সম্প্রতি শেষ হওয়া রাষ্ট্রপতি নির্বাচনে নোবেল পুরস্কার বিজয়ী এবং পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে র্যা্মোস-হোর্তা পরাজয় বরণ করেছেন। শীর্ষ দুই প্রার্থী হলেন বামপন্থী ফ্রেটলিন পার্টির ফ্রান্সিস্কো “লু ওলো” গুতেরেস এবং প্রাক্তন সামরিক প্রধান তাউর মাতান রুয়াক। তারা দু’জনই আগামী মাসে নির্বাচনের শেষ দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দিয়াক কা লায়ে?-এর এলেক্স তিলমান শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার স্বীকৃতি দিয়েছেন:
নিজের শাসন ক্ষমতা হাতে নেয়ার পর তিমুর-লেস্তের যে বিশাল উত্থান হয়েছে সেটা পরিষ্কারভাবে সারা বিশ্বকে দেখিয়ে দিতে এখন পর্যন্ত রাস্ট্রপতি নির্বাচনটি সফল এবং শান্তি ও আশা পূর্ণ পরিবেশে পরিচালিত হয়েছে।
একজন সাধারণ জনগণ তাদের নেতাদের কাছে চাইতে পারেন এমন সব খুব সাধারণ আকাঙ্ক্ষার পাশাপাশি এসব এবং তাদের মতো অন্যান্যদের বার্তায় বিজয়ের একটা সাধারণ ভাব বিরাজ করছে। শান্তিপূর্ণভাবে এবং সোৎসাহে এই নির্বাচনে অংশ নিয়ে তিমুর-লেস্তের জনগণ সারা বিশ্বকে দেখিয়েছে, বিশেষ করে তাদের নেতাদের কাছে প্রমাণ করেছে যে নাগরিক হিসেবে তাদের অধিকার ও কর্তব্যের ব্যাপারে তারা সচেতন এবং তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বাইরে কিছুই চায় না, যেখানে তারা স্বাধীনভাবে তাদের পছন্দ অনুশীলন করতে এবং তাদের যেকোনো স্বপ্ন বুনতে পারবে। এখন এটা তাদের নির্বাচিত নেতাদের উপর নির্ভর করছে যে তারা তাদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করে তাদেরকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে কিনা।
লেখক আবার নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট ভোটারদের প্রতিক্রিয়া গ্রহণ করেছেন। এস্তানিসলু সালদানহা, এবাটি সোরস এবং জশ ত্রিনদাদে’র (এলেক্স তিলম্যানের দেয়া অনুবাদগুলো) প্রতিক্রিয়াগুলো নিচে দেয়া হল।
এস্তানিসলু সালদানহা তিমুরের জনগণের বিজয়-এর প্রশংসা করেন::
এটা রাষ্ট্রপতি পদপ্রার্থীদের নয়, বরং পূর্ব তিমুরের জনগণের বিজয় কারণ রাষ্ট্রপতি নির্বাচন চলছে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে। তিমুর-লেস্তের জনগণ ও জাতির জন্যে শান্তিপূর্ণ, নিরাপদ এবং সমৃদ্ধিশালী পরিস্থিতির জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনার সময় আমাদেরকে একত্রিত হতে হবে।
এবাটি সোরস নির্বাচনের সময় সহিংসতার অনুপস্থিতি লক্ষ্য করেছেন:
গতকাল তিমুর-লেস্তের রাস্ট্রপতি নির্বাচনের প্রথম পর্বে অংশ নেয়া তিমুর-লেস্তের জনগণের জন্যে অনেক অভিনন্দন ও শ্রদ্ধা। এই নির্বাচনের সবচেয়ে বড় সফলতা হল শান্তি। গতকাল সহিংসতা বিহীন এই নির্বাচনে অংশ নিয়ে আপনি এই দেশের জন্যে আপনার ভালবাসা প্রদর্শন করেছেন। এই ঘটনার পর আমাদের আশা তিমুর-লেস্তে আগে সবসময় যেমন ছিলো তার চেয়ে আরো অনেক ভাল হবে। তিমুর-লেস্তে জিন্দাবাদ।
জশ ত্রিনদাদে লক্ষ্য করেছেন যে আন্তর্জাতিক মিডিয়া এই ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনটিকে পর্যাপ্ত কাভারেজ দিচ্ছে না:
শান্তিপূর্ণ ও শান্তভাবে প্রচারাভিযান এবং ব্যালটে অংশ নেয়া তিমুরের সমস্ত জনগণকে অভিনন্দন! আসুন চিত্রটিকে সহিংসতা থেকে শান্তিতে পরিবর্তন করি… আমরা লক্ষ্য করেছি আন্তর্জাতিক মিডিয়া শান্তিপূর্ণ হিসেবে চিহ্নিত প্রচারাভিযান এবং নির্বাচন প্রক্রিয়াটিকে পর্যাপ্ত কাভারেজ দিচ্ছে না। আমি তিমুরবাসী হিসেবে গর্বিত!
এখানে হ্যাশট্যাগ #এলেইসাউন২০১২ ব্যবহার করা কয়েকটি টুইটার প্রতিক্রিয়া দেয়া হলো:
@মেগানওয়েইমস: লু ওলো বলেছেন ‘সব জায়গা থেকে সমর্থন আসছে’ আবার অন্যান্য প্রার্থীরা তাকে দ্বিতীয় দফার নির্বাচনে সমর্থন যোগাচ্ছে
@এশবেটারিজ: গত এক সপ্তাহের মতো এখানকার প্রচারাভিযানগুলোর যে বিষয়টি আমাকে আঘাত করেছে তা হলো এগুলো পুরুষ প্রভাবিত #এলেইসাউন২০১২
@ম্যালেবুলাক: রাস্ট্রপতি হোসে র্যামোস-হোর্তা তার দপ্তর ছেড়ে যাওয়ার আগে কাউকে ক্ষমা করে গিয়েছেন কিনা?
@মিখাইলশোয়াইব: রাষ্ট্রপতি হোসে র্যামোস-হোর্তা আমি আপনার মানবিকতার প্রশংসা করি।