অস্ট্রেলিয়া: নেতৃত্বের দ্বন্দ্বে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বড় জয় পেয়েছেন

নেতৃত্বের চ্যালেঞ্জে সাবেক এমপি কেভিন রুডের উপর প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের গুরুত্বপুর্ণ বিজয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মতামত জরিপ ভোটারদের মধ্যে রুডের অনেক বেশি জনপ্রিয়তা দেখালেও অস্ট্রেলীয় লেবার পার্টির সাংসদদের (ককাস) মধ্যে উভয়ের ভোটের ব্যবধান ছিল ৭১-৩১।

তিনি কি দলকে ঐক্যবদ্ধ করতে এবং এই নিশ্চয়তা দিতে পারবেন যে বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোটই তার একমাত্র প্রতিপক্ষ?

Image courtesy: Jon Kudelka

ছবি: জন কুডেলকা-এর সৌজন্য

এটি গিলার্ড সরকারের জন্যে একটি পুনরাম্ভ কিনা তা নিরূপণে ব্লগজগত এখন ব্যস্ত। এ বিষয়ে গ্যারি সয়ের-থম্পসন তার প্রগতিশীল ব্লগ পাবলিক ওপিনিয়ন-এ হাতাশা ব্যক্ত করেছে:

নিরাময় সম্পর্কে সব বাগাড়ম্বরকেই একদানা লবণের সাথে গ্রহণ করা উচিৎ। ক্ষতগুলো খুবই কাঁচা এবং গভীর। গিলার্ড সরকার এবং বৃহত্তর অস্ট্রেলীয় নির্বাচকমণ্ডলীর মধ্যে একটি মৌলিক ফারাক রয়েছে। ২০১৩ সালের নির্বাচনে গিলার্ড সরকারের অস্তিত্ব ধ্বংস হয়ে যাওয়ার হুমকির সম্মুখীন। শুধু অ্যাবোট নেতৃত্বধীন বিরোধীদলের গ্রেনেড নিক্ষেপ বৃদ্ধি পাবে।

এই সরকার অবরুদ্ধ। এটা নীতি সংস্কারে চাড়া দেয়া উদ্বেগের মাঝে দুঃসময় পার করার সময় কর্তৃত্ব, বৈধতা আর বিশ্বাসের যুদ্ধ।

দি ড্রাম-এ সাবেক মাধ্যমিক শিক্ষক ম্যালকম ফার্ণস্ওর্থ এটিকে অস্ট্রেলীয় লেবার পার্টির একসাথে “সাঁতরাও অথবা ডোবার” মতো একটি ঘটনা হিসাবে দেখছেন:

লেবার পার্টির ককাস জুলিয়া গিলার্ডের সাথে একাট্টা হয়েছে। রুডের পুনর্জাগরণ কল্পনা করা অসম্ভব।

…… নির্বাচকমণ্ডলীর প্রতি বার্তাটিও খোলামেলা ও সরাসরি। কেভিন রুডকে ভুলে যান, তিনি আর ফিরে আসছেন না। জুন ২০১০ এখন অতীত। এখন হয় গিলার্ড নয় অ্যাবোট। আপনার পছন্দ ঠিক করুন।

জুলিয়া গিলার্ডকে অল্পে বিক্রয় করবেন না – এটি ‘উদারবাদী ও ডান-কেন্দ্রিক’ ব্লগে ক্যাটালাক্সি ফাইল্সে সরকারবিরোধী স্টিভ কেটের সতর্কবাণী::

তিনি জিতেছেন এবং বিগত বছরগুলোর মধ্যে এখন তিনিই এই দেশটির সবচেয়ে ক্ষমতাশালী প্রধানমন্ত্রী। তিনি যা চান তার কোন কিছুই তার সাধ্যের বাইরে নেই। কারণ তিনি এখন গ্রীণ পার্টিতে তার সাথীদের সাথে চক্রান্তে লিপ্ত রয়েছেন।

… আমি জনগণের জুলিয়ার কর্মদক্ষতাকে ভুল বিচারের ভয় পাই। একটি দলের নেতৃত্ব দেয়ার কাজে তিনি নিজেকে অবিশ্বাস্যভাবে সক্ষম দেখিয়েছেন আর এজন্যেই তো তিনি প্রধানমন্ত্রী …

‘ব্যক্তিগত এবং কর্পোরেট চেহারা ব্র্যান্ডিংকারী’ কসিমিনা একজন মহিলা রাজনীতিবিদের ভাবমূর্তি উজ্জ্বল করার বিপদ সম্পর্কে ওয়াকিবহাল হলেও যেভাবে হোক তারা এটা করেছে:

পরবর্তী নির্বাচনে তাকে সাফল্যের সাথে জেতাতে হলে লেবার পার্টিকে অবশ্যই গিলার্ড ব্র্যান্ড ও চেহারার পুনর্গঠন করতে হবে।

… তার ভাবমূর্তির ঐ পরিবর্তন হতে হবে সূক্ষ্ম এবং ধারাবাহিক। জুলিয়াকে কর্তৃপক্ষের পোশাক পরতে হবে …

… জুলিয়ার তাল, গতি এবং শ্বাসকৌশল বজায় রেখে কাজ করার প্রয়োজন। সবসময় আমি একটি মন্তব্য পাই, সেটা হল “তিনি অনমনীয়”। তাই দৈহিক ভাষা ও গতিতে মনোযোগ দিতে হবে …

রাজনীতিবিদদের পোশাক ও ফ্যাশন দুরস্ত হওয়ার দরকার নেই কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সেটা বিচার্য – তাই এটিকে মেনে নিয়ে এর সঙ্গে কাজ করতে হবে।

বিজনেস্ স্পেক্টেটরের রব বার্জেস পুরোপুরি আশাবাদী যে গিলার্ড বর্তমানে অ্যাবোটের জন্যে একটি প্রকৃত হুমকি তিনি আশা করেন একটি নীতি বিতর্ক ব্যক্তিত্বের এই রাজনীতিকে প্রতিস্থাপন করতে পারে:

সুতরাং ধারণাগুলোর এবং এগুলোর যোগাযোগের প্রতিযোগিতা শুরু হোক। অ্যাবোট যদি সত্যিই সেই চ্যালেঞ্জে আবির্ভূত হয়, গিলার্ড শেষ।

কিন্তু যদি আগামী ১৭ মাসে এই দেশে কোন গুরুতর রাজনৈতিক বিতর্কের মতো কিছু একটা উদয় হয় তাহলে অ্যাবোটের সমস্যা হওয়ার একটি ভাল সম্ভাবনা রয়েছে।

অ্যাবোটের লিবারেল পার্টির সদস্য, দি রেড এন্ড ব্লু-এর এবং নীল-এর ইয়েল স্টিফেনস লেবারের জন্যে অর্ধেকের চেয়ে কম পরিপূর্ণ একটি গেলাস দেখছেন:

মানুষ তাকে পছন্দ করে না; তাকে বিশ্বাস করে না; তিনি যা বলতে চান তারা তা বিশ্বাস করে না; এবং অবশ্যই তারা তাকে সমর্থন করে না।

আজ অনেকেই লেবারের মতো সবাই একসাথে আসা,”নিরাময়” এবং “ঐক্য” করার প্রয়োজন সম্পর্কে অনেক বাগাড়ম্বর করেছে।

এর সবকিছুই একটা সুন্দর আবেগ। কিন্তু সমস্যা থেকেই যায়: রুড হয়ত অবিশ্বস্ত সমস্যা সৃষ্টিকারী, কিন্তু শেষ পর্যন্ত সরকারের সমস্যা তো তার নেতা

বিপরীতক্রমে, ক্যাচিং আপ প্রশ্ন করেছে, আপনি কি জানেন আমাদের প্রধানমন্ত্রী কে?

আমার মনে হয় বেশিরভাগই জানেন না।

অনেকে তাকে চেনে না, কিন্তু তারা সবাই তাকে খুব খারাপ, চতুর এবং একজন মিথ্যাবাদী হিসেবে জানে।

উত্তরটি হল:

আসলে আমরা যা জানি: যারা তাকে ব্যক্তিগতভাবে চেনে এবং তার কাছের, তারা তার সাহস, ক্ষমতা এবং বিশ্বস্ততার জন্যে প্রশংসা ছাড়া আর কিছুই করে না।

রক্ষণশীল দলের বুদ্ধিবৃত্তিক পরামর্শদাতা ইন্ডিপেন্ডেন্ট স্টাডিজ সেন্টারের জন্যে লিখতে গিয়ে আইনের অধ্যাপক জেমস অ্যালান একটি উপমা খুঁজছেন :

তারপর সেখানে রয়েছে ফেডারেল লেবার ব্র্যান্ড। কেউ যদি মনে করে এর পরে আবার ঐক্য হতে পারে, একতা আছে যে দল তাদের পুনরায় ঐক্যবদ্ধ করতে পারে এবং তাদের নিয়ে কাজ করতে পারে, তাহলে তিনি যা ধূমপান করেন আমিও তাই ধূমপান করবো।

এখন কিভাবে গিলার্ড লিবারেল নির্বাচনের প্রচারাভিযান মোকাবিলা করবেন যখন এটি প্রথমে লেবার সমর্থকদের তোলা অভিযোগেরই পুনরাবৃত্তি করবেন?

সবশেষে, বুলডগসের ১নং টিকেটের মালিক হিসেবে রুডের গিলার্ডকে চ্যালেঞ্জের বিষয়ে, সেই সাদা শূককীটের (নামটি ঐতিহ্যগতভাবে সাদা পোশাক পরিহিত আম্পায়ারদের বোঝায়) ক্রীড়াবিদ্রুপটি অনিবার্যভাবে চলে আসে। ওয়েস্টার্ণ বুলডগস্ হল জুলিয়া গিলার্ডের নির্বাচকমণ্ডলীর অংশ, যা ফুটস্ক্রেতে অবস্থিত একটি অস্ট্রেলীয় ফুটবল লীগ ক্লাব। প্রধানমন্ত্রী আশা করে থাকবেন যে তার ঘেউ ঘেউটি অন্তত তার কামড়ের সমান হবে।

ব্যক্তিগত স্বীকারোক্তি: আমি ৪০ বছর যাবৎ অস্ট্রেলীয় লেবার পার্টির সদস্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .