ভেনিজুয়েলা: “বন্দুকের বদলে ক্যামেরায় শুট করা”

এ্যালবার্টো রোহাস নিজেকে “ শহুরে অপেশাদার ফোটোগ্রাফার” বলে অভিহিত করে থাকেন, কিন্তু তার ব্লগ কারাকাস শট -এ যে সব ছবি পোস্ট করেছে তা দেখলে মোটেও মনে হয় না যে তিনি অপেশাদার এক ফোটোগ্রাফার। নিজের ব্লগ সম্বন্ধে তিনি বর্ণনা করেছেন এভাবে:

[…] খুব বাজে ভাবে নকল করা, অথবা বলা যায় এম এস গোপাল (ধন্যবাদ ভাই), -এর মুম্বাই পসড ব্লগ দ্বারা অনুপ্রাণিত, কিন্তু এর মত পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। যাই হোক, আমিও একই রকম কিছু করার চেষ্টা করব। বন্দুকের গোলাগুলিতে ভরা একটি শহরে, সৌন্দর্য্য-কে ক্যামেরায় ধারণ করা খুব সহজ, আর তার জন্য একটা ছবি তোলার সাধারণ ক্যামেরা অথবা মোবাইল-এর ক্যামেরাই যথেষ্ট।

তার বাণী হচ্ছে “বন্দুকের বদলের ক্যামেরা দিয়ে শুট করা”, এ্যালবার্টোসের উদ্দেশ্য হচ্ছে কারাকাসের বন্ধুত্বপূর্ণ পরিবেশের দৃশ্য প্রদর্শন করা, যা ভেনিজুয়েলার রাজধানী। তার পোস্ট “ফ্লাইং বাগস” আমাদের প্রদর্শন করছে যে কারাকাসের বস্তির ছেলেরা ঘুড়ির বদলে প্লাষ্টিকের ব্যাগ উড়াচ্ছে:

Flying bags

এ্যালবার্টো সম্প্রতি চীনাদের তৈরী চীনামাটির তৈজসপত্রের বাজারের দৃশ্য ধারণ করেছেন:

Banner reads: "Every day, everything on sale"

ব্যানারে লেখা আছে; প্রতিদিন, সবকিছু বিক্রির জন্য

কারাকাসের কিছু দেওয়াল চিত্রের ছবি এখানে তুলে ধরা হল:

প্রাণীদের এক আশ্রয়শালা:

এবং আরো অনেক ছবি

কারাকাসের আরো অনেক ছবি অসাধারণ ছবির সরাসরি গ্রাহক হবার জন্য কারাকাস শট ফিড সাবস্ক্রাইব করুন এবং (@চামোরহাস) এবং পিনটেরেস্ট-এর মাধ্যমে এ্যালবার্টোসকে টুইটারে অনুসরণ করুন।

এই পোস্টের সকল ছবি এ্যালবার্টো রোহাস-এর অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .