টুইটার হ্যাশ ট্যাগ ব্যবহার এখন আর স্বতস্ফূর্ত নয়, অন্তত বাহরাইনের টুইটার ব্যবহারকারীদের জন্য,যারা তাদের শাসকদের বিরুদ্ধে তথ্য ছড়িয়ে দেওয়ার এক উপাদান হিসেবে হ্যাশ ট্যাগ-এর ব্যবহার করেছে, যে শাসকের বছর জুড়ে চলা এক বিক্ষোভের পর এখন পর্যন্ত এক সাজানো সংস্কারের নিশ্চয়তা প্রদান করে। যদিও বাহরাইনের জনসংখ্যা সামান্য, তারপরেও দেশটির টুইটার ব্যবহারকারীরা অনলাইনে বেশ সংগঠিত, তারা তাদের বিরুদ্ধে শাসকদের সংগঠিত অপরাধের তথ্য তুলে ধরার একমাত্র মাধ্যম হিসেবে সামাজিক প্রচার মাধ্যম প্লাটফর্ম করে। হ্যাশ ট্যাগকে আলোচিত বিষয়ে পরিণত করার এই চিন্তার শুরু হয়, আবদুলহাদি খাওয়াজার প্রতি সমর্থনে শুরু হয়, যিনি একজন প্রখ্যাত একটিভিস্ট এবং বিরোধী চরিত্র, শাসকদের ক্ষমতা থেকে উত্খাতের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে এবং তিনি এক সপ্তাহ ধরে অনশন ধর্মঘট পালন করে আসছে। গত কয়েক মাসে, বাহরাইনি নাগরিকরা সফলভাবে বেশ কয়েকটি হ্যাশ ট্যাগকে বিশ্ব জুড়ে আলোচিত বিষয়ে পরিণত করতে সক্ষম হয়। তাদের এক সাম্প্রতিক প্রচেষ্টার অংশ হিসেবে, তার ফর্মুলা ওয়ান নামের বিখ্যাত গাড়ি প্রতিযোগিতার আয়োজকদের সম্বোধন করতে চায়, যেন তারা বাহরাইনের শাসকদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে বাহরাইনে আয়োজিত তাদের এই প্রতিযোগিতা বাতিল করে। এ বছরের ২০ থেকে ২২ এপ্রিল বাহারাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
@ফেব১৪টিটি নামক একাউন্টের টুইটার ব্যবহারকারী এই হ্যাশ ট্যাগের ঘোষণা প্রদান করে:
@Feb14TT: غردوا على #ব্লাডিএফ১ নামক হ্যাশ ট্যাগে টুইট করুন, এখনই!!!
যখন টুইটার ব্যবহারকারীরা টুইট করা শুরু করে এবং এই হ্যাশ ট্যাগটিকে বিশ্বজুড়ে এক আলোচিত বিষয়ে পরিণত করার চেষ্টা করে, তখন অবশিষ্ট অনুসরণকারীদের টুইট করার জন্য অপেক্ষা করতে হয়।
“@রোমি ১৪ফেব্রুয়ারি: আমরা যথেষ্ট পরিমাণ প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করতে পারিনি, আর এখন আপনারা, আমাদের শহীদ এবং বন্দীদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করার জন্য বাহরাইনের (#ব্লাডিএফ১) ফর্মুলা ওয়ান নামের প্রতিযোগিতার আয়োজন করেছেন”।
@আসলআলসাইদ: আমি এই ফর্মুলা ওয়ান (#ব্লাডিএফ১) কে সমর্থন করি না, কারণ এই ঘটনা সকলে এক ভুল বার্তা প্রদান করবে যে বাহরাইনে সব কিছু ঠিকঠাক মত চলছে, অথচ এখানকার জনগণ প্রতিদিন যন্ত্রণার মধ্য কাটাচ্ছে।
@মোহাম্মেদ আসোর: (# ব্লাডিএফ১) ফর্মুলা ওয়ান হয়ত আপনাকে উদ্বিগ্ন করে, কিন্তু এটা কি আপনাকে ৮৩ জনের চেয়ে উদ্বিগ্ন করে, যারা তাদের জীবন হারিয়েছে?
একজন নেট নাগরিক দেখানোর চেষ্টা করেছেন, বাহরাইনের পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ:
অন্যরা কাঁদানে গ্যাস হামলা ছবি টুইট করেছে, যা কিনা বাহরাইনের প্রতিদিনের জীবনের একটি অংশে পরিণত হয়েছে ।
এবং কেবল দুই মিনিটের জন্য, এই হ্যাশ ট্যাগ টুইটারে বিশ্বের আলোচিত কাহিনীতে পরিণত হয়: