এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়ার বিক্ষোভ ২০১১/১২-এর অংশ।
আজ ১৫ মার্চ, ২০১২ সিরিয়ার উত্থান শুরুর প্রথম বার্ষিকী। এক বছর পরে আসাদ শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক দোটানার মাঝে সিরিয়ার বিরোধীদের চলতে থাকা সংঘর্ষের অংশ হিসেবে দামেস্ক এবং দারায় বিক্ষোভ শুরু হয়েছে।
সিরিয়াবাসী এবং তাদের মিত্ররা টুইটারে আজকের দিনটিকে সম্মান জানাতে, দেশটির শহীদদের স্মরণ করতে এবং পেছনের এক বছরের কথা আলোচনা করতে #সিরিয়া এবং #১৫মার্চ হ্যাশট্যাগ ব্যবহার করেছে।
@সিরিয়াস্লাইজানাa: আজ #সিরিয়ায় #১৫মার্চ… এক বছর আগে একটি মর্যাদাশীল ও মুক্ত সিরিয়ার জন্যে সংগ্রামের সময়ে করা সেই প্রতিশ্রুতি আমরা আজও ধারণ করি।
@আমালহানানো: #১৫মার্চ চুড়ান্তভাবে আমরা জেনেছি সিরিয়া মানে কি। আগামী বছর আপনি এদিন সরকারী ছুটিতে থাকবেন। ঈদ থাওরাত আল-কারামেহ #সিরিয়া
@জুডিহোমস:#১৫মার্চ অথচ সিরিয়াবাসী হিসেবে আমরা এখনও #সিরিয়াতে আমাদের মৌলিক মানবাধিকারের জন্যে লড়াই করছি। আমাদের ১০ সহস্র শহীদ শান্তিতে থাক।
@রাঘদাসালামা:এক বছর আগে সিরিয়াবাসীরা তাদের স্বাধীনতার পথে যাত্রা শুরু করেছে। ১০০০০এর বেশি জীবন হারিয়ে গিয়েছে। আর আমরা তা দেখছি। #সিরিয়া
@মেস্যালুন: আমি লন্ডনে আমার প্রথম শাসকগোষ্ঠী বিরোধী বিক্ষোভের কথা মনে করতে পারি। এর আগে আমি নিজেকে এর চেয়ে বেশি জীবন্ত ও সুখি অনুভব করিনি।
@ডার্থনাদের:আশা দিয়ে শুরু হলেও তা কঠিন বাস্তবতায় পরিণত হয়েছে, জনগণ বুঝতে পারছে ভিন্নমতাবলম্বীদের পিষে দিতে শাসকগোষ্ঠী কতদূর যেতে পারে। #১৫মার্চ
@আবুহাতেম:এক বছর আগে আমি সিরিয়া সম্পর্কে খুব আশাবাদী ছিলাম, আমার (এখন) মিশ্র অনুভুতি এবং আমি কঠিন চ্যালেঞ্জটি সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু বিপ্লবটিকে এখনও সমর্থন করি।
@রাজনস্পিক্স: আমি এখন আমার মধ্যে ‘কাব্যিক’ কিছু আনতে পারি না, কারণ বাস্তবতা এখন সুদূর পরাহত। #সিরিয়া
এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়ার বিক্ষোভ ২০১১/১২-এর অংশ।