যুক্তরাষ্ট্র: ‘ওয়াল স্ট্রীট দখল’ জোরদার হচ্ছে

এই পোস্ট আমাদের বিশেষ প্রতিবেদন #অকুপাই ওয়ার্ল্ড (বিশ্বব্যাপী দখল প্রতিবাদ) এর অংশ।

আমরা যখন আমাদের প্রথম আর্টিকেল প্রচার করি ওয়াল স্ট্রীট দখল নামে একটি প্রতিবাদের ব্যাপারে যেখানে প্রতিবাদকারী দলটি জুকোটি পার্কে ক্যাম্প করে ছিল, সেটা স্থানীয় সংবাদপত্রের প্রথম পাতায় ও আসে নি। বর্তমানে (অক্টোবর ২০১১) যখন হাজারে হাজারে অনুসারি এই উদ্দেশ্যে একত্র হয়েছে – যার মধ্যে ইউনিয়ন নেতা, স্লাভোজ জিজেক আর মাইকেল মুর সহ অন্য জনপ্রিয় বুদ্ধিজীবি আছেন- অবশেষে ওয়াল স্ট্রিট দখল স্থানীয় আর আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার মধ্যে আছে বোস্টন, হার্টফোর্ড, সিয়াটল, ওয়াশিংটন ডিসি আর টাম্পা (পূর্নাঙ্গ কভারেজের জন্য অকুপাই টুগেদার এর ওয়েবসাইট দেখুন)।

এই আন্দোলনটি এতোটাই মনোযোগ আকর্ষন করেছে যে এটা রাজনীতিবিদ আর মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে, যার মধ্যে আছেন সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের এরিক আল্টারম্যান, যিনি বিক্ষোভের অধৈর্য আর ক্ষোভ বুঝতে পারেন। তিনি আরও সমর্থন করেন অর্থনীতিতে নোবেল বিজয়ী জোসেফ স্টিগ্লিজের তত্ত্বকে, যাকে বলা হচ্ছে ‘১% এর যুগ’, অর্থাৎ ইঙ্গিত করেছেন যুক্তরাষ্ট্রের ১% লোকেদের যারা প্রায় সব সম্পদ কুক্ষিগত করে রয়েছে।

হাজারো প্রতিবাদকারী ওয়াল স্ট্রীটের আশে পাশে অবস্থান নিয়েছে।

হাজারো প্রতিবাদকারী ওয়াল স্ট্রীটের আশে পাশে অবস্থান নিয়েছে। ছবি ফ্লিকার থেকে ডেভিড শ্যন্কবোনের সৌজন্যে (সিসি বাই-এনসি ২.০)

তবে অন্যরা এই মত সমর্থন করেননা: রিপাব্লিকের প্রেসিডেন্ট প্রার্থী হেরম্যান কেন ওয়াল স্ট্রীট দখলের বিরুদ্ধে সমালোচনা করেছেন, এই দাবি করে যে অর্থনৈতিক মন্দা ওয়াল স্ট্রীটের কারনে না বরং তা হোয়াইট হাউসের কারনে, আর বলছেন যে বিক্ষোভকারীদের নিজেদের দোষ দেয়া উচিত কেন তারা কোটিপতি না আর কেন তাদের চাকরি নেই (যা রিপাবলিকান আর নতুন লিবারেল মতবাদের বিতর্কের একটা ধারা)। যেমন ধারণা করা হচ্ছিল তার মন্তব্য জোরালো সমালোচনার ঝড় তুলেছে আর একে ‘অযৌক্তিক মতবাদ’ বলা হচ্ছে।

এনজে.কমের ব্লগার রবার্ট ডাব্লিউ স্নাইডারের মতো ব্লগাররা বিশ্বাস করেন যে বিক্ষোভের গল্পগুলোকে আর একটু ভালো করে তুলে ধরা যায়, যেহেতু প্রেস বিক্ষোভকারী আর পুলিশের ভিতরের সংঘর্ষকেই শুধু মুখ্য করে তুলে ধরছে।

আমরা যেমন ষাটের দশকে দেখেছি, অযাচিত কাভারেজের কারনে একটা শান্তিপূর্ণ বিক্ষোভকে সমস্যা সৃষ্টিকারী অল্প কিছু লোকের সমস্যা বলে দেখা হয়। প্রায় এমন দেখা যায় যে, ছবি আর শিরোনাম ছিল যা সব থেকে ভ্রান্তিকর ছিল। কাজ আর ক্ষোভ দেখানোর জন্য ছবি দারুন, কিন্তু কথায় সব থেকে ভালোভাবে যা বোঝা যায় তা ছবি তুলে আনতে পারেনা।

দ্যা স্পেক্ট্যাকেল ব্লগ এর জোসেফ ললার ওয়াল স্ট্রিট দখল আর চরম রক্ষণশীল টি পার্টি প্রচারণার মধ্যে পার্থক্য তুলে ধরেছেন, যেহেতু কেউ কেউ মনে করেন যে পরেরটি একটি রাজনৈতিক দল হিসাবে দেখা দিতে পারে।

ওয়াল স্ট্রিট দখল প্রতিবাদকর্মীদের ছবি দেখে, এই বিক্ষোভ, অন্তত এখনের মতো, মনে হয় ‘বিদ্রোহী তরুণ’ এর ধারার বিক্ষোভের কাছাকাছি। ’টি পার্টির’ বিরক্ত নাগরিক ধারার মত নয়। দেখা যাক এখান থেকে ঘটনা কোন দিকে মোড় নেয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ওয়াল স্ট্রিট দখল প্রতিবাদের যে ক্ষোভ আর বাড়তে থাকা শক্তি তা অন্য দিকে ঘোরানোর চেষ্টা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা তার চাকুরি তৈরির প্রস্তাবকে গ্রহণযোগ্য করার জন্য। দ্যা ফাস্টার টাইমের জাস্টিন ভাসাল্লো মনে করেন যে ওয়াল স্ট্রিট দখল প্রেসিডেন্টের মিশন চালিয়ে যাওয়ার জন্য ভাবমূর্তিকে কাজে প্রমান করেনি:

ওবামা যদি সত্যিকার অর্থ ওয়াল স্ট্রিট দখল বিক্ষোভ অনুসরণ করে থাকেন, তার বোঝা উচিত যে তাকে ছাড়াই একটা বাড়তে থাকা আবেগী আমেরিকান দল তৈরি হচ্ছে।

বিশেষ করে টুইটারে, কেউ কেউ ওয়াল স্ট্রীট দখল নিয়ে তাদের মতামত জানিয়েছেন এর সম্ভাব্য রাজনৈতিক কর্মকান্ড নিয়ে, যেমন আনেডিটেড ক্যামেরা:

@আনেডিটেড ক্যামেরা: #ওয়ালস্ট্রিটদখল এই বিদ্রোহ রাজনৈতিক দলের না। এটা আমাদের জীবনকে গণতান্ত্রিক করার।

অন্য দিকে ক্রিস স্পেন্সার এই বিদ্রোহকে অন্য ভাবে সমালোচনা করেছেন:

@ক্রিস এম স্পেন্সার: ক্রন্দন্রত বাচ্চার সংজ্ঞা: করপোরেশনের প্রতি ক্ষুব্ধ হওয়া কারন আপনি চাকুরিহীন @অকুপাইওয়ালস্ট্রিট #অকুপাইওয়ালস্ট্রিট #ওডাব্লিউএস #ফিউটিলিটি

একই ভাবে কার্মাজেওন বিশ্বাস করেন যে এই বিদ্রোহ সময় নষ্ট করছে:

@কার্মাজেওনিস্টো: #ওয়ালস্ট্রিট দখল বিক্ষোভকারীরা কম দরিদ্র হতেন যদি তারা তাদের নষ্ট করা চেষ্টার অর্ধেকও শিক্ষা/ প্রশিক্ষন/ চাকরির পেছনে দিতেন।

ওয়ালস্ট্রিটদখল নিউইয়র্ক স্থানীয় কর্তৃপক্ষের ব্যবহার করা শক্তি সম্পর্কে জানিয়েছেন:

@ওয়ালস্ট্রিটদখলএনওয়াইসি: তাদের শক্তির বিরুদ্ধে সব থেকে ভালো সাড়া হলো আরও শান্তি। #ওয়ালস্ট্রিটদখল

জরডান হ্যাম্মোন্ড ওয়াল স্ট্রিট দখল কে গান্ধীর একটা উক্তি দিয়ে ব্যাখ্যা করেছেনঃ

@ইঙ্কটভিক: #ওয়ালস্ট্রিটদখল প্রতথমে তারা আপনাকে উপেক্ষা করে, পরে আপনাকে নিয়ে হাসে, তারপরে আপনাকে প্রতিরোধ করে, এর পরে আপনি জেতেন”- গান্ধী। এরা এখন আমাদের প্রতিরোধ করছে।

নীচে কিছু অংশগ্রহনকারীদের মন্তব্যসহ একটা ভিডিও রয়েছে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .