা থেকে জানা যাচ্ছে, ওয়েড নির্বাচনী কেন্দ্রে ব্যালট বক্সে ভোট দেয়ার পর সেখান থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন। তার দেশে নির্বাচনের ভাবনা স্থান করে নিয়েছে। লিকুই লিখেছেন:
Wade a suivi ce qui s’est passé au Mali, voila une des raisons pour lesquelles il félicite Macky, sans qu’on ne finisse avec le dépouillement! donc leçon bien reçue!!!
কাউলিবারি তার নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন:
Démontrons au monde entier que l’apparence trompe et que le peuple malien est mûr, et non naïf de mème que l’armée malienne. Ce sont les epreuves qui donnent les meilleures leçons,pour qui veut bien apprendre.Rappellons aussi avec respect les morts de la campagne senegalaise ainsi que les degats!
বারকিনা-ফাসো
সেনেগালের নির্বাচনের পরে বারকিনা-ফাসোর [ইংরেজি ভাষায়] জনগণ উৎসব করে। এদের অনেকেই লেফাসোডটনেট ওয়েবসাইটে মন্তব্য করেন। এদের একজন সিলভি, যিনি লিখেছেন:
Moi je serai plus direct. Malgré les achats de conscience et les menaces, tout pouvoir a necessairement une fin. Nos dirigeants doivent se mettre cette idée dans la tête. Le peuple vous jugera.
একই পয়েন্টে মিস কাবোরে তার মতামত দিয়েছেন:
Les senegalais ont montré qu ils savent ce qu est la vraie democratie, et tout pouvoir fini par s’ éfriter [sic] et se perdre avec le temps. le Burkina doit prendre l’exemple sur le Senegal.
সেনেগালের জনগণ দেখিয়ে ছিল সত্যিকারের গণতন্ত্র কাকে বলে। সময়ের সাথে একদিন সকল ক্ষমতাই শেষ হবে, হারিয়ে যাবে। বারকিনার জনগণ সেনেগালের উদাহরণ অবশ্যই অনুসরণ করবে।
মৌরিতানিয়ার [ইংরেজি ভাষায়] বিরোধী রাজনৈতিক দল নিম্নলিখিত শর্তে নির্বাচনের ঘটনা উদযাপন করে:
La Coordination de l’Opposition Démocratique, en félicitant le Président Macky Sall pour la confiance que le peuple du Sénégal vient de lui accorder ainsi que le Président Abdoulaye Wade pour le fair-play dont il a fait preuve, rend un vibrant hommage à l’expérience démocratique sénégalaise, unique en son genre en Afrique.
এটা পরিষ্কার যে, সেনেগালের প্রতিবেশী দেশের নাগরিকরা এ রকম স্বচ্ছ এবং মুক্ত নির্বাচন তাদের দেশেও হোক, এটা তারা চায়।