মিশরের নতুন সংসদের কার্যাবলী সামাজিক প্রচার মাধ্যমে চলতে থাকা এক বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে, নতুন সংসদকে গণতন্ত্রের প্রতি এক অগ্রযাত্রা হিসেবে বিবেচনা করা হচ্ছে, তবে সংসদে যে সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তা দেশটির অত্যন্ত প্রয়োজনীয় চাওয়া-যেমন পর্নোগ্রাফিক ওয়েবসাইট নিষিদ্ধ করার অনুরোধের মত বিষয়ের সাথে মোটেও প্রাসঙ্গিক নয়।
একজন সংসদ সদস্য এক বিতর্কের সৃষ্টি করেন, যখন তিনি দাবী করেন যে ইংরেজী শিক্ষা মিশরীয় নাগরিকদের পশ্চিমা নাগরিক বানানোর এক ষড়যন্ত্র। একেবারে সাম্প্রতিকতম চিত্র হচ্ছে এক সংসদ সদস্যের অনুরোধ, যে সমস্ত নারী বিবাহ বিচ্ছেদের অধিকার দাবী করবে তাদের তিনি পোষাক খুলে নেবার অনুরোধ জানান।
অতীতে, যখন নারীদের বিবাহ বিচ্ছেদের অধিকারের বিষয়টি সামনে উঠে এসেছে, মিশরীয় নারীদের প্রচণ্ড বৈষম্যের শিকার হতে হয়েছে। মিশরের পুরুষের আদালতে না গিয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্য নারীদের লম্বা পথ পাড়ি দিতে হয়, জটিল এবং আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নারীদের বিবাহ বিচ্ছেদের অধিকার লাভ করতে হয়। পরিস্থিতির সামান্য উন্নতি ঘটে তখন, যখন ২০০০ সালে এক আইন পাশ করা হয়, যে আইনে নারীদের একটি ত্রুটিহীন (খুলা’) তালাকের আবেদন করার অধিকার প্রদান করা হয়। এই আইনের মাধ্যমে নারীরা বিবাহ বিচ্ছেদের অধিকার তো লাভ করতে পারে, কিন্তু তাদের সকল অর্থনৈতিক অধিকার ত্যাগ করতে হয়।
সংসদে খুলা তালাক বাতিলের পরামর্শ প্রদান করে আনা খসড়া আইনের ব্যাপারে সামাজিক প্রচার মাধ্যম ব্যবহারকারীরা দ্রুত প্রতিক্রিয়া প্রদান করেছে।
মেরিট আল-সায়িদ বলছে [আরবী ভাষায়]:
مشروع الغاء قانون الخلع خطأ فادح. الخلع دفعة الى الامام للمرأة التي من حقها البدأ من جديد في حياتها.
মিরা সামি এর সাথে যোগ করেছে [আরবী ভাষায়]:
এই সংবাদে কেবল নারীরা নয়, অনেক পুরুষও তাদের ক্ষোভ প্রকাশ করেছে। ওয়াএল খালিল আবেদন জানাচ্ছে [আরবী ভাষায়]:
আলি হাগ্রিস আর্তনাদ করে উঠেছে :
এবং শেরিফ খায়রি এর সাথে প্রতিধ্বনিত করেছে:
যথারীতি, এই ঘটনায় অনেক ব্যাঙ্গাত্মক এবং রসিকতাপূর্ণ মন্তব্যের সৃষ্টি হয়েছে। নুন আরাবিয়া এই বিতর্কের উপর আসা কিছু বিষয়ের উপর প্রবন্ধ তৈরী করছে, মুলত @এলমা৭রোসার করা টুইটের উপর ভিত্তি করে করা, যে কিনা #الخلع_قوة নামক হ্যাশট্যাগের উপর বেশ কিছু টুইট করেছে, এই হ্যাশট্যগের অর্থ, “খুলা হচ্ছে ক্ষমতা”।
এর সাথে, রিহাম মোহাম্মদ রসিকতা করেছে:
মুহাব তালাত একই সাথে নিবেদন করছে:
اكيد الي قدم طلب الغاء الخلع عايز يلعب بديلوا وخايف مراتوا تخلعوا وعجبي
এবং স্যালি জোহনে তার মায়ের বক্তব্য উদ্ধৃত করেছে:
এই বিষয়টি উল্লেখ করার মত নয় যে, উক্ত সংসদ যে খুলা পদ্ধতি বাতিল করার জন্য খসড়া আইন তৈরী করেছে, সে ইসলামিক কোন দলের সদস্য নয়, বরঞ্চ সে উদারনৈতিক দল ওয়াফদ দলের প্রাক্তন সদস্য। এই ঘটনায় আহমেদ শোকরিই তার দৃষ্টিভঙ্গি এভাবে প্রদান করেছে :
একজন সংসদ সদস্য ‘খুলা’ বাতিলের আহ্বান জানিয়েছে, যা ধর্মীয় ভাবে গ্রহণযোগ্য, ইসলামপন্থীদের শান্ত করা যেন অনেকটা ইসলাম নিয়ে ব্যবস্যা করা। এই বিষয়টি নিশ্চিত করছে যে, ধর্মীয় পোষাকে আসা কোন অনুরোধ, আসলে ধর্মের স্বার্থে নয়।
ঘটনাক্রমে, বিতর্কে এই বিষয়টি উঠে এসেছে যে খুলা ইসলামিক কোন আইনের বিষয় কিনা। অনেক নেট ব্যবহারকারী উদ্ধৃত করেছে যে ‘খুলা’ হচ্ছে একটি ইসলামিক আইন। মোহাম্মদ এলগোওহারী এই বিষয়টি নিশ্চিত করেছে যে খুলা হচ্ছে ইসলামিক আইন এবং সে বলছে:
‘খুলাকে’ বাতিল করা যাবে না, যতক্ষণ ইসলাম সংসদীয় আইনের মূল ভিত্তি।
সবশেষে, সকলে এই বিষয়ে একমত নয়, এবং সকলে মনে করে না যে খুলা বাতিল করা খারাপ কোন বিষয়। টুইটার ব্যবহারকারী @_আধহেম টুইট করেছে: