আজ মা দিবস পালন করছে আরব বিশ্ব। দিনটিতে সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে নেটনাগরিকেরা তাদের মায়েদের শুভেচ্ছা পাঠিয়েছে। এছাড়াও তথাকথিত আরব বসন্তে প্রতিবাদ করতে গিয়ে কর্তৃপক্ষের হাতে নিহত হাজার হাজার শহীদদের মায়েদের স্মরণ করেছে।
বাহরাইন থেকে সায়িদ আহমেদ আল আলাভি টুইট করেছেন [আরবী ভাষায়]:
في هذا اليوم لطف الله بقلب كل أم فقدت فلدة كبدها مقتولا ظلماأو مغيبا في المعاقلات أو مشردا في الوطن والمهجر لكل هؤلاء الامهات نقول فصبر جميل
একই ধরনের অনুভূতি শেয়ার করেন মিশরীয় সালমা হেগেব। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন:
@সালমা_টিএস২(টু)অল: মিশরের অনেক শহীদ জননীর জন্যে এটা দ্বিতীয় #মাদিবস। গতকাল থেকে আমি ভাবছি এটা কত কস্টের…
এবং সিরীয় জাইনের কাছে খারাপ খবর রয়েছে:
@জাইনসির: ১৪জন শিশু এবং ৭জন নারীসহ #সিরিয়া’র শহীদের সংখ্যাটি ৭০-এ উন্নীত হয়েছে #মাদিবস–এ
এই দিনে বিশেষ করে শিশু এবং মায়েদের অনুভূত মর্মপীড়া সংকলিত করেছেন সিরীয় ব্লগার রাজান ঘাজ্জাভি, তিনি স্বীকার করেছেন:
@রেডরাজান: যাদের মা দিবসে শহীদ জননীদের অনেক কিছু বলার আছে আমি তাদের ঈর্ষা করি। আমি কিন্তু একটাও শব্দ খূঁজে পাই না। #সিরিয়া #মাদিবস
তিনি যোগ করেছেন:
@রেডরাজান: #সিরিয়া ফেসবুক ব্যবহারকারীরা প্রচারাভিযান চালাচ্ছেন আজকে নাগরিকদের শহীদ জননীদের সাথে দেখা করায় উৎসাহিত করে এটা দেখানোর জন্যে যে তাদের দুঃখে তারা নিঃসঙ্গ নন।

সিরীয় শহীদ জননীদের ফেসবুক পাতার একটি স্ক্রীণছবি, যা সিরিয়াবাসীদেরকে আসাদ শাসকগোষ্ঠির হাতে শহীদদের মায়েদের সাথে দেখা করতে উৎসাহিত করছে।
শহীদদের জননী, আমরা তোমাদের সন্তান নামের ফেসবুক পাতাটি [আরবী ভাষায়] এখানে পাওয়া যাবে:
মিশরে ফিরে এলে, মোহান্নাদ আমাদের বলেছেন [আরবী ভাষায়]:
এদিকে, বিদেশে থাকা সিরীয়দের বাড়িতে থাকা পরিবারের সাথে যোগাযোগ করতে এবং তাদের প্রিয়জনদের মা দিবসের শুভেচ্ছা জানাতে কষ্ট হচ্ছে। দি ৪৭তম টুইট করেছেন:
@দি_৪৭তম: আসলেই আমাকে একটা স্যাটেলাইট ফোন খুঁজে পেতে **ও**তে হবে অথবা কবুতরের খাবারের সাথে চিঠি বেঁধে দিতে হবে আমার দাদীকে শুভ মা দিবস জানানোর জন্যে #হোমস-এ
করিম লায়লা যোগ করেছেন:
@করিমলায়লা: আসাদ, দয়া করে তাকে #শুভমাদিবস মা বলতে আমাকে ১মিনিটের জন্যে যোগাযোগ ফিরিয়ে দিন #সিরিয়া #আমিতোমাকেভালবাসি
আর সিরিয়ার শাকিব আল-জাবরি কৌতুক করেছেন:
@লেশাক: আমার মাদারবোর্ডকে শুভ মা দিবস, যাকে ছাড়া আমি বাঁচতে পারি না