এই পোস্টটি মিশর বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
মিশরে এখন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি পূর্ণোদ্যমে চলছে, যা কিনা ২৩ এবং ২৪ মে ২০১২-তে অনুষ্ঠিত হবে, তবে ইতোমধ্যে রাস্তায় প্রার্থীদের ছবি চলে এসেছে। কিন্তু যখন প্রার্থী হিসেবে হাজেম সালাহ আবু-ইসমাইল-এর বিষয়টি সামনে চলে আসে, তখন দেখা যাচ্ছে পোস্টার উন্মাদনায় নিঃসন্দেহে তিনি সকলকে ছাড়িয়ে গেছেন। প্রায় সকল স্থানে তার পোস্টারের উপস্থিতি চোখে পড়ছে- রাস্তার দেওয়াল, গাড়ি, ফ্রিজ, শিশুর দেহ, এবং এমনকি অন্য প্রার্থীর পোস্টারের উপরেও তার পোস্টার দৃশ্যমান।
পোস্টারের এই খনি আবিস্কারের ঘটনা নিয়ে মজা করার লোভ, মিশরীয় নেটনাগরিকরা সম্বরণ করতে পারেনি।
মোহাম্মদ হামজা রসিকতা করেছেন [আরবী ভাষায়]:
@ mohamad__hamza : اتوقع ان من اولويات الرئيس القادم الفقر و البطاله و ازاله بوسترات ابو اسماعيل
রান্দা তাউইল এর সাথে যোগ করেছে:
@randatawil: دلوقتي لما تحب توصف لحد عنوان قوله إمشي طوالي مع بوسترات أبو إسماعيل بعدين هتلاقي تقاطع سيب أول بوستر و تاني بوستر و لف مع تالت بوستر يمين
মন্ডা সালেম এর সাথে আরো যোগ করেছে:
@Mondasalem: عاجل وحصرى: وكالة ناسا لعلوم الفضاء تعلن عن اكتشاف 5000 بوستر للشيخ ابوسماعيل فوق سطح كوكب المرّيخ.
এবং আত্তিয়া আত্তিয়া উল্লেখ করছে:
@attiya_attiya:للمرة الثالثة خلال يومين .. أحد المواطنين يقسم لي أنه رأى بأم عينيه شارع خالي تماما من بوسترات ابو اسماعيل
ঘটনা এখানে থেকে থাকেনি, এই নিয়ে মিশরীয় নেটনাগরিকদের মাঝে নতুন একটি ধারা শুরু হয়েছে, যার মধ্যে “আবু-ইসমাইল-এর ওস্তাদি কর্ম নামে একটি টাম্বলার একাউন্ট খোলা হয়েছে। ” ফেসবুক এবং টুইটার, উভয় সাইটে তার শত শত ছবি পোস্ট করা হয়েছে, যার একটি ছবিতে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ সাইটের একেবারে নিজস্ব সংস্করণে তাকে দেখা যাচ্ছে:
এমনকি, কুখ্যাত ওমর সুলেমান-এর পেছনের ব্যাক্তি নামক বিষয়টি আবার দৃশ্যমান হয়েছে, এইবার তা আবু ইসমাইলের একটি পোস্টার বহন করছে:
সবশেষে, নাগরিকরা আবু ইসমাইলের আলোচিত ভিডিও নিয়েও রসিকতা করতে ছাড়েনি, যে ভিডিও তিনি দাবী করেছেন পেপসি মানে হচ্ছে, ‘ইজরায়েলকে রক্ষার জন্য প্রতিটি অর্থ প্রদান কর’ (পেপসি শব্দের প্রতিটি অক্ষর দিয়ে তৈরী করা, ‘পে এভরি পেনি টু সেফ ইজরায়েল’ নামক বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে।)।
এই পোস্টটি মিশর বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।