জর্দানঃ আম্মান, বরফ-এর দিনগুলোকে স্বাগত জানালো

জর্দানে এক রুক্ষ শীতকালের মাঝে, যখন বাতাসে সামান্য আশার ছোঁয়া, তখন জর্দানের নাগরিক এক স্বস্তি খুঁজে পায় বরফ পড়া এক বৃহস্পতিবারে, এটাকে তারা সপ্তাহের শেষে এক দীর্ঘ বরফ শুভ্র ছুটি বানিয়ে ফেলে, আনন্দে উত্তেজনায় টুইট করে ও বরফে ঢাকা আশেপাশের এলাকার এবং বরফ দিয়ে তৈরী মজার মজার সব চরিত্রের ছবি সবার সামনে তুলে ধরেছে । এটা ছিল এক সাপ্তাহিক ছুটির দিন, বাঁধাহীন ভাবে খেলার দিন এবং গতানুগতিক সব বিধিনিষেধ এবং নিজের উপর তৈরি করা সকল বিধিনিষেধ, বিভ্রান্ত, নিয়ন্ত্রণ এবং বিচার থেকে মুক্ত করার দিন। সৃষ্টি এবং পুনরায় সৃষ্টির স্বাধীনতার দিন যা মানব মনের সৌন্দর্যের সুগন্ধ প্রস্ফুটিত করে- যদি মাত্র কয়েকটি দিন বরফ পড়ে, তাহলে সবাই এক ছুটিকে স্বাগত জানায়

নীচে বেশ কিছু ছবি প্রদান করা হল যা নেট নাগরিকরা সবাইকে প্রদর্শন করেছে:

মাত্র কয়েক ইঞ্চির বরফে সব ঢেকে গেছে। ছবি মোহাম্মদ মাগায়াদার-এর:

এক নির্জনে, ছবি এহাব ওথমান-এর:

লুমাকিউ টুইট করেছে :

ডাবুক এবং খালদা এলাকায় প্রচুর বরফ পড়েছে, মনে হচ্ছে এ যেন এক ভিন্ন কোন দেশ।

এবং রীম আল-মাসরি তার সৃষ্টি বরফের মানুষটিকে মাথার উপর দাঁড় করিয়েছেন:

এই পোস্টে আমি আমার প্রিয় সকল বরফের সৃষ্টি চরিত্রকে একত্রিত করেছি। এদিকে বিআম্মান, আমানের বরফ পড়ার এই সমস্ত ছবিগুলোকে ক্রাউড সোর্স করেছে এবং ৭আইবিবের-এ রিম মান্নার মজার ছবিগুলো দেখতে পাবেন

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .