পূর্ব তিমুর: প্রাকনির্বাচনী ভিডিও হাস্যরসে বিড়াল, দানব

২০১২ সালের ১৭ মার্চ পূর্ব তিমুরে রাষ্ট্রপতি নির্বাচন এবং আশা করা যায় নির্বাচনী প্রচারাভিযানের [টেতুম ভাষায়] সময়সীমা শুরু হবে আগামী সপ্তাহে, ২৯ ফেব্রুয়ারি থেকে। ইতোমধ্যে কয়েকজন প্রার্থী দূরবর্তীদের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন এবং পূর্ব তিমুরের নেটি নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়া ও দশ বছরের এই দেশটির ভবিষ্যত নিয়ে বিতর্কে লিপ্ত প্রধানত ফেসবুক এবং ব্লগের মাধ্যমে।

নির্বাচনের পূর্বাভাস হল নাগরিক প্রচার মাধ্যম একটি মৌলিক ব্যবহার। কিন্তু ব্যবহারকারী স্লগহেইন ইউটিউবে সবচেয়ে বহুলপরিচিত চার প্রেসিডেন্ট প্রার্থীকে উপহাস করে ধারাবাহিক হাস্যরসাত্মক যে ভিডিওগুলো আপলোড করেছেন তা মোটেই গুরুতর কিছু নয়।

এরকম একজন হলেন ঐতিহাসিক বিরোধী দল, স্বাধীন পূর্ব তিমুর বিপ্লবী ফ্রন্টের (ফ্রেটিলিন) সভাপতি ফ্রান্সিসকো গুতারেস লু-ওলো যিনি সর্বোচ্চ সংখ্যক ২২,৫৯০ জন প্রস্তাবকারীর স্বাক্ষরসহ নিজের প্রার্থীতা উপস্থাপন করেন। ভিডিওটি চলতে থাকলে দেখা যায় “কমরেড লু-ওলো”-এর নকলটি ফ্রেটিলিনের মহাসচিব মারি আলকাতিরির “ছায়া”তলে পড়ে থাকায় হতাশ। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতীয় সংসদের নেতৃত্ব দেয়ার পর আবারও লু-ওলোকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্যে বিলাপ করতে এবং দ্বিতীয় দফায় দেশের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ২০০৭ সালের নির্বাচনে পরাজিত হতে দেখা যায়:

http://youtu.be/DP6olsA3tp0

Problema nia Alkatiri obriga mak husu ha'u ba deit ona.
Ha'u baruk sai tiha prezidenti hotu, Alkatiri mak manda nafatin ha'u hanesan uluk quandu ha'u sai prezidente Parlamento.
Ha'u hatene katak ambisaun sem capacidade ne'e crime, mais se chefe obriga ne'e ha'u tenki ba deit mesmo que laiha qualidade.
Ha'u la hatene tamba hira mak Alkatiri tenki uza ha'u conforme nia hakarak…
Dala ruma ha'u tenki marca diferensa husi nia (…)

সমস্যা হল যে আলকাতিরি আমাকে [এটা করতে] বাধ্য করে, আমাকে পুর্ণ বিরতিতে যেতে বলে
আমি রাষ্ট্রপতি পদে থেকে থেকে তিতিবিরক্ত হয়ে উঠেছি, আলকাতিরি সবসময় আমাকে আদেশ করে যেমন সে তা করতো আমি যখন সংসদের সভাপতি ছিলাম।
আমি জানি দক্ষতা ছাড়া উচ্চাকাঙ্ক্ষার আশা করা অপরাধ। কিন্তু কোন গুণ না থাকা সত্ত্বেও যদি আমার মনিব আমাকে তা করতে বাধ্য করে, আমাকে তা তো করতেই হবে…
আমি জানি না কেন আলকাতিরির আমাকে যেমন ইচ্ছে ব্যবহার করতে হবে….
কখনও কখনও তার সঙ্গে পার্থক্য তৈরী করার জন্যে আমাকে একটা অবস্থান নিতে হয় (…)

সেনত্রু জর্নালিস্তা ইনভেস্তিগাতিভু তিমুর লেস্তে (সিজেআইটিএল) অনুযায়ী ৭,৯৭৭ জন প্রস্তাবকারী সমর্থিত প্রার্থী (যদিও তার ওয়েবসাইটে তার পিটিশন প্রাপ্তির সংখ্যা প্রায় ১,১৬,৩০০ ঘোষণা করা হয়েছে) পূর্ব তিমুরের বর্তমান রাষ্ট্রপতি হোসে র‍্যামোস হোর্তাকে অনেকটা সার্বজনীন ভিডিও কৌশলে একটি বিড়ালছানা হিসেবে দেখানো হয় যেখানে তিনি ২০০৮ সালে তার হত্যা প্রচেষ্টার কথা বলেছেন:

http://youtu.be/VkVx6S0L48k

Ha'u hakarak recandidata ba Prezidenti da Republica, mais ha'u tenki ba consulta lai ho amu bispo nain rua, papa nain tolu ho kuku nain ha'at para hare se sira apoiu ha'u ka la'e.
Se la'e ha'u ba koko tok iha ONU. Se ema lakoi hili ha'u, ha'u fila lalais mai Timor […] ha'u nia povu sei presiza ha'u.
Imi hakarak hatene uluk ema tiru ha'u ne'e ha'u ba tiha ona lalehan. Jesus dehan ha'u atu troka orasaun Pedro sai porteiro iha neba mais malai mos diak, maibé ha'u dehan labele. Ha'u tenki fila ba Timor (…)

আমি পুনরায় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চাই, কিন্তু আমাকে তিনটি বিশপ, তিনটি পোপ এবং চারটি পেঁচার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখতে হবে তারা আমাকে বা সমর্থন করবে কি না।
যদি না করে, আমি জাতিসংঘের কাছে গিয়ে পরীক্ষা করবো। যদি জনগণ আমাকে বাছাই করতে ইচ্ছে না করে আমি খুব দ্রুত […] তিমুর ফিরে যাব, আমার জনগণের এখনও আমাকে প্রয়োজন।
আপনি হয়তো জানতে চান অতীতে কেউ আমাকে গুলি করেছে এবং আমি স্বর্গে চলে গিয়েছি কিনা। যীশু আমাকে বলেছে, পিটারকে পাল্টে আমার সেখানকার দ্বাররক্ষী হওয়া উচিত। বিদেশী হওয়া চমৎকার কিন্তু আমি বলেছি আমি পারব না। আমাকে তিমুর ফিরে যেতে হবে (…)

লাসামা নামেও পরিচিত জাতীয় সংসদের বর্তমান প্রেসিডেন্ট ফার্নান্দো ডি আরাউহো ৮,৩১৪টি স্বাক্ষর দিয়ে তার নিজের প্রার্থীতা সমর্থন করেন। তার নকল নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি “নুডলস ৫ সেন্টে এবং পাম ওয়াইন ১ ডলারে নামিয়ে আনার এবং সেই সাথে তাস খেলার জন্য একটি বড় ক্যাসিনো খোলার” কল্পিত ইচ্ছে প্রকাশ করেন। যেমন তার অবতার বলছে, ” আমার কথা শুনো! আমিও খুব প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হতে চাই!”:

http://youtu.be/-Z1FwtA988g

১০,০০০ প্রস্তাবকারী সমর্থিত প্রার্থী তাউর মাতান রাউক (টেতুম ভাষায় “দুটি তীক্ষ্ণ চোখ”) নামে পরিচিত পূর্ব তিমুর সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল নির্ধারিত তারিখ অনুমান করে “ভোটারদের ব্যাখ্যা করার সুযোগ নেন কেন তিনি প্রথম প্রচারাভিযান শুরু করা প্রার্থী হতে চেয়েছিলেন”:

http://youtu.be/TOR2720Je7Y

এমনকি প্রধানমন্ত্রী এবং প্রজাতন্ত্রের প্রাক্তন প্রেসিডেন্ট, “ম‘ন বৎ” (বড় ভাই) জানানা গুসমাও-এর নিজ অবতার “প্রিয় তিমুর লোরোসার জনগণকে গণতন্ত্রের পার্টির জন্য নিজেদের প্রস্তুত থাকার” একটি আহ্বান জানাচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .