[এ পোস্টের মূল লেখাটি মাই ভজ ( আমার কণ্ঠস্বর) নেটওয়ার্কের অনলাইন নাগরিক পত্রিকা লা অপিনিওন এ সর্বপ্রথম প্রকাশিত হয়]
উন্নত জীবন মান এবং জীবন যাত্রার স্বল্প ব্যয়ের দাবিতে চিলীয় প্যাটাগনিয়ার আইসেন অঞ্চলের সামাজিক আন্দোলন যে শক্তিশালী হচ্ছে সে বিষয়ে গ্লোবাল ভয়েসেস এ এলিজাবেথ রিভেরা ইতপূর্বে প্রতিবেদন উপস্থাপন করেন।
২২ ফেব্রুয়ারি সকালের তীব্র সংঘর্ষের এক ছবিতে দেখা যায় পুয়ের্তো আইসেন ও পুয়ের্তো চাকাবুকো রাস্তায় অবরোধ আরোপ করে পুলিশী দমন আন্দোলন ছত্রভঙ্গের দৃশ্য। আইসেনের নাগরিকদের তোলা এ ছবিটি সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে আপলোড করা হয়।
এ অঞ্চলকে অচল করে দেওয়া প্রতিবাদের ছবিগুলো টুইটারকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যাবহার করে প্রদর্শন করা হয়েছে।
চাকাবুকো সেতু দখল, জর্জ স্পিনোজা সি। (@এস্পিনজাসেলুলার):
আইসেন-এর আন্দোলন মধ্য রাতের অবরোধ (@ডেস্পারেটাআইসেন):
কইহাক রাস্তাটি নিজেই তার কাহিনী বর্ণনা করছে, কলফুলিকান (@কলফুলিকান):
পুয়ের্তো আইসেন ও পুয়ের্তো চাকাবুকোর মাঝের রাস্তা, প্যাট্রিসিও সেগুরা (@ প্যাটসেগুরা):
অবরুদ্ধ সড়ক, আলোনসো নুনেজ (@আলোনসো_নুনেজ):
কইহাকে যাবার রাস্তা, জর্জ স্পিনোজা সি(@এস্পিনজাসেলুলার ):