বিশ্ব: সিরিয়ার একনায়কের বিরুদ্ধে বিশ্ব জুড়ে এক মিছিল

এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

২০১১ সালের মার্চে যখন স্বাধীনতা এবং ন্যায়বিচারের দাবিতে সিরীয় নাগরিকরা রাস্তায় নামতে শরু করে তখন এটি কল্পনা করা কঠিন ছিল যে এক বছর পরে শাসকগোষ্ঠী হাজার হাজার জনগণকে হত্যা এবং অসংখ্য আরো অনেককে নির্যাতন ও গ্রেপ্তার করবে। ফেব্রুয়ারির শুরু থেকে হোমস্ শহর অবরুদ্ধ। এর গোটা জনগোষ্ঠীর বিরুদ্ধে এমন এক নজিরবিহীন কোঠর ব্যবস্থা চলছে যাতে প্রতিদিন ১০০ জন মৃত্যুবরণ করছে

আন্তর্জাতিক শক্তিগুলো আসাদ শাসকগোষ্ঠীর উপর চাপ সৃষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে একমত নয়। তবুও সিরীয় নাগরিকদের প্রতি বিশ্বের নাগরিকদের সংহতি বৃদ্ধি পাচ্ছে এবং সিরিয়ার বিপ্লব বার্ষিকীতে পৌঁছাতে পৌঁছাতে এটির প্রতি আরো সমর্থন যোগানোর সম্ভাবনা রয়েছে।

সিরিয়ার জন্যে গ্লোবাল মার্চ শীর্ষক উদ্যোগটির লক্ষ্য হল সারা বিশ্বের মানুষকে ১৫, ১৬ এবং ১৭ মার্চ সিরিয়ার জনগণের সংগ্রামের সমর্থনে রাস্তায় নিয়ে আসা। “একটি একনায়কের বিরুদ্ধে” শীর্ষক ভিডিওটিতে প্রচারাভিযানটি ব্যাখ্যা করা হয়েছে। এটি অনলাইন ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে:

ইতোমধ্যেই ১৬টি শহরে সিরিয়া জন্যে মার্চের পরিকল্পনা করা হয়েছে এবং প্রতিদিনই তালিকাটি বাড়ছে। একটিভিস্টরা অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে সিরিয়ার নাগরিকদের পক্ষে দাঁড়ানোর জন্যে বিশ্বব্যাপী নাগরিকদের উৎসাহিত করতে বিভিন্ন মার্চের তথ্য দিয়ে একটি ফেসবুক ইভেন্ট তৈরি করেছে:

সিরিয়ার বিপ্লব শুরুর একটি বছর। শান্তিপূর্ণ বিক্ষোভ ও নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার একটি বছর। রক্তক্ষয়ী একটি বছর। মহামন্দার বিরুদ্ধে সাহসী অবস্থানের একটি বছর। কিন্তু সিরিয়ার জনগণ শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত, স্বাধীনতা ও মর্যাদা অর্জন না হওয়া পর্যন্ত, না থামার শপথ নিয়েছে। আসুন ১৫-১৭ মার্চ, ২০১২ অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে সিরিয়ার পক্ষে দাঁড়াই আর ১৫ মার্চ, ২০১১ সাল থেকে হাজার হাজার উৎসর্গিত জীবনকে এক মূহুর্ত স্মরণ করি।

মিছিলের তালিকাটি (অনুগ্রহ করে আপনারটি ফেসবুক ইভেন্টে এবং এই পোস্টটির একটি মন্তব্য হিসাবে যোগ করুন) নিম্নরূপ::

এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .