জাম্বিয়াঃ দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধে নেটিজেনরা এগিয়ে এসেছেন

জাম্বিয়া জুড়ে পরিবর্তনের আর্তনাদ বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে আর এখন যখন মাইকেল সাতার প্যাট্রিয়টিক ফ্রন্ট (পিএফ) কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা মুভমেন্ট ফর দ্যা মাল্টিপার্টি ডেমোক্রেসি (এমএমডি) কে ক্ষমতাচ্যুত করেছে, তখন মনে হচ্ছে জাম্বিয়া নতুন দিকে এগুচ্ছে। যেটাকে উৎসাহের কারন মনে হচ্ছে সেটা হলো, নতুন সরকারের দূর্নীতির বিরুদ্ধে একদফা অবস্থান। জাম্বিয়াবাসীরা মুখর হয়ে আছেন প্রতিদিন নতুন কোন খবর ফাঁস, বেরিয়ে পড়া বা জানা নিয়ে।

আগের রাজনীতিকরা খারাপ বলছেন এই উদ্যোগের ব্যাপারে যাকে তারা ডাইনি খোঁজার সাথে তুলনা করেছেন। জাম্বিয়ার প্রধান টেলিযোগাযোগ কোম্পানি, জ্যামটেলের আগের সরকারের সময়ে বিক্রি নিয়ে তদন্তের ব্যাপারে, ভূতপূর্ব ভাইস প্রেসিডেন্ট জর্জ কুন্ডা জানিয়েছেন, “এটা আগে দেখা যায়নি যে ছয়জন কমিশনারকে নিয়োগ দেয়া হয়েছে, এবং আর কতো জন আসছে আমরা তা জানিনা। এটা ছিদ্রান্বেষণ।“

জাম্বিয়ার দুর্নীতি দমন কমিশন দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে।

জাম্বিয়ার দুর্নীতি দমন কমিশন দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। ছবি ই-হাসলিং ভিজুয়াল এর সৌজন্যে

ইতোমধ্যে, মূল জাম্বিয়াবাসী রক্তের জন্য চিৎকার করছেন আর নেটিজেনরা এগিয়ে আসছেন।

@লুয়াঙ্গামিলু বলেছেনঃ

কিছু মানুষ অদ্ভুতভাবে ক্ষতায় যাবার ৩ বছর সময়ের মধ্যে অশেষ অর্থ পেয়েছেন, এটার তদন্ত হোক- মিলুপি# জাম্বিয়া

@ইটাইক্স যোগ করেছেনঃ

ক্রিকি! আরটি @ লাইভলজঃ আরটি@সান্ডাইকসি: ফ্লাশ – জাম্বিয়ার টেলিকম ফার্ম, জ্যামটেলকে বেআইনিভাবে লিবিয়ার ল্যাপ গ্রীনের কাছে বিক্রি করা হয়েছে। #জাম্বিয়া #লিবিয়া

কিছু ভূতপূর্ব নেতার গ্রেপ্তারের সাথে সাথে, ডোরা সিলিয়া, রুপিয়া বান্দার সরকারের ভূতপূর্ব তথ্য মন্ত্রী, সাক্ষাৎকারের জন্য তাকে ডাকা হয় আর কিছু জাম্বিয়ান চিন্তা করছেন যে কতদিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।

এই তদন্তের কেন্দ্রে যা আছে তা হলো বিভিন্ন ধরনের জিনিষের ক্রয় যার মধ্যে আছে শত শত সাইকেল, যা আগের সরকার কিনেছিল সাম্প্রতিক নির্বাচনে ব্যবহারের জন্য।

@স্টিভেনপাটার টুইট করেছেনঃ

#জাম্বিয়া, ব্যক্তিগত ব্যবহারের জন্য ১০০০টা সাইকেল ভেবেছিল যে কেবলমাত্র ইশ্বরই শুধু একবারে একের বেশী স্থানে থাকতে পারেন, যার জন্য অবাক হওয়ার কিছু নেই যে এর তদন্ত হচ্ছে।

@স্টিভেনপাটার ব্যাখ্যা করেছেন যে কেন জাম্বিয়াতে দূর্নীতি রোধ করা কঠিনঃ

@লিভলজ সমস্যার শুরু হচ্ছে জাম্বিয়াতে আইন আর পদ্ধতি তৈরি করা নিয়ে, ফলে তারা আইন দিয়ে দূর্নীতি বন্ধ করতে চাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না

ভূতপূর্ব প্রেসিডেন্ট বান্দার ছেলেও তদন্তের অংশ। @সান্ডাইক লিখেছেনঃ

ভূতপূর্ব প্রেসিডেন্ট আরবির ছেলে হেনরি আর নেনানির তদন্ত হবে তাদের পিতার নির্বাচনী প্রচারণার অর্থ নিয়ে। এই সপ্তাহে তাদের তদন্তকারীদের সামনে আসার কথা #জাম্বিয়া

আর একজন টুইপ ভেবেছেন যে সরকার ইবে তে জাম্বিয়ার মূল্যবান পাথর বিক্রি নিয়ে কোন তদন্ত করবে কিনাঃ

@মাওয়ানাবিবিঃ আমি জানিনা জাম্বিয়া থেকে এটা চোরাচালান হয় কিনা কিন্তু মনে হচ্ছে আমাদের সব দামি পাথর ইবে তে ভারত থেকে আসছে @আরফিনিক্সজাম্বিয়া

জাম্বিয়ার স্টাইলে দূর্নীতির ব্যাপারে কি?

কেবলমাত্র জাম্বিয়াতে মানুষ ২.১ বিলিয়ন মুদ্রা পুঁতে রাখে। অন্তত ধরা পরার প্রক্রিয়াকে সে দীর্ঘায়িত করেছে। কি দূর্নীতি!

দূর্নীতির বিরুদ্ধে সংগ্রাম আরো গভীরে পৌঁছাচ্ছে যখন জাম্বিয়ার কর্তৃপক্ষ তাকেই ধরে জিজ্ঞাসা করছে যার কাছে জনগণের অর্থ অপব্যয়ের তথ্য আছে বলে তারা মনে করছেন। সম্প্রতি জাম্বিয়া পোস্ট জানিয়েছে যে, “এটর্নি জেনারেল মুম্বা মালিলা বলেছেন যে পুলিশ ৮০টার বেশি এমএমডি যান আটক করেছে যেহেতু জনগনের অর্থ ব্যয় করে তা কেনা হয়েছে।“

এটা পরিষ্কার যে আরো খোঁড়াখুঁড়ি করা হবে আর নাটক শেষ হতে অনেক বাকি যেহেতু পিএফ এখনো তার দাঁত ধারালো করেনি জাম্বিয়ার রাজনীতিতে নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে গিয়ে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .