তিউনিশিয়াঃ পর্নোগ্রাফি বন্ধ করার রায় আদালত বাতিল করেছে

এই পোস্টটি তিউনিশিয়া বিদ্রোহ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আজকে তিউনিশিয়ার ক্যাশেশান আদালত (আপিলের সর্বোচ্চ আদালত) ইন্টারনেটে পর্নোগ্রাফি সেন্সর করার একটা আইন রদ করেছে। গত ২৬শে মে, ২০১১ তারিখে একটা আদালত প্রথমবারের মতো একটা রুলিং জারি করেছিল যেখানে তিউনিশিয়ার ইন্টারনেট এজেন্সিকে আদেশ দেয়া হয়েছিল পর্নোগ্রাফি ওয়েবসাইটকে ফিল্টার করার জন্য। ১৫ই আগস্ট, ২০১১ তারিখে আপিল আদালত এই রুলে তাদের সম্মতি দেন।

পর্নোগ্রাফি ফিল্টার করার আইনি সিদ্ধান্ত ব্লগার ও মুক্ত চিন্তার মানুষ দ্বারা কঠোরভাবে সমালোচিত হয়েছিল। এরা বিশ্বাস করেন যে এই ধরনের পদক্ষেপ বাক স্বাধীনতাকে সীমিত করতে পারে, আর এর ফলে সেন্সরশিপ ফিরে আসতে পারে।

আজকের সিদ্ধান্ত নেটিজেনদের দ্বারা আদৃত হয়েছে যারা সমর্থন করেন নেটের সম্পূর্ন স্বাধীনতাকে।

তিউনিশিয়ার ইন্টারনেট এজেন্সির বাইরে। ছবি জিলিয়ান সি. ইয়র্কের সৌজন্যে

তিউনিশিয়ার ইন্টারনেট এজেন্সির বাইরে। ছবি জিলিয়ান সি. ইয়র্কের সৌজন্যে

রিপোর্টার্স উইদাউট বর্ডার এর তিউনিশিয়া অফিস, আদালতের রায়ের ব্যাপারে প্রথম জানিয়েছেঃ

#ATI – la cour de cassation casse le jugement et renvoie le procès en appel.

#এটিআই ক্যাশেশান আদালত রায় বাতিল করে আপিলে ফেরত পাঠিয়েছে

এই সংবাদ দ্রুত ছড়িয়েছে, আর মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারের মাধ্যমে প্রতিক্রিয়া ভরে যাচ্ছে। এখানে কয়েকটি বাছাই করা প্রতিক্রিয়া:

@RODE86: Ya7ya el 3adl! Ya7ya el 3adl!

@রোড৮৬: ন্যায় বিচার দীর্ঘজীবি হোক ! ন্যায় বিচার দীর্ঘজীবি হোক!

@HBHassine: je suis heureuse qu on reconnaisse enfin que les Tunisiens sont adultes et responsables! #contrelinfantilisationdesTunisiens #ATI

@এইচবিহাসিন: খুশি যে অবশেষে এটা মেনে নেওয়া হয়েছে যে তিউনিশিয়ার জনগণ প্রাপ্তবয়স্ক, আর দায়িত্বশীল! সকল তিউনিসিয়াবাসীকে শিশু হিসাবে দেখার বিরুদ্ধে

@yassine95140: La bonne nouvelle, qu'on soit pour ou contre la décision de la cour, c qu'on a la preuve d'1 séparation réelle d pouvoirs. #ATI #TNAC #TNGOV

@ইয়াসিন৯৫১৪: আমরা আদালতের সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে থাকি না কেন, ভালো খবর হলো যে এখন আমাদের কাছে প্রমান আছে ক্ষমতার বিকেন্দ্রীকরনের।

অন্যরা আরো বেশী সন্দিহান আর সতর্ক মতামত দিয়েছেন।

@El_7oss: Ces connards de la cassation pouvaient aussi casser le jugement sans renvoyer en appel #ATI

@এল ৭ওস: এই সকল ক্যাশেশান বোকারা, তারা রায়কে দাবিয়ে ফেলতে পারতো, আপিল আদালতে আবার না প্রেরণ করে।

@Selim_: bien. Mais c pas fini

@সেলিম_: ভালো> কিন্তু এটা শেষ হয়নি।

@omessaoud: Le renvoi de l'affaire #ATI en appel à nouveau est un renvoi de responsabilité pas une victoire. #free404 #tunisie #censure

@ওমেসাউদ: #এটিআই মামলাকে আপিল আদালতে ফেরত দেয়া দায়িত্ব নেয়াতে বিলম্ব, আর এটা কোন বিজয় না। #ফ্রি ৪০৪# তিউনিশিয়া #সেন্সর

এই পোস্টটি তিউনিশিয়া বিদ্রোহ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .