থাইল্যান্ড: ব্যাংককের ট্যাক্সির বৈচিত্র্যময় সাজ

এই ব্লগটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সেই সব ট্যাক্সি চালকদের উদ্দেশ্য নিবেদন করা হল, যারা বন্ধুভাবাপন্ন, ধৈর্য্যশীল, সামটাম-খাদক (বিশেষ থাই সালাদ),যাদুকরী এবং যাদের অর্ঘ্য প্রদান করা যায় ।

চার বছর আগে তৈরি করা ব্লগ স্টিল লাইফ ইন মুভিং ভেইকেল ( চলন্ত যানে স্থির জীবন) , ব্যাংককের ট্যাক্সির বিভিন্ন ধরনের সাজ সজ্জার বেশ কিছু কৌতূহল জনক ছবি প্রকাশ করেছে। ডালে কন্সটানজ, যিনি পাঁচ বছর আগে থেকে এই সমস্ত ছবি একত্রিত করার কাজ শুরু করেন, এই কাজটিকে তিনি তার অনলাইন প্রকল্পের উৎসাহ প্রদানকারী বলে উল্লেখ করেছেন।

প্রায় পাঁচ বছর আগে আমি ব্যাংককের ট্যাক্সির ভেতরের ছবি গ্রহণ করা শুরু করি এবং কিছুদিনের মধ্যে আমার এক লেখক বন্ধু, আমাকে পরামর্শ প্রদান করে যে, ছবির সংগ্রহশালা তৈরী এবং ট্যাক্সিক্যাবে অর্জিত অভিজ্ঞতা তুলে ধরার জন্য আমি যেন ব্লগ লেখা শুরু করি। একই সাথে আমি ভাবলাম যে, থাই সংস্কৃতি, এবং থাই সংস্কৃতির জনপ্রিয় উদ্দীপক বিষয় সম্বন্ধে আমার যা পর্যবেক্ষন, সেগুলো বন্ধু এবং পরিবারের সমানে তুলে ধরার জন্য এটা একটা ভালো মাধ্যম।

ট্যাক্সির অলঙ্কার এবং কবচ-এর মূল্যায়নের ক্ষেত্রে, যা বিশেষ করে যাত্রী এবং ব্যাংককের বাসিন্দাদের উপর প্রভাব বিস্তার করে, ডালে, তার প্রশংসা করেছেন ।

আমি স্কাইট্রেন থেকে বের হলাম এবং লাফিয়ে ট্যাক্সিতে চড়লাম এবং কাজের উদ্দেশ্যে যাত্রা করলাম। আমি আমার কাজের ৮ ঘন্টা ব্যায় করলাম। এরপর আমি ট্যাক্সিতে চড়লাম এবং ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। সপ্তাহে পাঁচদিন? শুনতে বিরক্তিকর? মোটেও তা বিরক্তিকর নয়, যদি আপনি ব্যাংককের ট্যাক্সিতে যাতায়াত করেন।

আমার কাছে, এখানকার বাইরের দৃশ্য তেমন কিছু নেই। তারচেয়ে বরঞ্চ ব্যাংকের ট্যাক্সির ভেতরটা অনেক বেশী কিছু আছে; চালক এবং গাড়িকে বিপদের হাত থেকে রক্ষা করার তাদের ক্ষমতার উপর ভিত্তি করে, দেব দেবী, বিগ্রহ (উপদেবতা), ও বৌদ্ধ সন্ন্যাসীর মূর্তি, ফুল এবং অলঙ্কার বেছে নেওয়া হয় এবং এই বিষয়টি নিশ্চিত করার জন্য যে, গাড়ি চালকের আমার মত গুণধর যাত্রী রয়েছে।

ডালে, তার ব্লগে রাখা ছবির নাম আহ্বান করেছে, যা কিনা ব্যাংককের ট্যাক্সির বৈচিত্র্যকে প্রকাশ করতে সক্ষম, ডালে নীচের বিষয় সমূহ উল্লেখ করেছে,

১. এমন এক একটি ট্যাক্সির ছবি, যা ধর্মীয় এবং রহস্যময় বস্তুর বাড়াবাড়ি সব সংগ্রহ দ্বারা পরিপূর্ণ, একই সাথে নানাবিধ ছোট ছোট উপাদানে ভ ভর্তি হয়ে আছে।
২. একটি ক্যাবের ছবিতে দেখা যাচ্ছে সেটি নানা ধরনের চরিত্রের ছবি দ্বারা সজ্জিত, যেমন হ্যালো কিটি, টুইটি বার্ড, ডোরেমোন, উইনি দি পুহ অথবা হাল্ক।

3. একটি ট্যাক্সির ছবিতে দেখা যাচ্ছে সেখানে ইয়ান-এর ছবি আঁকা, সিলিং-এর বৌদ্ধ সন্ন্যাসী সৃষ্টি, স্টিয়ারিং হুইল, গাড়ির অন্য অংশের সজ্জায় তা দৃশ্যমান। এই সমস্ত উপাদান, যা হয়ত গাড়ির চালক, গাড়ি এবং যাত্রীকে দুর্ঘটনা এবং প্রেতাত্মার হাত থেকে রক্ষার করবে।
৪. বস্তুগত উপাদান দিয়ে বানানো শিল্পকর্মের ক্ষেত্রে বিশ্বাস করা হয় যে সেগুলো টাকাকে আকর্ষণ করে। মোড়ানো টাকায় বানানো এক মাছ এ রকমই এক উপাদান, একই ভাবে রজনের অশ্রু স্নাত বৌদ্ধ মূর্তি, এবং ক্ষুদ্রাকৃতির মাছ ধরার ফাঁদকে মনে করা হয় ট্যাক্সির ভেতরে “টাকা” ধরার জন্য কার্যকর।
5. একটি ট্যাক্সির ছবি, যেটিতে থাইল্যান্ডের রাজা এবং থাই রাজ পরিবারের অতীত থেকে বর্তমান সদস্যের সবার ছবি রয়েছে।

থাই রাজা, থাইল্যান্ড অত্যন্ত জনপ্রিয় এবং থাইল্যান্ডের খুব প্রিয় এক চরিত্র

প্লাস্টিক কভারে কবচ

গৌতম বুদ্ধ এবং সৈনিক।

মুদ্রার সাজ

ইংলাক সিনাওয়াত্রার স্টিকার, যে কিনা থাইল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী

দেবতার জন্য সকালের নাস্তা: লাল তরকারি, মেশানো ভাজা সবুজ সব্জি, ভাত এবং হিমশীতল চা

সড়ক দুর্ঘটনায় উদ্ধারকারী থাই স্বেচ্ছাসেবক সংস্থার প্রতীক

মোড়ানো টাকায় তৈরী মাছের সজ্জা

ড্যাশবোর্ডে সন্ন্যাসীর মূর্তি

ডালের ব্লগ অনেক ইতিবাচক সাড়া পেয়েছে এবং এমনকি তা প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছে

এই ব্লগের কিছু পাঠক থাইল্যান্ড বাস করে, কিন্তু বিশ্ব জুড়ে এই ব্লগ উদ্দীপনা তৈরী করেছে। এর মুগ্ধ পাঠকের মধ্যে বিদেশে বাস করা থাই নাগরিকরাও রয়েছে, যারা কিনা এর মধ্যে দিয়ে স্বদেশের এক টুকরো স্বাদ পায়। যারা থাইল্যান্ডে ভ্রমণ করে এবং এখানকার অভিজ্ঞতাকে মিলিয়ে দেখতে চায়, এবং অন্যরা যারা থাই সংস্কৃতিতে ডুবে আছে, ট্যাক্সি, প্রত্নত্তত্ব অথবা বৌদ্ধ মতবাদে, তারাও এর পাঠক।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .