- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মেক্সিকো, ১৩ তম আইবেরো-আমেরিকান সঙ্গীত সংস্কৃতি উৎসব “ ভিভে ল্যাটিনোর” আয়োজক

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, মেক্সিকো, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি, সঙ্গীত

[উল্লেখ ছাড়া সকল লিঙ্ক স্প্যানিশ ভাষার ওয়েবসাইটকে নির্দেশ ]

মেক্সিকো সিটি, ১৩ তম আইবেরো-আমেরিকান (স্পেন-আমেরিকা) সঙ্গীত সংস্কৃতির উৎসব “ভিভে ল্যাটিনোর” প্রধান কেন্দ্র হয়ে রইল, যা কিনা ২০১২ সালের ২৩, ২৪, ২৫ মার্চে অনুষ্ঠিত হয়েছে। ভিভে ল্যাটিনো [1] মূলত আন্তর্জাতিক এক সঙ্গীত উৎসব, যদিও এ বছর এই উৎসবে তথ্যচিত্র উপস্থাপন করা হবে, শিল্প সামগ্রী এবং অন্য সব স্মারক বিক্রি করা হবে।

তাদের টুইটার একাউন্ট, @ভিভেল্যাটিনোর [2] মাধ্যমে অনুষ্ঠানের আয়োজকরা অংশগ্রহণকারী এবং আগ্রহী অন্য ব্যক্তিদের জন্য অনুষ্ঠান চলাকালীন সকল কার্যক্রমের বিস্তারিত তাজা সংবাদ প্রদান করবে।

পালাক্রমে, ব্লগ সপিটাস [3], নিজেরা এই দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে। যারা এই অনুষ্ঠানে আসার পরিকল্পনা করেছে, ব্লগ তাদের গাইড হিসেবে কাজ করেছে। নীচের অনুচ্ছেদে এ বিষয়ে তাদের পরামর্শ প্রদান করা হল:

Recomendamos portar un buen bloqueador solar a todo momento, y sobre todo un buen rompevientos que te pueda proteger del frío y sobre todo, de la lluvia.

Por otra parte, si van acompañados, muchas veces los gustos de cada quién hará que se separen según las distintas presentaciones de las bandas. Por lo tanto, les recomendamos siempre tener un punto de encuentro, mismo que les servirá durante los tres días de festival, pues como sabemos, las líneas telefónicas suelen saturarse y complicar aún más las cosas, así que nada como tener un punto de encuentro predeterminado para regresar ahí al extraviarse o separarse de los cuates (cosa que sucede fácilmente en éste festival).

El Festival de Documentales Ambulante también estará presente con su propia carpa, aquí podrán conocer su selección.

আমরা এক সুন্দর সানব্লক আনার পরামর্শ প্রদান করছি, সর্বোপরি, আমরা ভালো উইন্ডব্রেকার আনার পরামর্শ প্রদান করছি, যাতে আপনি নিজেকে ঠাণ্ডার হাত থেকে এবং বিশেষ করে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারেন।

যদি আপনি বন্ধুদের বিশাল একটি বহর সহ হাজির হন, যাদের সকলে ভিন্ন ভিন্ন ব্যান্ড দলের গান পছন্দ করে, যা এমন একটি বিষয় হয়ত তা আপনাকে দল থেকে আলাদা করে ফেলতে পারে। যার ফলে আমরা সব সময় পরামর্শ প্রদান করি যেন যেন তিন দিনের এই উৎসবে সাক্ষাৎকারের একটা স্থান যেন ঠিক করে রাখা হয়। এই ধরনের অনুষ্ঠানে, টেলিফোন লাইন সাধারণত ব্যস্ত থাকে এবং বিষয়টি আরো জটিল হয়ে ওঠে যদি হারিয়ে যাবার অথবা বন্ধুদের কাছ থেকে আলাদা হয়ে যাবার বাস্তবতায় অনুষ্ঠান শেষে মিলিত হবার জায়গাটি যদি পূর্ব থেকে নির্ধারিত না করা থাকে ( এ ধরনের উৎসবের অনুষ্ঠানে যা সহজে এবং প্রায়শই ঘটে থাকে) ।

ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র এই উৎসবে প্রদর্শিত হবে তার নিজস্ব এলাকায়, যাতে আপনি তাদের নির্বাচিত তথ্যচিত্রের অধিকারী হতে পারেন।

বেশ কিছুদিন আগে টোনি ফ্রাসোয়া (@টোনিফ্রাসোয়া [4]) একটি ছবি প্রদর্শন করেন যা কিনা আগের উৎসব থেকে গ্রহণ করা হয়েছে:

El viernes ya empieza el @ViveLatino [5], aquí les dejo los links de las fotos que he tomado en este festival desde 2006 http://bit.ly/GHVHjU [6]

@ভিভেল্যাটিনো [7] শুক্রবারে শুরু হয়। এখানে আমি কিছু ছবির লিঙ্ক প্রদান করলাম, ২০০৬ সাল থেকে আমি এই উৎসবের এই সমস্ত ছবি তুলে আসছি: http://bit.ly/GHVHjU [6]
[8]

ভিভে ল্যাটিন ২০১২-এর পোস্টার

সঙ্গীত প্রেমীদের মাঝে ভিভে ল্যাটিনো এক উত্তেজনার সৃষ্টি করে। এ রকমই একজন হচ্ছে নাতালিয়া রুইজ (@ডাব্লিউটিএইচনাথো [9]), যে মন্তব্য করেছে:

Ya les dije?! Mañana es el Vive Latino 2012!!!

আমি কি আপনাকে বলেছি?! আগামীকাল ভিভে ল্যাটিনো ২০১২!!!

অন্য বেশ কয়েকজন ব্যবহারকারী,যেমন এসুয়া গ্রানাডোস (@এসুয়া গ্রানাডোস [10]), টিকিট বিক্রি করার জন্য টুইটারের সর্বোত্তম ব্যবহার করেছেন:

Me sobran 2 tickets para el #VL12 [11] Viernes! Poquito más barato que en taquilla, llévelo llévelo! (RT POR FAVORCITO)

আমার কাছে #ভিএল১২ [12] -এর, শুক্রবারের দুটি অতিরিক্ত টিকিট আছে! বক্স অফিসের চেয়ে সেগুলোকে সস্তা দামে বিক্রি করে দেব, নিয়ে যান, নিয়ে যান! (দয়া করে!)

অন্য ব্যবহারকারীরা, যেমন @পোকোসফলগুয়েরোস [13], এই উৎসব উদযাপনের সময় ঘটনাক্রমে পোপের আগমন নিয়ে রসিকতা করেছেন:

¿Alguien sabe en que escenario va a estar el Papa, en el Vive Latino?

কেউ কি জানে, ভিভে ল্যাটিনোর কোন অংশে পোপ থাকবে?

এই উৎসব সম্বন্ধে নেতিবাচক পোস্ট ও করা হয়েছে। ইয়ান (@প্যারাসুটঅনফায়ার [14]) মেক্সিকোর সঙ্গীতের বাণিজ্যিকীকরণের বিষয়ে তার মন্তব্য প্রদান করেছেন:

La culpa no la tiene el Vive Latino sino este país y su incapacidad de producir rock de calidad

এটা ভিভে ল্যাটিনোর দোষ নয়, তার বদলে এই দেশের এক সমস্যা এবং গুণগত মান সম্পন্ন রক সঙ্গীত না তৈরী করতে পারার ক্ষেত্রে এক দুর্বলতা

অন্যরা, যেমন @ লিলিথ_কাউন [15], যে কিনা উৎসবের টিকিট জোগাড় করতে পারেনি, সে টুইটারে তার হতাশা ব্যক্ত করছে:

Ash, no quería llegar a este extremo pero… mi reino por boletos para el viernes #VL [16] jojojoj es viernes, caray!!

আমি এ রকম একটা অবস্থায় যেতে চাই না… কিন্তু শুক্রবারের টিকিটের বদলে আমি আমার রাজ্য দিয়ে দেব #ভিএল [17]-এর জন্য। লালালা এটা শুক্রবার, ওহ কি স্বর্গীয় বিষয় !!

এই উৎসব, যা কিনা এই নিয়ে ১৩ বারের মত অনুষ্ঠিত হয়েছে, তাতে বিভিন্ন দেশ, যেমন মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, স্পেন এবং ইল্যান্ডের ১১০টি ব্যান্ড অংশ নিয়েছে। এখানে [8] আপনারা বিভিন্ন ব্যান্ডের লাইন আপ ( সদস্যদের নাম) সম্বন্ধে জানতে পারবেন।