ফিলিস্তিনঃ যুব কর্মী ফাদি কুরান ইজরায়েলি কারাগার থেকে মুক্ত

ফিলিস্তিনের যুব কর্মী ও স্ট্যানফোর্ড এলামনাই ফাদি কুরান

ফিলিস্তিনের যুব কর্মী ও স্ট্যানফোর্ড এলামনাই ফাদি কুরান, ছবি- জেফ মেন্ডেলম্যান-এর অনুমতিক্রমে

ফিলিস্তিনী যুব কর্মী ফাদি কুরান ইজরায়েলি কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। এক ডজনের বেশি টুইটার ব্যবহারকারী তাঁর এ মুক্তির সংবাদে আনন্দ প্রকাশ করে বার্তা প্রেরণ করেছেন।

ফিলিস্তিনি সাংবাদিক দাউদ কুত্তাব টুইটারে তাঁর গ্রেফতারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন:

@দাউদকুত্তাব:
আরও ২ জন ফিলিস্তিনির সাথে ইজরায়েলিরা আমেরিকান ফিলিস্তিনী অহিংস কর্মী @ ফাদি কুরানকে ইসরাইলের ভেতরে নিয়ে গেছে। এ বিষয়ে মার্কিনিদের কোন মাথা ব্যথা নেই!!!। # ফ্রি ফাদি

একজন ইজরায়েলি পুলিশকে ধাক্কা দেওয়ার অপরাধে কুরান তাঁর জন্মদিন ২৩ ফেব্রুয়ারি, ২০১২ তারিখে হেবরন থেকে গ্রেফতার হন। গ্রেফতারের সময় ফাদি তাঁর সঙ্গীদের সাথে হেবরনের সুহাদা সড়ক বন্ধের প্রতিবাদ জানাচ্ছিলেন। এ সড়কটি শহরের অন্যতম একটি ব্যস্ততম সড়ক যেখানে এক দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের চলাচল নিষিদ্ধ।

নিউ ইয়র্ক ভিত্তিক ‘ইন্সটিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্টান্ডিং’ কুরানের গ্রেফতারের ভিডিওটি ইউ টিউবে আপলোড করেঃ

সামাজিক প্রচারমাধ্যমের নেটওয়ার্কগুলো দ্রুতই কুরানের গ্রেফতারের বিষয়ে প্রতিক্রিয়া জানায়। ফাদি কুরানকে মুক্ত কর- শিরোনামে শুক্রবারেই একটি ফেসবুক পাতা খোলা হয়। একাত্মতা প্রকাশের জন্য কুরানের বন্ধু-বান্ধব ও সমর্থকেরা বিভিন্ন সামাজিক প্রচার মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে তাদের প্রচ্ছদ ছবি পরিবর্তন করেন। ফাদির গ্রেফতার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ফাদির স্ট্যানফোর্ড সহপাঠীরা গত ২৬ ফেব্রুয়ারি ফ্রিফাদি.অর্গ নামে একটি ওয়েবসাইট তৈরী করেছে। টুইটারে তাঁর গ্রেফতারের খবর ও গ্রেফতার পরবর্তী মুক্তির খবর #ফ্রিফাদি হ্যাশট্যাগ যোগ করে প্রকাশ করা হয়।

স্ট্যানফোর্ড ছাত্রী লায়লা কালাফ চেঞ্জ.অর্গ এ ফাদির মুক্তির জন্য অনলাইন দরখাস্ত লিখেন।

২০১০ সালের নভেম্বরে আয়োজিত নন ভায়লেন্ট ফ্রিডম রাইডস এ ফাদি  কুরান অন্যতম একজন সদস্য ছিলেন।

Palestinian Freedom Riders

ফিলিস্তিনি ফ্রিডম রাইডারস

আন্দোলনের এ মডেলটি গৃহীত হয় ১৯৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিযুক্তিকরণ বিরোধী আন্দোলন থেকে। এ ক্ষেত্রে ফিলিস্তিনিরা পশ্চিম তীর থেকে জেরুজালেম পর্যন্ত মুক্তভাবে ভ্রমণের বিষয়ে বিরাজিত বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .