ব্রাজিলঃ ল্যাটিন আমেরিকার অপ্রতুল জেল ব্যবস্থা

ল্যাটিন আমেরিকানিস্ট ব্লগ সম্প্রতি ঘটে যাওয়া ল্যাটিন আমেরিকার কারাগার ব্যবস্থার সংকটগুলো নিয়ে উদ্বিগ্ন: হন্ডুরাসের জেলে আগুনে শত শত লোক নিহত হয়েছেন, মেক্সিকোর জেলে রায়ট আর পেরুতে পালিয়ে যাওয়া বন্দীর ঘটনা। এই সকল ঘটনা মহাদেশের অন্যান্য দেশকে তাদের জেলের ব্যবস্থা নিয়ে পুনরায় গভীরভাবে ভাবতে বাধ্য করছে, কিন্তু এর ফলে কি অর্থবহ সংস্কার হবে নাকি একই ধরনের দূর্ঘটনা আবার ঘটবে?

তাদের পোস্ট “একটা ট্রাজেডির ধারাভাষ্যতে” তারা একটা তথ্যচিত্র থেকে নিম্নের অংশ তুলে ধরেছে ব্রাজিলের কারাগার ব্যবস্থার সমস্যা নিয়ে যার মধ্যে অতিরিক্ত বন্দীর চাপ আছে। ভিডিও চিত্র পর্তুগিজ ভাষায় ইংরেজী সাবটাইটেল সহ:

আদেল রিভস আর লিয়েন্দ্রো ভিলাকা পরিচালনা আর প্রযোজনা করেছেন “ব্রাজিলের সূর্যের নীচে” নামক প্রামাণ্য চিত্রটি। এটায় কারাগার ব্যবস্থার সম্ভাব্য সকল দিক নিয়ে বলা হয়েছে, যেখানে বর্তমান আর পূর্বের বন্দীদের, তাদের পরিবার, রক্ষী, পুলিশ অফিসার, কারা প্রধান, মানবাধিকার দল আর অন্যান্যদের সাক্ষাতকার নেয়া হয়েছে। তাদের প্রামাণ্য চিত্রের ট্রেলার থেকে বর্ণনা নীচে রয়েছে:

এই প্রামাণ্য চিত্র দেখা আবশ্যক কেবল মাত্র এই কারণে না যে এটা সত্য আর চাছাছোলা ভাবে ব্রাজিলের কারা ব্যবস্থা তুলে ধরেছে, বরং এই কারণেও যে এটায় গভীরভাবে আলোচনা করা হয়েছে এটা কেন এবং কি করে হচ্ছে আর একই সাথে ভবিষ্যৎে পরিবর্তনের জন্য কি করা যেতে পারে।

“ব্রাজিলের সূর্যের নীচে” প্রামান্যচিত্র ইউটিউবে পাওয়া যাবে, নীচে এর প্রথম অংশঃ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .