টুইটারে গাজা আন্ডার এটাক – এর সাথে #টেরোরিস্ট ইসরায়েল চাউর

৯ মার্চ, ২০১২ থেকে টুইটারে ফিলিস্তিনি এবং প্যালেস্টাইনের সক্রিয় কর্মীরা #গাজাআন্ডারএটাক সম্পর্কে একটানা খবর ছড়াচ্ছে। খবরটি উস্কে দিয়েছে গাজা ভূ-খণ্ডে চলমান আক্রমণ, যার ফলে এখন পর্যন্ত ২৩ ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন গুরুতর সহ ১০০ জনেরও বেশি আহত হয়েছে। ১১ মার্চ ব্যস্ত সক্রিয় কর্মীরা ফিলিস্তিনি (শুধুমাত্র গাজা ভূ-খন্ড নয়) জনগণের উপর ইজরায়েলি সেনাবাহিনীর পূর্ববর্তী হামলাগুলো মানুষকে মনে করিয়ে দিতে একটি নতুন হ্যাশট্যাগ চালু করে, যার নাম #টেরোরিস্টইজরায়েল

নতুন হ্যাশট্যাগটি টুইটারে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে, এটি বিশ্বজুড়ে চাউর হয়ে এমনকি টুইটারের আবিষ্কার পাতায় এটি শীর্ষ গল্পে পরিণত হয়।

টেরোরিস্টইজরায়েল

@জালালএকেজোজো: #টেরোরিস্টইজরায়েল টুইটারে ১ নম্বর জনপ্রিয় গল্প

এই হ্যাশট্যাগ ব্যবহার করা টুইটের বিষয়বস্তু বিভিন্নরকম।

কিছু কিছু টুইটে তথ্য ও পরিসংখ্যান রয়েছে:

@মেডইননাবলুস:#টেরোরিস্টইজরায়েল লক্ষ লক্ষ ফিলিস্তিনির স্বদেশ প্রত্যাবর্তনের অধিকার অস্বীকার করেছে। বিশ্বব্যাপী প্রতি ৩ জন উদ্বাস্তুর ১ জন ফিলিস্তিনী।

….. অথবা পূর্ববর্তী আক্রমণের উল্লেখ করেছে:

@MarahMajed: ضرب مدارس قطاع غزة اثناء الحرب بالصواريخ و الفسفور المحرم دولياً والتي كانت تمتلىء بالمدنيين الغزيين
যুদ্ধে বোমাবর্ষণের সময় গাজা ভূ-খন্ডের স্কুলগুলো মিসাইল এবং বেসামরিক নাগরিকে পরিপূর্ণ। এতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ফসফরাস ব্যবহৃত। #টেরোরিস্টইসরায়েল ‏

…… আবার অন্যান্য টুইটগুলোতে শক্তিশালী ছবি রয়েছে::

@আন্জুমকিয়ানি: হতে পারে আপনার বোন, আমার বোন! #টেরোরিস্টইজরায়েল ছবি তোলে এবং ছাত্রদের ভয় দেখায় #ফিলিস্তিন #গাজা-তে

Israeli soldiers posing with a young Palestinian hostage.

একজন তরুণ ফিলিস্তিনি বন্দির সাথে ইজরাইলি সৈন্যরা।

…বিভিন্ন ভাষায় আরো অনেক আবেগপ্রবণ এবং সমর্থনসূচক টুইটের কথা বলাই বাহুল্য:

@Nortencabronado: El mundo encontrara la paz cuando Palestina sea libre y reconocida como un País. Viva palestina Viva Gaza Viva la PAZ!

প্যালেস্টাইন যখন মুক্ত এবং একটি দেশ হিসেবে স্বীকৃত হবে তখন বিশ্ব শান্তি খুঁজে পাবে। প্যালেস্টাইন জিন্দাবাদ, গাজা জিন্দাবাদ, শান্তি জিন্দাবাদ!

অনেক টুইটার ব্যবহারকারী মনে করতেন যে সবসময় প্যালেস্টাইনের অনুকূল বিষয় সেন্সর এবং বিশ্বব্যাপী ট্রেন্ডিং প্রতিরোধ করা হয়। তাই এবারের সাফল্যে তারা বিস্মিত।

@ওয়াফাএফটি: সত্যি সত্যি #টেরোরিস্টইজরায়েল চাউর (ট্রেন্ডিং) হওয়াতে তারা স্তম্ভিত এবং টুইটার এটা ঘটতে দিবে বলে মনে করেনি

তবে বিশ্বব্যাপী চাউর হওয়া এটা প্রথম কোন ফিলিস্তিনি হ্যাশট্যাগ নয়। মাত্র কয়েক সপ্তাহ আগে টুইটারে সক্রিয় কর্মীরা ফিলিস্তিনী বন্দী খাদের আদনান-এর বিষয়টি প্রচার করেছিল। তার বিষয়ে দৈনিক একটি করে প্রতিদিন ভিন্ন ভিন্ন হ্যাশট্যাগ তৈরী হতো এবং প্রতিদিনই যে কোন প্রকারে বিশ্বব্যাপী চাউর হয়ে যেত। বর্তমানে হানা শালাবির অনশন ধর্মঘটের ২৪তম দিনে তার পক্ষে প্রচারণার জন্যে একই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .