সিরিয়া: আসাদের পতন হলে

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়ার বিক্ষোভ ২০১১-এর অংশ।

স্বৈরশাসকদের বিরুদ্ধে প্রতিবাদ রত অন্যান্য সব আরবদের মতোই বাশার আল আসাদের পতন হলে সিরিয়াবাসীর জীবনের প্রতি অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে।  টুইটারে তারা #আসাদেরপতনহলে  হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের স্বপ্ন ভাগাভাগি করে নিচ্ছেন।

সিরীয় করিম লায়লার স্বপ্নটি একান্তই ব্যক্তিগত:  

@করিমলায়লা: #আসাদেরপতনহলে আমি আমার প্রিয় মাকে আবার দেখতে পাবো।

জয়নাব শিশুদের মুখে হাসি দেখতে চান:

@_জাজো_: #আসাদের পতন হলে আমি সমস্ত শহীদের সন্তানদের প্রত্যেকের জন্যে একটি করে খেলনা চাই! হয়তো এটা তাদের মুখে শুধু ১ মিনিটের জন্যে হাসি ফোটাবে #সিরিয়া

আর ৪৭তমটি সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়ার জন্যে সিরীয়দের মধ্যে যারা ধর্মবাদী তাদের উপর প্রতিশোধ নিতে চান:

@দি_৪৭তম:  #আসাদের পতন হলে আমি ধর্মীয় ব্যক্তিত্বের পিছনে লেগে থাকবো।। কেউই পার পাবে না

ইতোমধ্যে সিরীয় স্বাধীনতা সিরিয়ার ইন্টারনেট সেন্সরশিপ ও নজরদারীর প্রতি উদ্যত হন। তিনি অনুযোগ করেন:

@সূরিমাদসূস: তাহলে  #আসাদেরপতনহলে কে #সিরিয়া’র ফেসবুক কর্মী, এলসিসি, এফএসএ, অথবা বিদেশী বিরোধীদের  নিয়ন্ত্রণ  করবে???

আবু হাতেম সাবধান করেছেন:


@আবুহাতেম: #আসাদেরপতনহলে ক্রান্তিকালে সম্মিলিতভাবে তিউনিসিয়া, লিবিয়া, মিশরের চেয়ে কঠিন বিশাল বড় বড় সব সমস্যার উদ্ভব হতে থাকবে।


আর মিশায়েল শামসি আমাদের স্মরণ করিয়ে দেন [আরবী ভাষায়]:

سيكون بشّار ماضياً تلعنه كتب التاريخ ! ‎‬#WhenAssadFalls‪‏
@মিশায়েল_শামসি: বাশার অতীত এবং ইতিহাসের পাতায় অভিশপ্ত হয়ে যাবেন

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়ার বিক্ষোভ ২০১১-এর অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .