বাহরাইন: টুইটারে #হাঙ্গরি৪(ফর)বিএইচ বিশ্বব্যাপী এক আলোচিত বিষয়ে পরিণত হয়েছে

এই পোস্টটি বাহরাইনের বিক্ষোভ ২০১১ –এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

গত বছরের ১৪ ফেব্রুয়ারি দেশে গণজাগরণ শুরু হওয়ার পর থেকে অনলাইনে সক্রিয় বাহরাইনীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।এক বছর পরেও জনগণ বিক্ষোভকারী, সক্রিয় কর্মী এবং অন্যান্য যারা স্বাধীনতা এবং সমতার জন্যে কথা বলেছেন এবং এর দাবি করেছেন তাদের বিরুদ্ধে শাসকগোষ্ঠীর অব্যাহত লঙ্ঘনগুলোকে লিপিবদ্ধ করে নাগরিক সাংবাদিকের ভূমিকা পালন করতে এখনো কীবোর্ডে ফিরে যান।

শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের কারণে বাহরাইনের মানবাধিকার কর্মী আব্দুলহাদি খাজা তার জনগণের কাছে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বিবেচিত। তিনি বেশ কয়েকবার কারারুদ্ধ হয়েছেন, নির্বাসনে গিয়েছেন এবং উপসাগরীয় মানবাধিকার কেন্দ্রবাহরাইন মানবাধিকার কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন যে দুটোরই প্রধান তার সহযোগী কর্মী নাবিল রজব

খাজা তার দেশবাসীর সংগ্রামকে পরিচিত করেছিলেন এবং ‘শাসকগোষ্ঠী উৎখাত প্রচেষ্টার জন্যে’ তাকে যাবজ্জীবন কারাদণ্ড- দেয়ার সরকারি সিদ্ধান্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার সম্মুখীন হয়েছিল।

#Hungry4BH trends worldwide on Twitter

টুইটারে #হাঙ্গরি৪(ফর)বিএইচ বিশ্বব্যাপী এক আলোচিত বিষয়ে পরিণত হয়েছে

দেশে বিদ্যমান মানবিক সঙ্কটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের অনলাইন প্রচেষ্টার পাশাপাশি গণতন্ত্রমুখী আন্দোলনে সমর্থন এবং অংশগ্রহণের কারণে গ্রেফতারকৃত, উৎপীড়িত এবং কারাদণ্ডে দণ্ডিতদের মুক্তির দাবিতে বাহরাইনীরা ধারাবাহিক অনশন ধর্মঘটেরও আয়োজন করেছে।

পূর্বে এসব করে চিকিৎসকেরা জামিন পেলেও তাদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। অভিযুক্ত হলে তাদের পাঁচ থেকে ১৫ বছরের কারাভোগ করতে হবে। তারা সরকারি বাহিনীর আক্রমণে আহতদের চিকিৎসার অপরাধ স্বীকার করেছে করেছে।

খাজা এবং আরো কয়েকজন বন্দী অনশন ধর্মঘট করছে। এই শনিবার ছিল তাদের অনশনের ১৬তম দিন। টুইটার ব্যবহারকারীরা জানান, খাজার স্বাস্থ্যের অবনতি হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

অনশন ধর্মঘটকারী বন্দীদের সঙ্গে সংহতি জানাতে বাহরাইনীরা কয়েক দিন ধরে হ্যাশট্যাগ #হাঙ্গরি৪(ফর)বিএইচ ব্যবহার করে টুইট করার পরিকল্পনা করে, এটাকে বিশ্বব্যাপী একটা হুজুগে পরিণত করে তাদের দেশের বন্দীদের দুর্দশা উপর আলোকপাত করার জন্যে। বাহরাইনের ছোট্ট জনসংখ্যার জন্যে এটি অসম্ভব মনে হলেও, আন্তর্জাতিক টুইট-এর সমর্থন এটাকে ঘটতে সাহায্য করেছে।

পোস্ট করা টুইট গুলোর কয়েকটি এখানে প্রদান করা হল:

Sign protesting for Khawaja back in 2004 posted by @almatrook94

২০০৪ সালে খাজার জন্যে স্বাক্ষরের মাধ্যমে প্রতিবাদ। পোস্ট করেছেন @আলমাতরুত৯৪

@@অ্যাংরিএরাবিয়া: 1st আটকের প্রথম মাসে আমার বাবাকে গুরুতরভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি তাদেরকে অন্যান্য বন্দীদের উপর নির্যাতন বন্ধ করার জন্যে অনশন ধর্মঘট করেছিলেন।

Blogger @angryarabiya joins a protest near UN demanding to release her father (posted by @lady_7oor)

@অ্যাংরিএরাবিয়া জাতিসংঘের কাছে তার বাবার মুক্তির দাবিতে একটি প্রতিবাদে যোগ দিয়েছিলেন, ছবি পোস্ট করেছে (@লেডিথ৭ওওআর-এর পোস্ট)

@বিএ৭রেইনিডিএক্সবিতিনি কোন বৈষম্য করেননি। তিনি সর্বজনীন অধিকার চেয়েছিলেন। তিনি কোন ধর্মীয় বা রাজনৈতিক বিভেদে বিশ্বাস করতেন না। আব্দুলহাদির মুক্তি চাই।

Protesters wearing t-shirts with Khawaja's picture (posted by @Shearer84bh)

@হায়াৎখালাফ:একটি স্কুলে এটা আমার অনশন ধর্মঘটের ৩য় দিন। এটা কষ্টকর হলেও আল খাজার মুক্তি না হওয়া পর্যন্ত আমি থামবো না!

@খাজাস্ট্রাইকচিকিৎসার জন্য আজকে #আলখাজা-কে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিন্তু শিরা সঙ্কুচিত হয়ে যাওয়ায় ডাক্তার তার শিরায় কিছু প্রবেশ করাতে পারছিল না।

ফ্রন্ট লাইন ডিফেন্ডার-এর কর্মীরা নিচের ভিডিওটি পোস্ট করে বলেছেন:

ফ্রন্ট লাইন ডিফেন্ডারদের আয়োজন করা ৬ষ্ঠ ডাবলিন প্ল্যাটফর্মে ৮০টির বেশি দেশের ১৩০ জনের বেশি মানবাধিকার রক্ষাকর্মী বাহরাইনের একটি জেলে যাবজ্জীবন কারাভোগরত তাদের সহকর্মী এবং সাবেক ফ্রন্ট লাইন সদস্য আব্দুলহাদি আল খাজার মুক্তির দাবিতে ডাবলিনের সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ করছে। সৌদি বাহিনী বাহরাইনে প্রবেশে করে দেশটির নিরাপত্তার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে আব্দুলহাদিকে আটক রাখা হয়েছে।

আপনি এখানে ভিডিওটি দেখতে পারেন:

এই পোস্টটি বাহরাইনের বিক্ষোভ ২০১১ –এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .