এই পোস্টটি রুশ রাষ্ট্রপতি নির্বাচন ২০১১/১২ –এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
এক মাস আগে, ২৩ ফেব্রুয়ারি তারিখে, লুজিনিকিতে পুতিন-পন্থী এক মিছিলে , অংশ নেওয়া অভিযুক্ত একদল কেনীয় নাগরিকের ভিডিওটি, রুনেট ইকো-এ বিষয়টি বেশ মনোযোগ আকর্ষণ [রুশ ভাষায়] ।
সরকার বিরোধী-মানসিকতার নেটনাগরিকদের জন্য, পুতিন-পন্থী মিছিলে কেনিয়ার তরুণ নাগরিকদের উপস্থিতি, আরো একবার নিশ্চিত করল যে, রাশিয়ার প্রধানমন্ত্রীর বেশীর ভাগ সমর্থনই প্রকৃত সমর্থন নয়। একই সাথে এই বিষয়টি তাদের জন্য রসিকতা করার সুযোগ এনে দিয়েছে: “আন্তর্জাতিক ষড়যন্ত্র” হচ্ছে একটিভিস্ট ইগর ড্রানডিন –এর একটি ভিডিও পোস্টের [রুশ ভাষায়]; শিরোনাম। ড্রানডিন-এর পোস্টে, মন্তব্য হিসেবে এলজে ব্যবহারকারী কুডুইস লিখেছে [রুশ ভাষায়] “পুতিন হচ্ছে আন্তমহাদেশীয় পরিমাপের একজন রাজনীতিবিদ, এমন কি কেনিয়ার নাগরিকরাও তাকে সমর্থন করে”। এলজে ব্যবহারকারী পানজিকভ-এর ছবি পোস্টে [রুশ ভাষায়], এলজে ব্যবহারকারী পিয়ের_লুইগি মন্তব্য করেছে “আন্তর্জাতিক পুতিনবাদের প্রতিনিধির সংখ্যা বেশ চিত্তাকর্ষক”।
রাষ্ট্র নিমন্ত্রিত এনটিভি নামক টিভি চ্যানেল, সম্প্রতি বিরোধী দলের প্রতিবাদের সময় তার বিতর্কিত অনুষ্ঠানে কেনিয়ার নাগরিকদের অর্ন্তভুক্ত করে [রুশ সময়; প্রায় ৫:২০-৫:৪৫], এতে তারা দেখানোর চেষ্টা করে যে, শাসক দলকে হেয় করার জন্য, বিরোধী দল উক্ত পুতিন-পন্থী মিছিলে কেনিয়ার নাগরিকদের উপস্থিতির আয়োজন করে।
এই সকল প্রচারণা সত্ত্বেও, বিগত কয়েক মাসে বিভিন্ন মিছিলে তেমন ভাবে চোখে না পড়া অংশগ্রহনকারীদের মত উক্ত কেনীয় নাগরিকদের পরিচয়ও অজানাই থেকে যায়। ড্রানডিনের পোস্টে করা এক মন্তব্যে এলজে ব্যবহারকারী বেরেগ_ সোলনকা, তাদের সম্ভাব্য পরিচয়ের ব্যাপারে একটা সাধারণ ধারণা প্রকাশ করে:
দরিদ্র আফ্রিকান ছাত্র, যারা ৭৫০ রুবেলে কাজ করছে [২৫মার্কিন ডলার]?
তবে, ব্লগার এ্যালান বুটায়েভ [এলজে ব্যবহারকারী বুটানটি ], বুটানটি কমিক কোম্পানির সাথে কাজ করা সার্কাসের এক ভাঁড়, যে ২৩ ফেব্রুয়ারির ভিডিওতে উপস্থিত কেনীয় নাগরিকদের একদল অ্যাক্রোবেট (কসরতবাজ) হিসেবে চিহ্নিত করেছেন, রুশ সার্কাস কর্তৃপক্ষ যাদের ২০১১ সালে কেনিয়া থেকে মস্কোয় নিয়ে আসে, তাদের দক্ষতা বাড়ানো এবং পরে এখানে তা প্রদর্শনের জন্য। রুশ সার্কাসের অবস্থা ক্রমশ খারাপের দিকে গড়াচ্ছে এবং স্থানীয় সার্কাস কর্মীর জীবন যখন এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছে, তখন স্থানীয় সার্কাস কর্মী সম্প্রদায়ের কিছু ব্যক্তি, এই উদ্যোগটিকে, রুশ সার্কাস কর্মী সম্প্রদায়ের জন্য এক স্বাগত উদ্যোগ হিসেবে দেখছে না [ রুশ ভাষায়]। ২৪ ফেব্রুয়ারিতে এলজে ব্যবহারকারী বুটানটি লিখেছে [রুশ ভাষায়]:
ঠিক এক বছর আগে, [ একটি পোস্টে, [রুশ ভাষায়] আমি লিখেছিলাম, রসগসটিশ্রিক কোম্পানী (রুশ সরকারী সার্কাস কোম্পানী)–এর নেতারা কি ভাবে আফ্রিকার একদল নাগরিককে নিয়ে এসেছে, যাতে, তাদের [ বাড়তি পরিশ্রম এবং অতিমানবীয় ক্ষমতা দিয়ে] দিয়ে রুশ সার্কাসকে সঙ্কট থেকে উদ্ধার করা যায় […] অবশেষে।
নিঃসন্দেহে, রুশ সার্কাস শিল্পীদের বদলে আফ্রিকার নাগরিকদের নেওয়া রুশ সার্কাসের জন্য একটি সাহসী উদ্ভাবন, আধুনিকায়ন এবং একটি সংস্কার প্রচেষ্টা, এতে কোন সন্দেহ নেই।বলার অপেক্ষা রাখে না, [রসগসটিশ্রিক এই বিষয়ে মোটেও চিন্তিত নয়] স্বদেশী বেকার সার্কাস কর্মীদের ব্যাপারেও এমনটা ভাবা দরকার।
[…]
যখন রসগসটিশ্রিক, কেনিয়ার নাগরিকদের রুশ সার্কাসের শৈল্পিক কলা শিক্ষা প্রদানের জন্য নিয়ে আসে এমনকি সেই দারুণ সময়েরও একটি বছর পার হয়নি, এবং আজ ২৩ ফেব্রুয়ারি তারিখে এই সমস্ত দুর্দান্ত আফ্রিকান নাগরিকদের উৎসাহী একটা অংশ, রুশ রাষ্ট্রপতি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে সমর্থন প্রদানে রাস্তায় নেমে এসেছে। […]
তার নিজের পোস্টে একটি মন্তব্যে বুটায়েভ লিখেছে [রুশ ভাষায়]:
আমি মনে করি, কেনিয়ার ঐ সমস্ত নাগরিকদের, যে বিষয়ের সাথে তাদের কোন সম্পর্ক নেই, তেমন একটি কাজে একত্রিত করা এক ধরনের নির্বুদ্ধিতা।
কে এবং কেন তাদের জড়ো করেছে সেটা কোন বিষয় নয়: সরকার বা বিরোধী দল, যেই এই ধরনের কাজ করুক না কেন, বিষয়টি বিরক্তিকর।
অতীতে, সার্কাস কলেজের ছাত্ররা, চলচ্চিত্রে অভিনয়, বিভিন্ন কনসার্টে অথবা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে, বাড়তি কিছু টাকা আয় করত।
এখন, হায়…শোভাযাত্রা এবং মিছিলে ব্যানার এবং পোস্টার বহন করে তারা টাকা উপার্জন করেছে।
আন্দ্রেই প্রভোতরফ, রেডিও ইকো মস্কোর সাইটে, তার ব্লগে বুটানভের লেখাটি পুনরায় পোস্ট করেছে [রুশ ভাষায়], সেখানে ২৬ ফেব্রুয়ারি তারিখে ব্যবহারকারী টেরেজা ২০১১-এ এই মন্তব্যটি করেছিলেন:
বিষয়টি এখন জানা গেল যে কেবল মাত্র “ মানসিক হাসপাতালের বাসিন্দারাই নয়”- কেনিয়ার নাগরিকরাও পুতিনের জন্য ভোট প্রদান কড়ে। যদিও এটা অবশ্যম্ভাবী যে, তারা নিজেরা নিজেদের পোস্টার তৈরী করার ব্যবস্থা পারে না- [তাদের রুশ ভাষা ততটা ভালো নয়] ।
রুশকিউরিয়াস.রু নামক ফোরামে, ব্যবহারকারী ইয়াহিয়া লিখেছে […]:
কেনিয়ার নাগরিকদের কাহিনী, শেষে মজার এক কাহিনীতে পরিণত হতে পারে। তারা তাদের উপার্জিত এই সমস্ত অর্থ [কেনিয়ার অ্যাক্রোব্যাটদের প্রদান করা অর্থ] সেই সমস্ত রাশিয়ানদের [রুশ সার্কাসের শিল্পীদের] প্রদান করবে, যারা এখন বেকার, এই সব শিল্পীদের তারা ছুটিতে কেনিয়ায় পাঠিয়ে দেবে…এই সব শিল্পীরা সেখানে সবচেয়ে সুস্বাদু কফি পাবে।
এই পোস্টটি রুশ রাষ্ট্রপতি নির্বাচন ২০১১/১২ –এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।