- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কঙ্গো প্রজাতন্ত্র: ব্রাজাভিলের অস্ত্রগুদাম বিস্ফোরণে আতংক সৃষ্টি

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, কঙ্গো রিপাব্লিক, তাজা খবর, দুর্যোগ, নাগরিক মাধ্যম

৪ মার্চ ২০১২, রবিবার স্থানীয় সময় সকাল আটটায় ব্রাজাভিলের প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এমপিদা এলাকায় অস্ত্রগুদামে কমপক্ষে চারবার বিস্ফোরণ ঘটে। এতে কাছের বাড়িঘর ভেঙ্গে পড়ে। নগরজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই প্রতিরক্ষামন্ত্রী জাতীয় টেলিভিশনে নিচের ঘোষণা দেন:

C'est juste un incident provoqué par l'incendie du dépôt de nos munitions. C'est pourquoi il y a eu des détonations. Certaines maisons ont été touchées par des éclats, leurs tôles envolées et des vitres brisées. C'est l'incendie du régiment blindé, lieu où nous conservons nos munitions, qui est à la base de tous ces dégâts. Pendant que je vous parle ici, nos experts se sont déployés sur le terrain pour éteindre le feu. Nous prendrons des mesures pour que les incidents de ce genre ne surviennent plus dans l'avenir. Nous présentons nos excuses aux hommes et aux femmes, à tous les frères et soeurs, pour ce trouble à la paix : des gens étaient paniqués, allant de gauche à droite. Nous vous prions de regagner vos domiciles car l'incident est maîtrisé. Nous vous rassurons qu'il ne s'agit pas d'une mutinerie, encore moins d'un coup d'Etat. Il s'agit juste d'un malheureux incident que nous regrettons. Nous avons appris aussi qu'il y a des blessés – ils ne sont pas nombreux – dus à ces éclats. Nous le regrettons.

আমাদের অস্ত্রগুদামে এটা একটা নিছক দুর্ঘটনা, যা আগুন থেকে উদ্ভূত হয়েছে। এই কারণেই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে কিছু বাড়ির ছাদ উড়ে গেছে, জানালার কাচ ভেঙ্গে পড়েছে। আমাদের সামরিক গুদামে বিস্ফোরণ হওয়ায় সেখানকার সব গোলাবারুদ নষ্ট হয়ে গেছে। আমরা বলছি, আমাদের বিশেষজ্ঞ দল আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আমরা এটাও নিশ্চিত করছি যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। বিস্ফোরণের আতংকে শান্তি ভঙ্গ হওয়ায় আমরা সকল নারী-পুরুষ, ভাই-বোনদের কাছে ক্ষমা চাচ্ছি। আগুন নিয়ন্ত্রণে আসায় সকলকে বাড়ি ফেরায় অনুরোধ জানাই। সবাইকে নিশ্চিত করছি, এটা ক্যু কিংবা সামরিক বিদ্রোহ নয়। এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এর জন্য আমরা দু:খিত। কিছু প্রাণহানির মধ্য দিয়ে আমাদের শিক্ষা হয়েছে- যদিও খুব বেশি নয় – এই বিস্ফোরণের মাধ্যমে। আমরা দু:খিত।

এই মুহূর্তে কয়জন মারা গেছেন তা পরিষ্কার নয়, তবে কয়েকটি সূত্র থেকে জানা গেছে, প্রায় একশ জনের মতো মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও একশ জন। সরকার প্রথমে উল্লেখ করে, চারজন মারা গেছেন [1], আহত হয়েছেন ডজনখানেক মানুষ। এই সংখ্যাটা সম্ভবত কম। ব্রাজাভিলের ফরচুন এনডোমবি মতে, সংখ্যাটা আরও বেশি। এনডোমবি ফোনের মাধ্যমে লেখকের সাথে যোগাযোগ করে। তিনি ওই সময়ের ঘটনার বর্ণনা দেন (ফরাসি ভাষায়):

Je suis actuellement au CHU de Brazzaville. C'est une catastrophe on n'a jamais vu ça. Il y a encore des feux, beaucoup de maisons sont effondrées, c'est un vrai désastre. on n'arrive pas à expliquer ce qui s'est passé. (…) La situation pas encore maitrisée. Le gouvernment laissait croire qu'il n y a pas de morts, mais il ya plusieurs morts. Les hopitaux submergés. Je déplore que presque toutes les pharmacies soient fermées. Il faudrait les réquisitionner pour que les malades recoivent des médicaments. C'est peut-être demain que nous en saurons un peu plus. Si quelqu'un vous dit que la situation est maitrisée, ce sont des mensonges.

আমি বর্তমানে ব্রাজাভিলের ইউনিভার্সিটি হাসপাতালে আছি। এ ধরনের দুর্যোগ আমি আগে কখনো দেখিনি। এখনো আগুন জ্বলছে। বাড়িঘর ভেঙ্গে পড়েছে। এটা সত্যিকারের একটা দুর্যোগ। আমরা বর্ণনা করতে পারবো না কী ঘটেছিল। (…)। বিস্ফোরণ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নি। সরকার ধারণা দেয়ার চেষ্টা করছে, সেখানে কেউ মারা যায় নি। সেখানে বেশ কিছু মৃত্যু’র ঘটনা ঘটেছে। হাসপাতাল ভরে গেছে। আমি দু:খিত যে, সব ঔষধের দোকান বন্ধ। তারা আসলে রোগীরা প্রয়োজনীয় ঔষধপত্র পাবে। পরিস্থিতি সম্পর্কে আগামীকাল সম্ভবত আমরা অল্প কিছু জানতে পারবো। কেউ যদি আপনাকে বলে থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তাহলে সে মিথ্যা বলেছে।

পরিস্থিতির এই চিত্র টুইটার ব্যবহারকারী @বারবিকারটার [2]সবার সাথে শেয়ার করেছেন। তিনি লিখেছেন:

@BaaRbieCaRteR [3]:  4 morts 24 blessés !! Vous vous foutez de la gueule de qui ????! Ya plus de 300 morts ! On se croirait en Irak

চারজন নিহত, ২৪ জন আহত হয়েছেন। কে এই কৌতুক করছে? চারশ জনের বেশি মানুষ সেখানে মারা গেছে। মনে হচ্ছে এখানে ইরাক কাণ্ড হয়েছে।

তিনি নিচের ছবিটিও পোস্ট করেন। ছবিটি দ্বিতীয় বিস্ফোরণের সময় তোলা:

[4]

ব্রাজাভিলের দ্বিতীয় বিস্ফোরণ। বারবিকারটারের টুইটার থেকে ছবিটি নেয়া।