জার্মানীঃ মেইল পর্যবেক্ষণ #বম্ব(ই) নামক বিস্ফোরণ

শনিবার, ২৫ ফেব্রুয়ারির ২০১২-এর সকাল বেলা সংবাদ [ জার্মান ভাষায়] ছড়িয়ে পড়ে যে, ২০১০ সালে জার্মান গোয়েন্দা সংস্থা, দেশটির ইমেইল যোগাযোগ মাধ্যমের উপর ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। সংবাদে জানা গেছে সন্ত্রাসবাদ, চোরাচালান এবং প্রাচুর্য্যের বিষয়ে ৩৭ মিলিয়ন ( তিন কোটি ৭০ লক্ষ) ইমেইলের উপাদান ফিল্টার এবং পরীক্ষা করা হয়েছে।

প্রায় ২,০০০ অনুসন্ধান বিষয়ক পদাবলীর ( সার্চ টার্ম) মধ্যে প্রচার মাধ্যম একটিকে আলাদা করেছে, যে শব্দটি কেবল ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেনি, একই সাথে অনেকে তা নিয়ে সৃষ্টিশীল খেলায় মেতে উঠেছে, যে শব্দটির নাম “বোমা”।

সাংবাদিক রিচার্ড গুথজার যুক্তি প্রদান করেছেন যে গোয়েন্দা সংস্থা অনেক বেশী সচেতন এবং তিনি তার ব্লগে [জার্মান ভাষায়] তিনি ইমেইল যোগাযোগের উপর নজরদারির ফলাফলের বিষয়ে উল্লেখ করেন:

Respekt: Unter den 37 Millionen abgefangenen Mails 2010 waren immerhin 213 Personen, die bei ihrer Steuererklärung gemogelt, Marihuana geraucht oder ihre Strafzettel nicht bezahlt haben. Soll noch einer sagen, Rasterfahndung liefere keine Ergebnisse.

শ্রদ্ধার সাথে:২০১০ সালে ৩কোটি ৭০ লক্ষ ইমেইল –এর উপর খবরদারির মাধ্যমে জানা গেছে ২১৩ জন নাগরিকের মধ্যে কয়েকজন তাদের আয়কর দাখিলের বিষয়ে প্রতারণা করেছে, মারিজুয়ানা নামক মাদক গ্রহণ করেছে অথবা ট্রাফিক পুলিশ তাদের যে জরিমানা ধার্য্য করেছিল, তারা তা প্রদান করেনি। কখনোই বলা হয়নি যে। এই কম্পিউটার অনুসন্ধান কেবল অশ্বডিম্ব প্রসব করেছে।

নেটজপলিটিক ব্লগের মার্কাস বেকডাহাল, অনেক ব্যবহারকারীর বিস্ময়ের প্রতি বিস্ময় প্রকাশ করেছে [জার্মান ভাষায়]:

Geschockt und überrascht? Verschlüsselte Kommunikation via Mail und Jabber sichern die eigene Privatsphäre besser.

ধাক্কা খাওয়া এবং বিস্মিত হওয়া? ইমেইলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত হয়ে যাওয়া এবং জ্যাবার [ওপেন সোর্স ইন্সট্যান্ট মেসেজিং সফটওয়্যার ] এর ব্যবহারের বদলে, নিজস্ব যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করা।

শনিবার বিকাল বেলা পর্যন্ত #বম্বই নামক হ্যাশট্যাগ ছিল জার্মানীর আলোচিত বিষয়। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর পরই টুইটারে আসা কিছু প্রতিক্রিয়া নিচে প্রদান করা হল।

@পলেচিনজার লিখেছে [জার্মান ভাষায়]:

@cjakubetz @videopunk @heiko Das ist ja heute Morgen schon eine #Bombe-nstimmung!

@সিজ্যাকউবটজ @ভিডিওপাঙ্ক @হেইকো, আজ সকালে একটা বোমা বিস্ফোরিত হল #বম্ব!

@হাউসওহনেফেনস্টার রসিকতা করেছে [জার্মান ভাষায়]:

Manchmal schreibe ich in meine Emails absichtlich Wörter wie Bombe, Rakete und Terror, damit wenigstens der Verfassungsschutz sie liest.

অনেক সময় বোমা, ক্ষেপণাস্ত্র এবং সন্ত্রাস-এর মত শব্দ লিখে থাকি, যাতে সংবিধান সংরক্ষণ অধিদপ্তর তা পাঠ করতে পারে.

@আইআরএম_টি ডাব্লিউমন্তব্য করেছে [জার্মান ভাষায়]:

#bombe trendet auf Platz 1. BND und MAD ratlos. Beantragen Budget für neue Technik, um auch noch sämliche tweets durchsuchen zu können.

#বম্বই আলোচনায় প্রথম স্থানে আছে । বিএনডি [ফেডারেল ফরেন ইন্টেলিজেন্সি এজেন্সি] এবং ম্যাড [ ফেডারেল মিলিটারি কাউন্টার ইন্টেলিজেন্সি] বিস্ময়ে হতবাক। তার নতুন এক বাজেটের জন্য অনুরোধ জানিয়েছে যাতে তারা সকল টুইটার অনুসন্ধান করে দেখতে পারে।
Wingdings Bomb (Picture by Twitter user @Olaf_HB on Twitpic)

বিস্ফোরিত বোমা (টুইটপিকে রাখা এই ছবিটি টুইটার ব্যবহারকারী@ ওলাভ_এইচবি-এর)

টুইটার ব্যবহারকারী @ওলাফ_এইচবি একটি ছবি পোস্ট করেছেন [জার্মান ভাষায়] :

die tägliche #BOMBE ! / the daily #BOMB ! *hehehe* 😉 @lieselm twitpic.com/8pcndw

দৈনিক বোমাবাজি #বম্বই! *হেহেহে* 😉 @লিয়েসলেম twitpic.com/8pcndw

@লিঙ্কসগুরেন জিজ্ঞাসা করেছেন [জার্মান ভাষায়]:

@netzpolitik Hui, da darf man wohl das Wort Sex-Bombe nicht mehr benutzen?

@নেটজপলিটিক ওহোয়া, এর মানে কি আপনি যৌন বোমা শব্দটি আর ব্যবহার করতে পারবেন না?

@প্যাট্রিকলবাচের এই ধরনের কাজের সফলতার বিষয়ে সন্দেহ পোষণ করেছে [জার্মান ভাষায়]:

Sehr schön Herr Geheimdienst: Denke auch, dass Gangster über das schreiben, was sie konkret vorhaben – bestimmt! http://bit.ly/ySZ5dj #bombe

খুব ভাল, জনাব গোয়েন্দা সংস্থা। আমি পুরোপুরি মনে করি যে অপরাধীরা যে পরিকল্পনা করে তা হুবহু লিখে ফেলে-নিসন্দেহে! http://bit.ly/ySZ5dj #bombe

@কিস্ট্রিন, এই উদ্যোগে যে পরিমাণ শক্তি ব্যায় করা হয়েছে, তাতে মুগ্ধ [জার্মান ভাষায়]:

Wieviele Geheimdienstler wohl wie lange damit verbracht haben diese Mails zu lesen? Wie bei der Stasi damals für nix. Was das kostet #Bombe

এই সমস্ত ইমেইল পাঠ করতে কতজন গোয়েন্দার কতটুকু সময় ব্যায় হয়েছে? আগেকার সেই স্টাসির মত (পূর্ব জার্মানীর গোয়েন্দা পুলিশ), অনেকটা অকারণে এই উদ্যোগ। এই (#বম্বই) বোমা অনুসন্ধানে কত টাকা ব্যায় হল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .