প্রতি বছর, মার্চের তৃতীয় রোববারে পুয়োর্টো রিকোয় জাতীয় সালসা দিবস অনুষ্ঠিত হয়। তবে পুরো মাস জুড়ে এই গুরুত্বপূর্ণ উদযাপনের সাথে সম্পর্কিত নানা ধরনের কার্যক্রম লেগে থাকে।
এটি হচ্ছে রোববার, ১১ মার্চের ঘটনা, যেদিন, সালসা দিবস স্মরণে পুয়োর্টো রিকো সঙ্গীত একাডেমীতে ঐতিহ্যবাহী এক কনসার্টের আয়োজন করা হয়। সালসার প্রতি উৎসর্গীকৃত এদিন এই সংস্কৃতি এবং সঙ্গীতকে তুলে ধরার জন্য একাডেমীর রাফায়েল হার্নানদেজ এমফিথিয়েটার একত্রিত হয় । এটি হচ্ছে এমন এক সঙ্গীত আয়োজন, যা সারা বিশ্বে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় সঙ্গীত এবং নৃত্যের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিতি লাভ করেছে। এ বছর পুয়োর্টো রিকার সালসার দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ আদর্শ, গায়ক চেও ফেলিচিয়ানো এবং গায়ক ও ট্রাম্পেট বাদক জেরি মেডিনা, সালসা দিবসের উদযাপনে একাডেমীর ছাত্রদের সাথে যোগ দিয়েছে।
উইলমা কোলন এই অনুষ্ঠানের উপর তোলা ছবি আমাদের প্রদর্শন করছেন। সকল ছবি তার অনুমতিক্রমে প্রকাশ করা হয়েছে।