মার্কিন যুক্তরাষ্ট্র: কলম্বিয়ান ছাত্রীর মামলায় অভিবাসন বিতর্ক

সাম্প্রতিককালে মায়ামির কলম্বিয়ান ছাত্রী দানিয়েলা পেলায়েজ খবরের শিরোনাম হয়েছেন। কারণ তিনি খুবই উজ্জ্বল ভবিষ্যতের অধিকারিণী আরো একজন ছাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে যার কোনো আইনী বৈধতা নেই। বর্তমানে ১৮ বছর বয়েসী এবং উত্তর মায়ামি হাইস্কুলে ক্লাশে প্রথম হওয়া পেলেইজ মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন চার বছর বয়সে, তার বাবা-মায়ের ট্যুরিস্ট ভিসার মাধ্যামে, যে কারণে পরবর্তীতে সে প্রত্যাবাসন আদেশ লাভ করে।

তবুও পেলেইজ তাৎক্ষণিকভাবে জনগণের সমর্থনসহ তার স্কুলের প্রিন্সিপাল ও ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় কংগ্রেস সদস্য মার্কো রুবিও এবং ইলিয়েনো রস-লেহতিনেনের সমর্থন লাভ করেন। ৬ই মার্চ তিনি তার বোনের মতোই জাতীয় নিরাপত্তা বিভাগ থেকে ক্ষমা পেয়ে গেলে শিশুকালে যুক্তরাষ্ট্রে আসা হাজার হাজার অল্পবয়েসী জনগণের অভিবাসী মর্যাদা সংক্রান্ত বিতর্ক আবার শুরু হয়। কারণ যেখানে তারা বেড়ে উঠেছে, এখন সেখানে তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি সমস্যার সম্মুখীন।

পেলেইজের ঘটনাটি ইতোমধ্যে বিতর্কিত অভিবাসী ব্যবস্থাটি নিয়ে শুধুমাত্র নতুনভাবে ভাবিয়েছে তা নয় বরং ড্রীম এ্যাক্টের মতো কংগ্রেসে উত্থাপিত বিলগুলোর দিতে পারা সমাধান বিবেচনার সুযোগও সৃষ্টি করেছে, যার মাধ্যমে বিলটির সময়কালের পাঁচ বছর আগে থেকে বসবাসরত  এবং ভাল নৈতিক চরিত্রের অধিকারী পিতা-মাতার সন্তান, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া হাইস্কুল গ্র্যাজুয়েটদের শর্তসাপেক্ষে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হতে পারে। তার উপর, পেলেইজ নিজে স্টারস এ্যাক্ট নামের আরেকটি বিলের খসড়া তৈরীতে সাহায্য করেছে। ড্রীম এ্যাক্টের বিপরীতধর্মী এই এ্যাক্ট হাইস্কুল শেষ করার পর কলেজে প্রবেশের জন্যে অতিরিক্ত ছয় মাস সময় দিবে।

দানিয়েলা পেলেইজ মামলায় অভিবাসন বিতর্কের পুনর্জন্ম।

দানিয়েলা পেলেইজ মামলায় অভিবাসন বিতর্কের পুনর্জন্ম। ছবি লংআইলান্ডউয়িনস থেকে (সিসি বাই-২.০)

ব্লগ এল তার্সার রিয়েল [স্প্যানিশ ভাষায়] পেলেইজ মামলার ফলে অভিবাসনের বিষয়টি আবার বিবেচনার আহবান জানিয়েছেন:

El caso de la joven Daniela Peláez debe servir para concientizarnos sobre la necesidad de traer un tono serio a la discusión del tema migratorio.  El primer paso necesario en esta discusión es separar la nobleza de la idea tras el DREAM Act de la ridiculez de las recientes propuestas legislativas que han mancillado ese nombre.

পেলেইজ মামলাটি অভিবাসন বিষয়ক আলোচনায় আরো মনোযোগ আনার ব্যাপারে আমাদের সচেতনতা বাড়ানো উচিৎ। এই আলোচনার প্রথম ধাপটি হল সাম্প্রতিক হাস্যকর আইনী প্রস্তাব ড্রীম এ্যাক্টের পিছনের মহান আদর্শের মুখোশ উন্মোচন করা, যা এর নামটিকে কলঙ্কিত করেছে।

ব্লগ ইউক্যারিও ই সু কমেন্তারিও [স্প্যানিশ ভাষায়] অভিবাসী হওয়া  সত্ত্বেও এমন বুদ্ধিমত্তা ও চেষ্টার জন্যে পেলেইজের মতো ছাত্র-ছাত্রীদের ক্ষতিপূরণ দেয়া উচিৎ বলে উল্লেখ করেছেন :

Un acto de justicia que una vez más demuestra la perentoria necesidad de que se legisle con prontitud para que en lo sucesivo no se frustren las ilusiones, el esfuerzo, la dedicación de estudiantes como Daniela cuyo propósito ha sido y será ser conseguir una educación adecuada mediante la cual pueda aportar su inteligencia y conocimientos al servicio del país en el que se ha educado.

একটি ন্যায় বিচার আবারো দ্রুত আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখিয়ে দিয়েছে যেন এখন থেকে দানিয়েলার মতো, যার লক্ষ্য ছিল এবং থাকবে পর্যাপ্ত শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তার বুদ্ধিমত্তা ও জ্ঞান দিয়ে সে যেই দেশে শিক্ষা গ্রহণ করেছে যেন সেই দেশের সেবা করতে পারে, এমন ছাত্র-ছাত্রীদের আশা, প্রচেষ্টা এবং একাগ্রতা যেন বিপর্যস্ত না হয়।

টুইটগুলো শধু যে পেলেইজের বিষয়টিই বলছে এমন নয়, ড্রীম এ্যাক্টটি আবার বিবেচনার প্রয়োজনীয়তার কথাও বলছে, যেমন মার্কিন যুক্তরাস্ট্রের শিক্ষামন্ত্রী আর্ণে ডানকান (@আর্ণেডানকান) বলেছেন:

আমাদের ড্রীম এ্যাক্টটি পাশ করাতে হবে। এটাই ঠিক কাজ এবং আমরা মেধাবী, পরিশ্রমী ছাত্র-ছাত্রীদের শিক্ষাকে অস্বীকার করার মতো বিলাসিতা করতে পারি না।

ভেরোনিক এম (@ভিএমব্লগার)পেলেইজের মতো ছাত্র-ছাত্রীদের মার্কিন যুক্তরাস্ট্রের ভবিষ্যত মনে করেন:

আরটি @ভক্সিনিউজ: ড্রীম এ্যাক্টটি অগ্রাধিকারযোগ্য, কারণ মায়ামি বিদায়ীর মতো প্রত্যাবাসনের সম্মুখীন বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ http://j.mp/AbRbl1#ল্যাটিজম

সিনেটর হ্যারি রিড (@সিনেটররিড) পেলেইজের সঙ্গে দেখা করার পর, ড্রীম এ্যাক্টটি অনুমোদনের আশ্বাস দিয়েছেন:

আমি অনূপ্রেরণীয় #মিয়ামি#স্বপ্নবাজ পেলেইজের সঙ্গে কথা বলেছি এবং আমি তাকে বলেছি যে আমি ড্রীমএ্যাক্টhttp://yfrog.com/g0ltwxrj–এর প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ

হোসে দান্তে পারা (@জেডিপারাসিনেট)বিশেষভাবে তুলে ধরেছেন যা তিনি সিনেটর মার্কো রুবিওর দ্বিচারিতা [স্প্যানিশ ভাষায়] মনে করেন:

Rubio c reune con Daniela Pelaez. Dice q’ la apoya. Despues dice a WTVJ-Miami q c opone al #DREAMACT? Double personalidad? #latism

রুবিও দানিয়েলা পেলেইজের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি বলেছেন তিনি তাকে সমর্থন করেন। তিনি #ড্রীমএ্যাক্ট বিরোধী, একথা ডাব্লিউটিভিযে-মিয়ামিকে বলার পর? দ্বৈত-ব্যক্তিত্ব?#ল্যাটিজম

সবশেষে, ৩য় কার্লোস মেনডোজা (@এডুকেটরমিউজিং) পেলেইজকে (সময়) বাড়িয়ে দেয়ায় আনন্দ প্রকাশ করেন:

তোমার জন্যে খুশী। শুভেচ্ছা #এডচ্যাট#ইন হাইস্কুল বিদায়ী দানিয়েলা পেলেইজ যার প্রত্যাবাসন দু’বছরের জন্যে সাময়িকভাবে স্থগিত  http://j.mp/w4huqU

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .